ETV Bharat / bharat

ভিনরাজ্যের শ্রমিকদের ট্রেনের টিকিটের টাকা দেবে কংগ্রেস, জানালেন সোনিয়া গান্ধি

author img

By

Published : May 4, 2020, 12:02 PM IST

Updated : May 4, 2020, 3:09 PM IST

ভিনরাজ্য থেকে ফিরতে শ্রমিকদের ট্রেনের টিকিটের দাম নিচ্ছে কেন্দ্রীয় সরকার । যা নিয়ে কটাক্ষ করে সোনিয়া গান্ধি জানান, শ্রমিকদের ফেরার খরচ দেবে কংগ্রেস ।

ছবি
ছবি

দিল্লি, 4 মে : লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার । তাঁদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের । কিন্তু ফেরার জন্য ট্রেনের টিকিটের ভাড়া দিতে হচ্ছে তাঁদের । যাঁদের রোজগার বন্ধ, টাকা নেই তাঁদের থেকে টিকিটের টাকা নেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি কংগ্রেস । কেন্দ্রীয় সরকারকে কার্যত কটাক্ষ করে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি জানিয়েছেন, শ্রমিকদের বাড়ি ফেরার টাকা দেবে কংগ্রেস ।

সোনিয়া গান্ধির এবিষয়ে স্পষ্ট মত, যে শ্রমিক শ্রেণি আমাদের দেশের অর্থনীতির পাঁজর, যাঁদের পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের দেশের স্তম্ভ তাঁদের থেকে এভাবে টাকা নেওয়া যায় না । পাশাপাশি তিনি বলেন, "কংগ্রেস এই মর্মে একটি সিদ্ধান্ত নিয়েছে । দেশের প্রত্যেকটি প্রদেশ কংগ্রেস কমিটি সংশ্লিষ্ট রাজ্যে ফেরা দুস্থ শ্রমিকদের ট্রেনের টিকিটের খরচা দেবে । আর এভাবেই কংগ্রেস দেশের মানুষের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করবে এবং দেশের মানুষের সঙ্গে এমন পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার চেষ্টা করবে ।"

কোরোনা সংক্রমণের জেরে চলছে লকডাউন । কার্যত স্তব্ধ সারা দেশ । বন্ধ সমস্তরকম কাজকর্ম । এদিকে সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় বাড়ছে লকডাউনের সময়সীমাও । কাজ হারিয়েছেন বহু মানুষ । বেতন পাচ্ছেন না এমন মানুষের সংখ্যাও কম নয় । এই পরিস্থিতিতে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের অবস্থাও খারাপ । একদিকে পকেটে পয়সা নেই, অন্যদিকে পরিবারের আর্থিক অবস্থা তলানিতে । অনেকদিনের আবেদনের পর অবশেষে রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার । গতকাল এক নির্দেশিকায় রেলমন্ত্রক জানায়, রাজ্য সরকারগুলি আটকে থাকা শ্রমিকদের হাতে টিকিট তুলে দেবে । এবং টিকিটের ভাড়া সংগ্রহ করে রেলওয়েকে পুরো টাকা তুলে দেবে । এই বিষয়টি সামনে আসার পরই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে শুরু করে কংগ্রেস ।

train-fare
এই বিজ্ঞপ্তি ঘিরেই বিতর্ক

সোনিয়া গান্ধি বলেন, "ট্রেনের টিকিটের টাকা যদি শ্রমিকদেরই দিতে হয় তাহলে এখানে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কী থাকল ? এখনও পর্যন্ত বহু শ্রমিক দেশের অনেক জায়গায় আটকে রয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন । বাড়ি ফেরার চেষ্টা চালাচ্ছেন । কিন্তু তাঁদের কাছে পরিবহনের খরচ বহন করার মতো অর্থ নেই । এমন দুর্যোগের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আর রেলমন্ত্রক টাকা নিচ্ছে সেটাই অবাক করার মতো বিষয় ।"

তাঁর কথায়, "হাজারেরও বেশি শ্রমিককে বাধ্য় হয়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে । তাঁদের না আছে খাবারের ব্যবস্থা, না আছে ওষুধের ব্যবস্থা । না আছে অর্থ । শুধুমাত্র বাড়ি ফিরবে বলে তাঁরা হাঁটা শুরু করেছেন । দেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন ঘটনা প্রথম ।" সোনিয়ার প্রশ্ন, "যেখানে গুজরাতে একটা অনুষ্ঠানের জন্য একশো কোটি টাকা খরচা করতে পারে কেন্দ্রীয় সরকার, যেখানে 151 কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে পারে রেলমন্ত্রক, সেখানে ভিন রাজ্য়ের শ্রমিকদের জন্য কী পরিবহনের ব্যবস্থা করা যায় না ?"

