ETV Bharat / bharat

সোনিয়ার বিরুদ্ধে বিক্ষোভ কংগ্রেসের একাংশের

দিল্লি বিধানসভা ভোটের টিকিট বণ্টন নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখাল ৷ তাদের অভিযোগ, যোগ্য প্রার্থীদের টিকিট দিচ্ছে না কংগ্রেস ৷

author img

By

Published : Jan 18, 2020, 4:37 PM IST

Sonia
বিক্ষোভের মুখে সোনিয়া

দিল্লি, 18 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে টিকিট বণ্টন নিয়ে দলের কর্মী-সমর্থকদের একাংশের বিক্ষোভের মুখে সোনিয়া গান্ধি ৷ দিল্লিতে সোনিয়ার বাসভবনের বাইরে বিক্ষোভ দেখায় কর্মী-সমর্থকরা ৷

বিক্ষোভকারীরা প্যাটেল নগর ও কারাওয়াল নগর বিধানসভা এলাকার কংগ্রেস কর্মী ৷ তাঁদের অভিযোগ, এলাকার পরিচিত কংগ্রেস নেতা অরবিন্দ সিং ও হরমন সিংকে কারাওয়াল নগর ও প্যাটেল নগর থেকে টিকিট দেওয়া হচ্ছে না বলে তাঁরা শুনেছেন ৷ সেকারণেই বিক্ষোভ দেখাচ্ছেন ৷ দিল্লি প্রদেশ কংগ্রের কমিটির সভাপতি সুভাষ চোপরার গাড়ি মাঝপথে আটকে বিক্ষোভও দেখান প্যাটেল নগর ও কারাওয়াল নগরের কংগ্রেস কর্মীরা ৷

এ'দিকে টিকিট বণ্টন নিয়ে সুভাষ চোপরা বলেন, দিল্লিতে কংগ্রেসের প্রার্থী তালিকা আজই সামনে আসবে ৷ দলের তরফে তালিকা প্রকাশ করা হবে ৷ RJD-র সঙ্গে জোট গড়ে ভোটে লড়তে পারে দল ৷

আগামী 8 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার নির্বাচন ৷ ফলাফল ঘোষণা 11 ফেব্রুয়ারি ৷ মোট 70টি আসনে হবে ভোটগ্রহণ ৷

দিল্লি, 18 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে টিকিট বণ্টন নিয়ে দলের কর্মী-সমর্থকদের একাংশের বিক্ষোভের মুখে সোনিয়া গান্ধি ৷ দিল্লিতে সোনিয়ার বাসভবনের বাইরে বিক্ষোভ দেখায় কর্মী-সমর্থকরা ৷

বিক্ষোভকারীরা প্যাটেল নগর ও কারাওয়াল নগর বিধানসভা এলাকার কংগ্রেস কর্মী ৷ তাঁদের অভিযোগ, এলাকার পরিচিত কংগ্রেস নেতা অরবিন্দ সিং ও হরমন সিংকে কারাওয়াল নগর ও প্যাটেল নগর থেকে টিকিট দেওয়া হচ্ছে না বলে তাঁরা শুনেছেন ৷ সেকারণেই বিক্ষোভ দেখাচ্ছেন ৷ দিল্লি প্রদেশ কংগ্রের কমিটির সভাপতি সুভাষ চোপরার গাড়ি মাঝপথে আটকে বিক্ষোভও দেখান প্যাটেল নগর ও কারাওয়াল নগরের কংগ্রেস কর্মীরা ৷

এ'দিকে টিকিট বণ্টন নিয়ে সুভাষ চোপরা বলেন, দিল্লিতে কংগ্রেসের প্রার্থী তালিকা আজই সামনে আসবে ৷ দলের তরফে তালিকা প্রকাশ করা হবে ৷ RJD-র সঙ্গে জোট গড়ে ভোটে লড়তে পারে দল ৷

আগামী 8 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার নির্বাচন ৷ ফলাফল ঘোষণা 11 ফেব্রুয়ারি ৷ মোট 70টি আসনে হবে ভোটগ্রহণ ৷

New Delhi, Dec 22 (ANI): While antibiotics are known for their properties to fight bacteria and are the most important type of antibacterial agent for fighting the bacterial infection, a new study suggests that excessive antibiotic prescriptions for children can harm their health. Excessive use of antibiotics contributes to the threat of antimicrobial resistance. Children in mid-low countries often fall sick frequently and they are overprescribed by antibiotics.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.