রাঁচি, 14 অগাস্ট : রাঁচিতে আত্মহত্যা বাঁকুড়ার ব্যক্তির ৷ আজ সকালে বাথরুম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ পেশায় মিষ্টান্ন বিক্রেতা ওই ব্যক্তির নাম নিবারণ প্রামাণিক ৷ ঘটনা রাঁচির আরগোড়ার ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অর্থনৈতিক অনটনে পড়ে আত্মহত্যা করেন নিবারণবাবু ৷ পুলিশের তরফে জানা গেছে, নিবারণবাবুর বাড়ি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ৷
লকডাউনের কারণে কাজ হারিয়েছিলেন নিবারণবাবু ৷ আগে তিনি একটি হোটেলে মিষ্টি তৈরির কাজ করতেন ৷ কিন্তু, লকডাউনে কাজ হারান ৷ ফলে প্রবল আর্থিক সংকটে পড়েন ৷ জীবনধারণের জন্য স্থানীয় বাজারে জিলিপি তৈরি করে বিক্রি করতে শুরু করেছিলেন তিনি ৷ কিন্তু, তাতেও সমস্যা মেটেনি ৷ এরপর আজ বাথরুম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে আরগোড়া থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷
প্রসঙ্গত, রাঁচিতে আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে ৷ একের পর এক আত্মহত্যার খবর সামনে আসছে ৷ শেষ তিন দিনে রাঁচিতে 5টি আত্মহত্যার ঘটনা ঘটেছে ৷ বুধবারই তিনটি আত্মহত্যার ঘটনা সামনে এসেছে ৷ এদের মধ্যে একজন ছাত্র, একজন মিষ্টি বিক্রেতা ও একজন শ্রমিক ছিলেন ৷ বৃহস্পতিবার ঝাড়খণ্ড PTI-এর বিউরো চিফ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ৷