ETV Bharat / bharat

দুশ্চিন্তায় কংগ্রেস, রাজস্থানে ভোট কিনছে গেরুয়া শিবির; অভিযোগ

দুর্নীতির অভিযোগে রাজ্যের দুর্নীতি দমন বিউরোর প্রধানকে চিঠি দিয়েছেন রাজস্থান বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশী ।

Cong vs BJP
Cong vs BJP
author img

By

Published : Jun 11, 2020, 10:41 AM IST

জয়পুর, 11 জুন : নিশ্চিত ভোটেও রাজস্থানে চিন্তায় কংগ্রেস । কোটি কোটি টাকার বিনিময়ে রাজ্যে সরকার ফেলার চক্রান্ত চলছে বলে অভিযোগ কংগ্রেসের । অভিযোগের তীর BJP-র দিকে । রাজস্থানের রাজ্যসভার আসনগুলির মধ্যে তিনটিতে 19 জুন হবে ভোটগ্রহণ ।

রাজ্যসভা নির্বাচনের আগে গুজরাতে যখন দল গোছাতে ব্যস্ত কংগ্রেস, তখনই রাজস্থানে বিপাকে তাদের সরকার । কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে টাকার খেলায় সরকার ভাঙার চেষ্টা করা হচ্ছে । এ'বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছে তারা । দুর্নীতির অভিযোগে এবং স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাজ্যের দুর্নীতি দমন বিউরোর প্রধানকে চিঠি দিয়েছেন রাজস্থান বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশী ।

রাজ্যসভা ভোটের আগে রাজস্থানে সরকার ফেলার চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস । দলবদলের জন্য কংগ্রেস বিধায়কদের টাকা ও পদের টোপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ।

19 জুন রাজস্থানের রাজ্যসভা আসনগুলির তিনটিতে ভোট হবে । যার মধ্যে বিধানসভায় আসন সংখ্যার নিরিখে দু'টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত । বর্তমানে রাজস্থানে 107 জন কংগ্রেস বিধায়ক রয়েছেন । এ'ছাড়া 12 জন নির্দল বিধায়ক কংগ্রেস সরকারকে সমর্থন করছে । অন্যদিকে, BJP-র বিধায়ক সংখ্যা 72 । সেইসঙ্গে সহযোগী ও নির্দল মিলিয়ে আরও 6 জন রয়েছে তাদের ।

সূত্রের খবর, নিজেদের বিধায়কদের ইতিমধ্যেই দিল্লি-নাগপুর হাইওয়ের কাছে শিববিলাস রিসর্টে সরিয়ে এনেছে কংগ্রেস । সেখানে বৈঠক করছেন রণদীপ সুরজেওয়ালা এবং কে সি বেণুগোপালের মতো শীর্ষ নেতারা ।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে কর্নাটকে সরকার পতনের পর চলতি বছরের মার্চে মধ্যপ্রদেশে ক্ষমতা হারায় কংগ্রেস ।

জয়পুর, 11 জুন : নিশ্চিত ভোটেও রাজস্থানে চিন্তায় কংগ্রেস । কোটি কোটি টাকার বিনিময়ে রাজ্যে সরকার ফেলার চক্রান্ত চলছে বলে অভিযোগ কংগ্রেসের । অভিযোগের তীর BJP-র দিকে । রাজস্থানের রাজ্যসভার আসনগুলির মধ্যে তিনটিতে 19 জুন হবে ভোটগ্রহণ ।

রাজ্যসভা নির্বাচনের আগে গুজরাতে যখন দল গোছাতে ব্যস্ত কংগ্রেস, তখনই রাজস্থানে বিপাকে তাদের সরকার । কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে টাকার খেলায় সরকার ভাঙার চেষ্টা করা হচ্ছে । এ'বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছে তারা । দুর্নীতির অভিযোগে এবং স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাজ্যের দুর্নীতি দমন বিউরোর প্রধানকে চিঠি দিয়েছেন রাজস্থান বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশী ।

রাজ্যসভা ভোটের আগে রাজস্থানে সরকার ফেলার চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস । দলবদলের জন্য কংগ্রেস বিধায়কদের টাকা ও পদের টোপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ।

19 জুন রাজস্থানের রাজ্যসভা আসনগুলির তিনটিতে ভোট হবে । যার মধ্যে বিধানসভায় আসন সংখ্যার নিরিখে দু'টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত । বর্তমানে রাজস্থানে 107 জন কংগ্রেস বিধায়ক রয়েছেন । এ'ছাড়া 12 জন নির্দল বিধায়ক কংগ্রেস সরকারকে সমর্থন করছে । অন্যদিকে, BJP-র বিধায়ক সংখ্যা 72 । সেইসঙ্গে সহযোগী ও নির্দল মিলিয়ে আরও 6 জন রয়েছে তাদের ।

সূত্রের খবর, নিজেদের বিধায়কদের ইতিমধ্যেই দিল্লি-নাগপুর হাইওয়ের কাছে শিববিলাস রিসর্টে সরিয়ে এনেছে কংগ্রেস । সেখানে বৈঠক করছেন রণদীপ সুরজেওয়ালা এবং কে সি বেণুগোপালের মতো শীর্ষ নেতারা ।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে কর্নাটকে সরকার পতনের পর চলতি বছরের মার্চে মধ্যপ্রদেশে ক্ষমতা হারায় কংগ্রেস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.