অন্যদিকে, এবিষয়ে আজ টুইটে কংগ্রেস নেতা পি চিদম্বরম লেখেন, ভিনরাজ্যের শ্রমিকদের ট্রেনের টিকিটের দাম দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের অন্যতম ঐতিহাসিক সিদ্ধান্ত । যা কেন্দ্রীয় সরকারকে লজ্জায় ফেলল ।

দিল্লি, 4 মে : লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার । তাঁদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের । কিন্তু ফেরার জন্য ট্রেনের টিকিটের ভাড়া দিতে হচ্ছে তাঁদের । যাঁদের রোজগার বন্ধ, টাকা নেই তাঁদের থেকে টিকিটের টাকা নেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি কংগ্রেস । কেন্দ্রীয় সরকারকে কার্যত কটাক্ষ করে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি জানিয়েছেন, শ্রমিকদের বাড়ি ফেরার টাকা দেবে কংগ্রেস ।

সোনিয়া গান্ধির এবিষয়ে স্পষ্ট মত, যে শ্রমিক শ্রেণি আমাদের দেশের অর্থনীতির পাঁজর, যাঁদের পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের দেশের স্তম্ভ তাঁদের থেকে এভাবে টাকা নেওয়া যায় না । পাশাপাশি তিনি বলেন, "কংগ্রেস এই মর্মে একটি সিদ্ধান্ত নিয়েছে । দেশের প্রত্যেকটি প্রদেশ কংগ্রেস কমিটি সংশ্লিষ্ট রাজ্যে ফেরা দুস্থ শ্রমিকদের ট্রেনের টিকিটের খরচা দেবে । আর এভাবেই কংগ্রেস দেশের মানুষের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করবে এবং দেশের মানুষের সঙ্গে এমন পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার চেষ্টা করবে ।"

কোরোনা সংক্রমণের জেরে চলছে লকডাউন । কার্যত স্তব্ধ সারা দেশ । বন্ধ সমস্তরকম কাজকর্ম । এদিকে সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় বাড়ছে লকডাউনের সময়সীমাও । কাজ হারিয়েছেন বহু মানুষ । বেতন পাচ্ছেন না এমন মানুষের সংখ্যাও কম নয় । এই পরিস্থিতিতে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের অবস্থাও খারাপ । একদিকে পকেটে পয়সা নেই, অন্যদিকে পরিবারের আর্থিক অবস্থা তলানিতে । অনেকদিনের আবেদনের পর অবশেষে রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার । গতকাল এক নির্দেশিকায় রেলমন্ত্রক জানায়, রাজ্য সরকারগুলি আটকে থাকা শ্রমিকদের হাতে টিকিট তুলে দেবে । এবং টিকিটের ভাড়া সংগ্রহ করে রেলওয়েকে পুরো টাকা তুলে দেবে । এই বিষয়টি সামনে আসার পরই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে শুরু করে কংগ্রেস ।

train-fare
এই বিজ্ঞপ্তি ঘিরেই বিতর্ক

সোনিয়া গান্ধি বলেন, "ট্রেনের টিকিটের টাকা যদি শ্রমিকদেরই দিতে হয় তাহলে এখানে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কী থাকল ? এখনও পর্যন্ত বহু শ্রমিক দেশের অনেক জায়গায় আটকে রয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন । বাড়ি ফেরার চেষ্টা চালাচ্ছেন । কিন্তু তাঁদের কাছে পরিবহনের খরচ বহন করার মতো অর্থ নেই । এমন দুর্যোগের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আর রেলমন্ত্রক টাকা নিচ্ছে সেটাই অবাক করার মতো বিষয় ।"

তাঁর কথায়, "হাজারেরও বেশি শ্রমিককে বাধ্য় হয়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে । তাঁদের না আছে খাবারের ব্যবস্থা, না আছে ওষুধের ব্যবস্থা । না আছে অর্থ । শুধুমাত্র বাড়ি ফিরবে বলে তাঁরা হাঁটা শুরু করেছেন । দেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন ঘটনা প্রথম ।" সোনিয়ার প্রশ্ন, "যেখানে গুজরাতে একটা অনুষ্ঠানের জন্য একশো কোটি টাকা খরচা করতে পারে কেন্দ্রীয় সরকার, যেখানে 151 কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে পারে রেলমন্ত্রক, সেখানে ভিন রাজ্য়ের শ্রমিকদের জন্য কী পরিবহনের ব্যবস্থা করা যায় না ?"

অন্যদিকে, এবিষয়ে আজ টুইটে কংগ্রেস নেতা পি চিদম্বরম লেখেন, ভিনরাজ্যের শ্রমিকদের ট্রেনের টিকিটের দাম দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের অন্যতম ঐতিহাসিক সিদ্ধান্ত । যা কেন্দ্রীয় সরকারকে লজ্জায় ফেলল ।

Last Updated : May 4, 2020, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.