ETV Bharat / bharat

23 জুন বৈঠকে বসছে কংগ্রেস, আলোচনায় ভারত-চিন সীমান্ত পরিস্থিতি

কংগ্রেস ওয়ার্কিং কমিটি  (CWC) -র বৈঠক 23 জুন । সোনিয়া গান্ধির নেতৃত্বে এই বৈঠক হবে । দেশে কোরোনা পরিস্থিতি থেকে ভারত-চিন দ্বন্দ্ব নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

congress
congress
author img

By

Published : Jun 16, 2020, 5:17 PM IST

দিল্লি, 16 জুন : কোরোনা মহামারী থেকে ভারত-চিন দ্বন্দ্ব। একাধিক ইশু নিয়ে দলীয় বৈঠকের ডাক দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । কংগ্রেসের কার্যকরী কমিটি (CWC) -র এই বৈঠক 23 জুন । মূলত ভারতের অর্থনীতিতে কোরোনার প্রভাব নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে । একইসঙ্গে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধি এবং নেপাল সীমান্ত পরিস্থিতিও বৈঠকে উঠতে পারে । ভিডিয়ো কন্ফারেন্সে হবে এই বৈঠক।

লাদাখ সীমান্তে ভারত-চিন পরিস্থিতি নিয়ে বারবার কেন্দ্রকে প্রশ্ন করেছে কংগ্রেস । প্রধানমন্ত্রী সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে চুপ কেন সেই প্রশ্ন তুলে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । এই পরিস্থিতিতে গতরাতে লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে ভারতীয় সেনার তিনজন শহিদ হয়েছেন। যদিও, গুলি চলেনি বলে দাবি করেছে ভারতীয় সেনা । এই ঘটনায় কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইটে লিখেছেন, “বিস্ময়কর, অবিশ্বাস্য, অনস্বীকার্য । প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করবেন ?”

অন্যদিকে, লকডাউনে পরিযায়ী শ্রমিকদের অসহায়তা প্রকাশ্যে আসার পর থেকেই বারবার কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস । গরিবদের আর্থিক সাহায্যের দাবি জানিয়েছে । অন্তত কয়েকমাস তাঁদের অ্যাকাউন্টে মাসিক টাকা পাঠানোর দাবি তোলা হয়েছে কংগ্রেসের তরফে । পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতির নিয়ে কথা বলতে গিয়ে সোনিয়া গান্ধি বলেছেন, শ্রমিকদের দুঃখ, যন্ত্রণা পুরো দেশ দেখছে। কিন্তু কেন্দ্রীয় সরকার শুনতে পায়নি ।

কোরোনা পরিস্থিতিতে ভারতের আর্থিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস । পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে কটাক্ষ করেছিলেন সোনিয়া গা্ন্ধি ।

দিল্লি, 16 জুন : কোরোনা মহামারী থেকে ভারত-চিন দ্বন্দ্ব। একাধিক ইশু নিয়ে দলীয় বৈঠকের ডাক দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । কংগ্রেসের কার্যকরী কমিটি (CWC) -র এই বৈঠক 23 জুন । মূলত ভারতের অর্থনীতিতে কোরোনার প্রভাব নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে । একইসঙ্গে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধি এবং নেপাল সীমান্ত পরিস্থিতিও বৈঠকে উঠতে পারে । ভিডিয়ো কন্ফারেন্সে হবে এই বৈঠক।

লাদাখ সীমান্তে ভারত-চিন পরিস্থিতি নিয়ে বারবার কেন্দ্রকে প্রশ্ন করেছে কংগ্রেস । প্রধানমন্ত্রী সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে চুপ কেন সেই প্রশ্ন তুলে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । এই পরিস্থিতিতে গতরাতে লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে ভারতীয় সেনার তিনজন শহিদ হয়েছেন। যদিও, গুলি চলেনি বলে দাবি করেছে ভারতীয় সেনা । এই ঘটনায় কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইটে লিখেছেন, “বিস্ময়কর, অবিশ্বাস্য, অনস্বীকার্য । প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করবেন ?”

অন্যদিকে, লকডাউনে পরিযায়ী শ্রমিকদের অসহায়তা প্রকাশ্যে আসার পর থেকেই বারবার কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস । গরিবদের আর্থিক সাহায্যের দাবি জানিয়েছে । অন্তত কয়েকমাস তাঁদের অ্যাকাউন্টে মাসিক টাকা পাঠানোর দাবি তোলা হয়েছে কংগ্রেসের তরফে । পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতির নিয়ে কথা বলতে গিয়ে সোনিয়া গান্ধি বলেছেন, শ্রমিকদের দুঃখ, যন্ত্রণা পুরো দেশ দেখছে। কিন্তু কেন্দ্রীয় সরকার শুনতে পায়নি ।

কোরোনা পরিস্থিতিতে ভারতের আর্থিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস । পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে কটাক্ষ করেছিলেন সোনিয়া গা্ন্ধি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.