ETV Bharat / bharat

শত্রুঘ্ন থেকে থারুর, মোদি থেকে অমিত; দিল্লির নির্বাচনী প্রচারে রমরমা তারকাদের

দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে । 8 ফেব্রুয়ারি হবে নির্বাচন । এই নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতে প্রচারের জন্য 40 জন তারকার নাম চূড়ান্ত করল কংগ্রেস ।

BJP Congress
BJP-কংগ্রেস
author img

By

Published : Jan 22, 2020, 3:20 PM IST

দিল্লি, 22 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য 40 জন তারকার নাম চূড়ান্ত করল BJP । এই তালিকায় নরেন্দ্র মোদি, অমিত শাহ, হেমা মালিনী, গৌতম গম্ভীরের মত হেভিওয়েটদেরও নাম রয়েছে । অন্যদিকে নির্বাচনী প্রচারের জন্য কংগ্রেসের তরফেও 40 জন তারকার নাম চূড়ান্ত করা হয়েছে । এই তালিকায় সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিরও নাম রয়েছে ।

দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল । কেউ কাউকে একচুল জমি ছেড়ে দিতে রাজি নয় । আর তাই নির্বাচনী প্রচারের জন্য হেভিওয়েটদের নাম ঘোষণা করল BJP । এবারের নির্বাচনে BJP-র হয়ে প্রচারের থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ । থাকছেন হেমা মালিনী ও গৌতম গম্ভীরও ।

কংগ্রেসের হয়ে প্রচারে সোনিয়া ও রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধিও অংশ নেবেন । তবে, সবথেকে বড় চমক দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারে নামবেন নভজ্যোত সিং সিধুও । পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন সিধু ।

কংগ্রেসের প্রচারকদের তালিকায় নাম থাকছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও । অমরিন্দর সিং, ভুপেশ বাঘেল, অশোক গেহলট, কমলনাথ, ভি নারায়ণস্বামীকেও প্রচারের জন্য ডাকা হয়েছে ।

সিনেমা জগতের তারকা থেকে পরবর্তীকালে রাজনীতিবিদ হয়েছেন এমন চার জনের নাম রয়েছে কংগ্রেসের এই তালিকায় । তাঁরা হলেন রাজ বব্বর, শত্রুঘ্ন সিনহা, খুশবু সুন্দর এবং নাগমা মোরারজি । তালিকায় নাম রয়েছে গুলাম নবি আজ়াদ, নাদিম জাভেদ, কীর্তি আজ়াদ, রাগিনী নায়কেরও ।

সচিন পাইলট, জ্যোতিরাদিত্য সিন্দিয়া ও রণদীপ সূর্যেওয়ালার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত এবং ভুপিন্দর সিং হুডা নামও রয়েছে কংগ্রেসের প্রচারক তালিকায় ।

দিল্লির বিধানসভা নির্বাচনে AAP-র বিরোধিতা করতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরও আসরে নেমেছেন । 8 ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন । এই নির্বাচনে 66 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস । হারিয়ে ফেলা জমিতে নিজের ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছে তারা ।

দিল্লি, 22 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য 40 জন তারকার নাম চূড়ান্ত করল BJP । এই তালিকায় নরেন্দ্র মোদি, অমিত শাহ, হেমা মালিনী, গৌতম গম্ভীরের মত হেভিওয়েটদেরও নাম রয়েছে । অন্যদিকে নির্বাচনী প্রচারের জন্য কংগ্রেসের তরফেও 40 জন তারকার নাম চূড়ান্ত করা হয়েছে । এই তালিকায় সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিরও নাম রয়েছে ।

দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল । কেউ কাউকে একচুল জমি ছেড়ে দিতে রাজি নয় । আর তাই নির্বাচনী প্রচারের জন্য হেভিওয়েটদের নাম ঘোষণা করল BJP । এবারের নির্বাচনে BJP-র হয়ে প্রচারের থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ । থাকছেন হেমা মালিনী ও গৌতম গম্ভীরও ।

কংগ্রেসের হয়ে প্রচারে সোনিয়া ও রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধিও অংশ নেবেন । তবে, সবথেকে বড় চমক দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারে নামবেন নভজ্যোত সিং সিধুও । পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন সিধু ।

কংগ্রেসের প্রচারকদের তালিকায় নাম থাকছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও । অমরিন্দর সিং, ভুপেশ বাঘেল, অশোক গেহলট, কমলনাথ, ভি নারায়ণস্বামীকেও প্রচারের জন্য ডাকা হয়েছে ।

সিনেমা জগতের তারকা থেকে পরবর্তীকালে রাজনীতিবিদ হয়েছেন এমন চার জনের নাম রয়েছে কংগ্রেসের এই তালিকায় । তাঁরা হলেন রাজ বব্বর, শত্রুঘ্ন সিনহা, খুশবু সুন্দর এবং নাগমা মোরারজি । তালিকায় নাম রয়েছে গুলাম নবি আজ়াদ, নাদিম জাভেদ, কীর্তি আজ়াদ, রাগিনী নায়কেরও ।

সচিন পাইলট, জ্যোতিরাদিত্য সিন্দিয়া ও রণদীপ সূর্যেওয়ালার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত এবং ভুপিন্দর সিং হুডা নামও রয়েছে কংগ্রেসের প্রচারক তালিকায় ।

দিল্লির বিধানসভা নির্বাচনে AAP-র বিরোধিতা করতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরও আসরে নেমেছেন । 8 ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন । এই নির্বাচনে 66 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস । হারিয়ে ফেলা জমিতে নিজের ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছে তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.