ETV Bharat / bharat

রাজস্থানে সরকার ফেলার ছক ? 2 বিক্ষুব্ধ বিধায়ককে সাসপেন্ড কংগ্রেসের - Congress spokesperson Randeep Surjewala

ভানওয়ার লাল শর্মা সহ রাজস্থানের দুই বিধায়ককে দল থেকে সাসপেন্ড করল কংগ্রেস । আজ সাংবাদিক বৈঠক করে BJP-র বিরুদ্ধে রাজস্থানে সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন রণদীপ সিং সুরজেওয়ালা ।

sur
sur
author img

By

Published : Jul 17, 2020, 11:09 AM IST

Updated : Jul 17, 2020, 1:51 PM IST

দিল্লি, 17 জুলাই : কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, BJP নেতা সঞ্জয় জৈন এবং কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মার মধ্যে ফোনে কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ গতকাল সামনে আসে । সেখানে বিধায়ক কেনাবেচার পরিকল্পনা করতে শোনা যায় তাঁদের । তারপরই আজ ভানওয়ার লাল সহ রাজস্থানের দুই বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস । গজেন্দ্র সিং শেখাওয়াত ও ভানওয়ার লাল শর্মার বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের করা হয়েছে ।

আজ সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা । সেখানে BJP-র বিরুদ্ধে রাজস্থানে সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি । বলেন, বিধায়ক কেনার পরিকল্পনা করছে BJP । অশোক গেহলতের সরকার ফেলে দেওয়ার চেষ্টা চলছে । গজেন্দ্র সিং শেখাওয়াত এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত । BJP-র বিধায়ক কেনা-বেচার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে ।

সুরজেওয়ালা বলেন, "গতকাল সংবাদমাধ্যমে একটি অডিয়ো ক্লিপ প্রকাশিত হয় । কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, BJP নেতা সঞ্জয় জৈন এবং কংগ্রেস বিধায়ক ভানওয়ারলাল শর্মাকে বিধায়ক কেনাবেচার পরিকল্পনা করতে শোনা যায় । এবং তাঁরা রাজস্থানে সরকার ফেলার পরিকল্পনা করছেন । "

কী বললেন রণদীপ সিং সুরজেওয়ালা

রাজস্থান সরকার এবং স্পেশাল অপারেশন গ্রুপের কাছে FIR দায়ের করার দাবিও জানান তিনি । প্রধান দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান । ভানওয়ার লাল শর্মা এবং সঞ্জয় জৈনের গ্রেপ্তারের দাবি করেন তিনি । সুরজেওয়ালা বলেন, "বিধায়ক কেনার জন্য কে কালো টাকা জোগাড় করল তাও তদন্তের প্রয়োজন । ভানওয়ারলাল এবং বিশবেন্দ্র সিংকে সাসপেন্ড করা হয়েছে । তাঁদের শো-কজ়ও করা হয়েছে । "

ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ভানওয়ার লালের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । রাজস্থান পুলিশ গ্রেপ্তার করেছে BJP নেতা সঞ্জয় জৈনকে । সূত্রের খবর, যে দুই কংগ্রেস বিধায়ককে আজ সাসপেন্ড করা হয়েছে । তাঁরা উভয়েই সচিন পাইলটের ঘনিষ্ঠ ছিলেন ।

কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ জোশি জানান, "আমি স্পেশাল অপারেশনস গ্রুপের কাছে অভিযোগ জানিয়েছি । মামলা দায়ের করে উপযুক্ত তদন্ত এবং পদক্ষেপের আবেদন করেছি ।"

দিল্লি, 17 জুলাই : কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, BJP নেতা সঞ্জয় জৈন এবং কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মার মধ্যে ফোনে কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ গতকাল সামনে আসে । সেখানে বিধায়ক কেনাবেচার পরিকল্পনা করতে শোনা যায় তাঁদের । তারপরই আজ ভানওয়ার লাল সহ রাজস্থানের দুই বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস । গজেন্দ্র সিং শেখাওয়াত ও ভানওয়ার লাল শর্মার বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের করা হয়েছে ।

আজ সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা । সেখানে BJP-র বিরুদ্ধে রাজস্থানে সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি । বলেন, বিধায়ক কেনার পরিকল্পনা করছে BJP । অশোক গেহলতের সরকার ফেলে দেওয়ার চেষ্টা চলছে । গজেন্দ্র সিং শেখাওয়াত এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত । BJP-র বিধায়ক কেনা-বেচার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে ।

সুরজেওয়ালা বলেন, "গতকাল সংবাদমাধ্যমে একটি অডিয়ো ক্লিপ প্রকাশিত হয় । কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, BJP নেতা সঞ্জয় জৈন এবং কংগ্রেস বিধায়ক ভানওয়ারলাল শর্মাকে বিধায়ক কেনাবেচার পরিকল্পনা করতে শোনা যায় । এবং তাঁরা রাজস্থানে সরকার ফেলার পরিকল্পনা করছেন । "

কী বললেন রণদীপ সিং সুরজেওয়ালা

রাজস্থান সরকার এবং স্পেশাল অপারেশন গ্রুপের কাছে FIR দায়ের করার দাবিও জানান তিনি । প্রধান দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান । ভানওয়ার লাল শর্মা এবং সঞ্জয় জৈনের গ্রেপ্তারের দাবি করেন তিনি । সুরজেওয়ালা বলেন, "বিধায়ক কেনার জন্য কে কালো টাকা জোগাড় করল তাও তদন্তের প্রয়োজন । ভানওয়ারলাল এবং বিশবেন্দ্র সিংকে সাসপেন্ড করা হয়েছে । তাঁদের শো-কজ়ও করা হয়েছে । "

ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ভানওয়ার লালের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । রাজস্থান পুলিশ গ্রেপ্তার করেছে BJP নেতা সঞ্জয় জৈনকে । সূত্রের খবর, যে দুই কংগ্রেস বিধায়ককে আজ সাসপেন্ড করা হয়েছে । তাঁরা উভয়েই সচিন পাইলটের ঘনিষ্ঠ ছিলেন ।

কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ জোশি জানান, "আমি স্পেশাল অপারেশনস গ্রুপের কাছে অভিযোগ জানিয়েছি । মামলা দায়ের করে উপযুক্ত তদন্ত এবং পদক্ষেপের আবেদন করেছি ।"

Last Updated : Jul 17, 2020, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.