ETV Bharat / bharat

রাফালে 'ওম', বিতর্ক তুঙ্গে - বিকাশরঞ্জন ভট্টাচার্য

ফুল আর নারকেল উৎসর্গ করে রাফালের গায়ে এঁকে দিয়েছিলেন ‘ওম’। দশেরার রীতি মেনে করেছিলেন অস্ত্র পুজোও । রাফাল যুদ্ধবিমানে প্রথম বার চড়ার আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের এমন পদক্ষেপ ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে ।

রাজনাথের শস্ত্র পুজো
author img

By

Published : Oct 9, 2019, 8:39 PM IST

দিল্লি, 9 অক্টোবর : ফুল আর নারকেল উৎসর্গ করে রাফালের গায়ে এঁকে দিয়েছিলেন ‘ওম’। দশেরার রীতি মেনে করেছিলেন অস্ত্র পুজোও । রাফাল যুদ্ধবিমানে প্রথম বার চড়ার আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের এমন পদক্ষেপ ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে । সব থেকে বেশি সুর চড়িয়েছে কংগ্রেস ৷ বিষয়টি নিয়ে ধর্মীয় মেরুকরণের দিকে আঙুল তুলেছেন কংগ্রেস নেতারা ৷ গেরুয়া শিবিরের দাবি, ভারতীয় ঐতিহ্য মেনেই এমন পদক্ষেপ করেছেন রাজনাথ ৷

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাফালের ৷ প্রথমে UPA সরকারের আমলে ফ্রান্স থেকে 126টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য দর কষাকষি চলছিল । সেই চুক্তি হলে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা হ্যাল-এরও ‘অফসেট’ সহযোগী হিসেবে বরাত পাওয়ার কথা ছিল । কিন্তু মোদি সরকার এসে 126টি রাফাল কেনার বদলে মাত্র 36টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয় । সেই চুক্তির অঙ্গ হিসেবে ফরাসি সংস্থা দাঁসো-র থেকে বরাত পায় অনিল অম্বানির সংস্থা । তা নিয়েই রাহুল গান্ধি দুর্নীতির অভিযোগ তোলেন ।

মোদি সরকার বেশি দামে যুদ্ধবিমান কিনেছে বলে রাহুল অভিযোগ তুললেও নরেন্দ্র মোদি, অরুণ জেটলি, নির্মলা সীতারামনরা পালটা দাবি করেছিলেন, UPA আমলের থেকে কম দামে বিমান কেনা হয়েছে । কিন্তু কম দামেই যদি পাওয়া গেল তা হলে 126টি-র বদলে 36টি বিমান কেনা হল কেন? প্রশ্নের জবাবে কেন্দ্রের তরফে যুক্তি ছিল, বায়ুসেনার কাছে 36টির বেশি বিমান রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না । যখনই একটি স্কোয়াড্রন বা 18টি বিমান কেনা হয়, তখন সেগুলির সংস্কারের জন্য অন্যান্য অনেক কিছু প্রয়োজন হয় । তাই জরুরিভিত্তিতে যুদ্ধবিমানের প্রয়োজন হলে সব সময়েই দুই স্কোয়াড্রন বা 36টি যুদ্ধবিমান কেনা হয় । তার বেশি নয় ।

সব বিতর্কের মধ্যে অবশেষে গতকাল প্রথম রাফাল যুদ্ধবিমানটি হাতে পায় ভারতীয় বায়ুসেনা ৷ কিন্তু, সে দিনও বিতর্ক ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর যুদ্ধবিমান পুজো বা 'ওম' আঁকাকে তীব্র আক্রমণ করেন কংগ্রেসের সন্দীপ দীক্ষিত ৷ তাঁর দাবি, রাফালের সঙ্গে ধর্ম বা বিজয়া দশমীর কোনও সম্পর্ক নেই ৷ রাজনাথ দুটো বিষয়কে মিলিয়ে দিয়েছেন ৷

কংগ্রেসের এই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে মুখ খোলেন স্বয়ং অমিত শাহ ৷ BJP-র সর্বভারতীয় সভাপতির দাবি, ''কংগ্রেস ভারতীয় ঐতিহ্যের বিরোধী ৷ রাজনাথ সিং যা করেছেন, তা পুরোপুরি দেশের ঐতিহ্যকে সম্মান জানিয়ে ৷ বিষয়টি নিয়ে অকারণে রাজনীতি করা হচ্ছে ৷'' এর পরই শাহের প্রশ্ন, বিজয়া দশমীতে কি শাস্ত্র পুজো হয় না ?

