ETV Bharat / bharat

সিন্ধিয়া ঘাঁটিতে জেলা ইউনিট পুনর্গঠন কংগ্রেসের - সিন্ধিয়া ঘাঁটিতে জেলা ইউনিট পুনর্গঠন কংগ্রেসের

মধ্যপ্রদেশে কংগ্রেসের পতনের পরই দল ত্যাগ করে BJP-তে যোগদান করেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷BJP-তে যোগদানের দু’মাস পর কংগ্রেসের তরফ থেকে গুনা , গোয়ালিয়র , শেওপুর , বিদিশা , সিহোর , রাতলাম , শিবপুরি , হোসাঙ্গাবাদ , দেওয়াস-এ দলে নতুন 11 জন জেলা সভাপতি নিয়োগ করা হয়েছে ৷

Jyotiraditya Scindia
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
author img

By

Published : May 20, 2020, 11:59 PM IST

দিল্লি , 20 মে : প্রায় দু' মাস আগে কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ মধ্যপ্রদেশে কংগ্রেসের পতনের পরই তিনি দল ত্যাগ করে BJP-তে যোগদান করেন ৷ তাঁর BJP-তে যোগদানের দু’মাস পর কংগ্রেসের তরফে রাজ্যে সিন্ধিয়া ঘাঁটি সহ অন্য জায়গাগুলিতে নতুন জেলা সভাপতি নিয়োগ করেছে ৷

গুনা , গোয়ালিয়র , শেওপুর , বিদিশা , সিহোর , রাতলাম , শিবপুরি , হোসাঙ্গাবাদ , দেওয়াস-এ দলে নতুন 11 জন জেলা সভাপতি নিয়োগ করা হয়েছে ৷

এর আগে দলের তরফ থেকে মুকুল ওয়াসনিককে ভারপ্রাপ্ত জেনেরাল সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়েছিল ৷ এছাড়া দু’জনকে সচিব পদে নিয়োগ করা হয়েছিল ৷ বর্তমানে কংগ্রেসের তরফ থেকে 24 টি আসনের জন্য উপনির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ এই 24 টি আসনের মধ্যে 2টি আসন আগেই খালি ছিল ৷ বাকি 22 টি আসনে সিন্ধিয়া ঘনিষ্ঠ বিধায়কেরা দলত্যাগ করেছিলেন ৷ এই 24 টি আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল ৷ দল এমন কয়েকজনকে খুঁজছে যাঁরা সিন্ধিয়া বিরোধী ও পরবর্তীতে দলের মুখ হয়ে উপনির্বাচনে দলের হয়ে লড়াই করতে পারবেন ৷

প্রসঙ্গত , 2018 সালে কংগ্রেস মধ্যপ্রদেশে ক্ষমতায় এসেছিল ৷ সেইসময় কংগ্রেসের অন্যতম প্রধান মুখ ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী কমলনাথ ও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের জুড়ি রাজনৈতিক ষড়যন্ত্রে তাঁকে দলে সঠিক জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তখন থেকেই দলের মধ্যে বিরোধ তৈরি হয় ৷ এরপরেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ত্যাগ করে BJP-তে যোগদান করেন ৷ তারপরেই সিন্ধিয়া ঘনিষ্ঠ আরও অনেকেই দল ত্যাগ করেন ৷

অন্যদিকে, নির্বাচনে সিন্ধিয়া সমর্থকদের BJP টিকিট দিয়েছে বলে জানা গেছে ৷

দিল্লি , 20 মে : প্রায় দু' মাস আগে কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ মধ্যপ্রদেশে কংগ্রেসের পতনের পরই তিনি দল ত্যাগ করে BJP-তে যোগদান করেন ৷ তাঁর BJP-তে যোগদানের দু’মাস পর কংগ্রেসের তরফে রাজ্যে সিন্ধিয়া ঘাঁটি সহ অন্য জায়গাগুলিতে নতুন জেলা সভাপতি নিয়োগ করেছে ৷

গুনা , গোয়ালিয়র , শেওপুর , বিদিশা , সিহোর , রাতলাম , শিবপুরি , হোসাঙ্গাবাদ , দেওয়াস-এ দলে নতুন 11 জন জেলা সভাপতি নিয়োগ করা হয়েছে ৷

এর আগে দলের তরফ থেকে মুকুল ওয়াসনিককে ভারপ্রাপ্ত জেনেরাল সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়েছিল ৷ এছাড়া দু’জনকে সচিব পদে নিয়োগ করা হয়েছিল ৷ বর্তমানে কংগ্রেসের তরফ থেকে 24 টি আসনের জন্য উপনির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ এই 24 টি আসনের মধ্যে 2টি আসন আগেই খালি ছিল ৷ বাকি 22 টি আসনে সিন্ধিয়া ঘনিষ্ঠ বিধায়কেরা দলত্যাগ করেছিলেন ৷ এই 24 টি আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল ৷ দল এমন কয়েকজনকে খুঁজছে যাঁরা সিন্ধিয়া বিরোধী ও পরবর্তীতে দলের মুখ হয়ে উপনির্বাচনে দলের হয়ে লড়াই করতে পারবেন ৷

প্রসঙ্গত , 2018 সালে কংগ্রেস মধ্যপ্রদেশে ক্ষমতায় এসেছিল ৷ সেইসময় কংগ্রেসের অন্যতম প্রধান মুখ ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী কমলনাথ ও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের জুড়ি রাজনৈতিক ষড়যন্ত্রে তাঁকে দলে সঠিক জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তখন থেকেই দলের মধ্যে বিরোধ তৈরি হয় ৷ এরপরেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ত্যাগ করে BJP-তে যোগদান করেন ৷ তারপরেই সিন্ধিয়া ঘনিষ্ঠ আরও অনেকেই দল ত্যাগ করেন ৷

অন্যদিকে, নির্বাচনে সিন্ধিয়া সমর্থকদের BJP টিকিট দিয়েছে বলে জানা গেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.