ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের - H Vasanthakumar Dies Of COVID-19

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে কংগ্রেস ৷

এইচ বসন্তকুমার
এইচ বসন্তকুমার
author img

By

Published : Aug 28, 2020, 7:40 PM IST

Updated : Aug 29, 2020, 6:46 AM IST

চেন্নাই, 28 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে কংগ্রেস ৷ কোরোনার সংক্রমণ নিয়ে 10 অগাস্ট থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভরতি ছিলেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর ।

  • We are deeply saddened by the untimely demise of Shri H. Vasanthakumar. A staunch Congressman, true leader of the people & beloved MP.

    He will be sorely missed by all members of the Congress party & his followers. Our prayers are with his family in this time of grief. pic.twitter.com/BU49MrbNXg

    — Congress (@INCIndia) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনার সংক্রমণের পাশাপাশি তাঁর নিউমোনিয়াও ছিল । কোরোনায় সংক্রমিত হওয়ার কারণে তা আরও জটিল হয় । শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সত্বেও কোরোনার কারণে তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে শুরু করেছিল । আজ হাসপাতালেই মারা যান তিনি ।

চেন্নাই, 28 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে কংগ্রেস ৷ কোরোনার সংক্রমণ নিয়ে 10 অগাস্ট থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভরতি ছিলেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর ।

  • We are deeply saddened by the untimely demise of Shri H. Vasanthakumar. A staunch Congressman, true leader of the people & beloved MP.

    He will be sorely missed by all members of the Congress party & his followers. Our prayers are with his family in this time of grief. pic.twitter.com/BU49MrbNXg

    — Congress (@INCIndia) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনার সংক্রমণের পাশাপাশি তাঁর নিউমোনিয়াও ছিল । কোরোনায় সংক্রমিত হওয়ার কারণে তা আরও জটিল হয় । শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সত্বেও কোরোনার কারণে তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে শুরু করেছিল । আজ হাসপাতালেই মারা যান তিনি ।

Last Updated : Aug 29, 2020, 6:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.