ETV Bharat / bharat

কোরোনা ছড়ানোর অভিযোগ, চিনপিংয়ের বিরুদ্ধে দায়ের মামলা মুজফফরপুরে - xi jinping

গত বছর ডিসেম্বরে চিনের ইউহান শহর থেকে নভেল কোরোনা ভাইরাস ছড়ায় ৷ এক লাখ 30 হাজার মানুষ সেদেশে আক্রান্ত ৷

complain against xi jinping for spreading corona
শি জ়িনপিং
author img

By

Published : Mar 16, 2020, 6:23 PM IST

Updated : Mar 19, 2020, 11:26 AM IST

মুজ়ফফরপুর, 16 মার্চ : কোরোনা ভাইরাস ছড়িয়েছেন চিনের রাষ্ট্রপতি শি চিনপিং ৷ এই অভিযোগ এনে মুজ়ফফরপুরের আদালতে মামলা দায়ের হল ৷ ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে ৷

কোরোনা ভাইরাস নিয়ে যখন গোটা বিশ্ব আতঙ্কিত, তখন এই মারণ ভাইরাস ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হল এদেশে ৷ চিনের রাষ্ট্রপতি শি জিনপিং ও ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত সান ওয়েইডংয়ের বিরুদ্ধে আজ মামলা দায়ের করলেন আইনজীবী সুধীর কুমার ওঝা ৷ তিনি অভিযোগ করেন, চিনপিং ও ওয়েইডং মিলে ষড়যন্ত্র করে কোরোনা ভাইরাস ছড়িয়েছেন ৷ 11 এপ্রিল এই নিয়ে শুনানি দেবেন মুখ্য বিচারপতি ৷

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 110 ৷ এর মধ্যে 17 জন বিদেশি নাগরিক রয়েছেন ৷

মুজ়ফফরপুর, 16 মার্চ : কোরোনা ভাইরাস ছড়িয়েছেন চিনের রাষ্ট্রপতি শি চিনপিং ৷ এই অভিযোগ এনে মুজ়ফফরপুরের আদালতে মামলা দায়ের হল ৷ ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে ৷

কোরোনা ভাইরাস নিয়ে যখন গোটা বিশ্ব আতঙ্কিত, তখন এই মারণ ভাইরাস ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হল এদেশে ৷ চিনের রাষ্ট্রপতি শি জিনপিং ও ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত সান ওয়েইডংয়ের বিরুদ্ধে আজ মামলা দায়ের করলেন আইনজীবী সুধীর কুমার ওঝা ৷ তিনি অভিযোগ করেন, চিনপিং ও ওয়েইডং মিলে ষড়যন্ত্র করে কোরোনা ভাইরাস ছড়িয়েছেন ৷ 11 এপ্রিল এই নিয়ে শুনানি দেবেন মুখ্য বিচারপতি ৷

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 110 ৷ এর মধ্যে 17 জন বিদেশি নাগরিক রয়েছেন ৷

Last Updated : Mar 19, 2020, 11:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.