রাফালের গায়ে 'ওম' লেখাকে নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেতে পিছ পা হয়নি বামেরাও ৷ কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টচার্য দাবি করেন, স্বস্তিকা চিহ্ন এঁকে আদতে হিটলারের সময়ের কথা মনে করিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ৷

দিল্লি, 9 অক্টোবর : ফুল আর নারকেল উৎসর্গ করে রাফালের গায়ে এঁকে দিয়েছিলেন ‘ওম’। দশেরার রীতি মেনে করেছিলেন অস্ত্র পুজোও । রাফাল যুদ্ধবিমানে প্রথম বার চড়ার আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের এমন পদক্ষেপ ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে । সব থেকে বেশি সুর চড়িয়েছে কংগ্রেস ৷ বিষয়টি নিয়ে ধর্মীয় মেরুকরণের দিকে আঙুল তুলেছেন কংগ্রেস নেতারা ৷ গেরুয়া শিবিরের দাবি, ভারতীয় ঐতিহ্য মেনেই এমন পদক্ষেপ করেছেন রাজনাথ ৷

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাফালের ৷ প্রথমে UPA সরকারের আমলে ফ্রান্স থেকে 126টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য দর কষাকষি চলছিল । সেই চুক্তি হলে রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা হ্যাল-এরও ‘অফসেট’ সহযোগী হিসেবে বরাত পাওয়ার কথা ছিল । কিন্তু মোদি সরকার এসে 126টি রাফাল কেনার বদলে মাত্র 36টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয় । সেই চুক্তির অঙ্গ হিসেবে ফরাসি সংস্থা দাঁসো-র থেকে বরাত পায় অনিল অম্বানির সংস্থা । তা নিয়েই রাহুল গান্ধি দুর্নীতির অভিযোগ তোলেন ।

মোদি সরকার বেশি দামে যুদ্ধবিমান কিনেছে বলে রাহুল অভিযোগ তুললেও নরেন্দ্র মোদি, অরুণ জেটলি, নির্মলা সীতারামনরা পালটা দাবি করেছিলেন, UPA আমলের থেকে কম দামে বিমান কেনা হয়েছে । কিন্তু কম দামেই যদি পাওয়া গেল তা হলে 126টি-র বদলে 36টি বিমান কেনা হল কেন? প্রশ্নের জবাবে কেন্দ্রের তরফে যুক্তি ছিল, বায়ুসেনার কাছে 36টির বেশি বিমান রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না । যখনই একটি স্কোয়াড্রন বা 18টি বিমান কেনা হয়, তখন সেগুলির সংস্কারের জন্য অন্যান্য অনেক কিছু প্রয়োজন হয় । তাই জরুরিভিত্তিতে যুদ্ধবিমানের প্রয়োজন হলে সব সময়েই দুই স্কোয়াড্রন বা 36টি যুদ্ধবিমান কেনা হয় । তার বেশি নয় ।

সব বিতর্কের মধ্যে অবশেষে গতকাল প্রথম রাফাল যুদ্ধবিমানটি হাতে পায় ভারতীয় বায়ুসেনা ৷ কিন্তু, সে দিনও বিতর্ক ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর যুদ্ধবিমান পুজো বা 'ওম' আঁকাকে তীব্র আক্রমণ করেন কংগ্রেসের সন্দীপ দীক্ষিত ৷ তাঁর দাবি, রাফালের সঙ্গে ধর্ম বা বিজয়া দশমীর কোনও সম্পর্ক নেই ৷ রাজনাথ দুটো বিষয়কে মিলিয়ে দিয়েছেন ৷

কংগ্রেসের এই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে মুখ খোলেন স্বয়ং অমিত শাহ ৷ BJP-র সর্বভারতীয় সভাপতির দাবি, ''কংগ্রেস ভারতীয় ঐতিহ্যের বিরোধী ৷ রাজনাথ সিং যা করেছেন, তা পুরোপুরি দেশের ঐতিহ্যকে সম্মান জানিয়ে ৷ বিষয়টি নিয়ে অকারণে রাজনীতি করা হচ্ছে ৷'' এর পরই শাহের প্রশ্ন, বিজয়া দশমীতে কি শাস্ত্র পুজো হয় না ?

রাফালের গায়ে 'ওম' লেখাকে নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেতে পিছ পা হয়নি বামেরাও ৷ কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টচার্য দাবি করেন, স্বস্তিকা চিহ্ন এঁকে আদতে হিটলারের সময়ের কথা মনে করিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ৷


Rameswaram (TN), Oct 10 (ANI): Pamban fishermen announced hunger strike on October 11 in Tamil Nadu's Rameswaram. They have urged the release of Indian fishermen caught in Sri Lanka. They have also demanded to set free Sri Lankan fishermen held captive in India.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.