দিল্লি, 7 সেপ্টেম্বর : সবকিছু ঠিকঠাকই ছিল । কিন্তু, আতঙ্কের 15 মিনিটই যেন কাল হল । চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার দূরেই সংকেত ছিন্ন হল বিক্রম ল্যান্ডারের । ঘোষণা করলেন ISRO চেয়ারম্যান কে সিভন ।
চাঁদের দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত কোনও দেশের পা পড়েনি । সেদিক দিয়ে দেখতে গেলে ইতিহাস তৈরি করত ভারতই । আজ দেশবাসীর চোখ ছিল তাই টিভির পর্দায় । সময় পেরিয়েছে । বেড়েছে উৎকণ্ঠা ।
-
ISRO Chief K Sivan, earlier tonight: Vikram Lander descent was as planned and normal performance was observed up to an altitude of 2.1 km. Subsequently, communication from Lander to the ground stations was lost. Data is being analyzed. https://t.co/Z9MIKPJYCX pic.twitter.com/DJawDHhHjp
— ANI (@ANI) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ISRO Chief K Sivan, earlier tonight: Vikram Lander descent was as planned and normal performance was observed up to an altitude of 2.1 km. Subsequently, communication from Lander to the ground stations was lost. Data is being analyzed. https://t.co/Z9MIKPJYCX pic.twitter.com/DJawDHhHjp
— ANI (@ANI) September 6, 2019ISRO Chief K Sivan, earlier tonight: Vikram Lander descent was as planned and normal performance was observed up to an altitude of 2.1 km. Subsequently, communication from Lander to the ground stations was lost. Data is being analyzed. https://t.co/Z9MIKPJYCX pic.twitter.com/DJawDHhHjp
— ANI (@ANI) September 6, 2019
রাত 1টা 30 থেকে 2টোর মধ্যে দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল বিক্রমের । সবকিছু ঠিকঠাকই ছিল । ধীরে ধীরে গতিবেগ কমাতেও শুরু করেছিল চন্দ্রযান 2 । কিন্তু, 2.1 কিলোমিটার আগেই সংযোগ ছিন্ন হয়ে যায় । তখন ISRO জুড়ে শ্মশানের নিস্তব্ধতা ।
-
Deviprasad Karnik, scientist ISRO, on being asked if Vikram Lander has crashed: Data is being analysed. We don't have any result yet. It takes time. We are not sure. pic.twitter.com/fo3AZDwhek
— ANI (@ANI) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deviprasad Karnik, scientist ISRO, on being asked if Vikram Lander has crashed: Data is being analysed. We don't have any result yet. It takes time. We are not sure. pic.twitter.com/fo3AZDwhek
— ANI (@ANI) September 6, 2019Deviprasad Karnik, scientist ISRO, on being asked if Vikram Lander has crashed: Data is being analysed. We don't have any result yet. It takes time. We are not sure. pic.twitter.com/fo3AZDwhek
— ANI (@ANI) September 6, 2019
ISRO প্রধান ঘোষণা করলেন, "2.1 কিলোমিটারের আগে পর্যন্ত সবকিছু পরিকল্পনামাফিক ছিল । হঠাৎ করেই সংযোগ ছিন্ন হয়ে যায় । তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে ।"
নিস্তব্ধ ISRO-তে প্রাণের সঞ্চার ঘটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চেয়ারম্যানের পিঠ চাপড়ে দেন । বৈজ্ঞানিকদের উদ্দেশে বলেন, "জীবনে অনেক উথাল-পাতাল আসে । দেশ আপনাদের জন্য গর্ব করে । আপনাদের চেষ্টা দেশবাসী মনে রাখবে । আবার বিক্রম ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক স্থাপন হলে অনেক কিছু জানতে পারব । আমার তরফ থেকে ধন্যবাদ । আপনারা দেশের অনেক বড় সেবা করেছেন । আপনাদের চেষ্টায় দেশ আবার সাফল্য পাবে ।"
-
PM Narendra Modi at ISRO: There are ups and downs in life. This is not a small achievement. The nation in proud of you. Hope for the best. I congratulate you. You all have done a big service to nation, science and mankind. I am with you all the way, move forward bravely. pic.twitter.com/h6r1kwYlsC
— ANI (@ANI) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PM Narendra Modi at ISRO: There are ups and downs in life. This is not a small achievement. The nation in proud of you. Hope for the best. I congratulate you. You all have done a big service to nation, science and mankind. I am with you all the way, move forward bravely. pic.twitter.com/h6r1kwYlsC
— ANI (@ANI) September 6, 2019PM Narendra Modi at ISRO: There are ups and downs in life. This is not a small achievement. The nation in proud of you. Hope for the best. I congratulate you. You all have done a big service to nation, science and mankind. I am with you all the way, move forward bravely. pic.twitter.com/h6r1kwYlsC
— ANI (@ANI) September 6, 2019