শ্রীনগর, 18 অগাস্ট: সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা একটি ভিডিয়ো ৷ তার জেরে সোমবার চেনাব উপত্যকা ও কাশ্মীর উপত্যকা এলাকায় প্রতিবাদ শুরু হয় ৷ ভিডিয়োটি ইসলাম ধর্মগুরু মহম্মদকে আক্রমণ করে বানানো হয়েছে বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে ডোডা, কিশতোওয়ার, রেসাই জেলায় প্রতিবাদীরা মিছিল বের করে ৷ ধর্মগুরুকে নিয়ে হওয়া মন্তব্যের প্রতিবাদে একাধিক ধর্মীয় সংগঠন উপত্যকায় সব কিছু বন্ধ রাখার ফতোয়া জারি করে ৷ তার ফলে জম্মুর রেসাই, ডোডা এবং অন্যান্য মুসলিম প্রধান এলাকায় জনতা কারফিউ চলছে ৷ বিতর্কিত মন্তব্যের জেরে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে, তা থেকে বড় গোলমাল বাঁধতে পারে এই আশঙ্কা করে কিশতোয়ারে প্রশাসনের তরফেই কারফিউ জারি করা হয় ৷ শ্রীনগর, পুলওয়ামা, কুপওয়ারা ও বুড়গাম থেকেও প্রতিবাদ ও বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে ৷
ক্ষুব্ধ জনতা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং এই অসম্মানজনক মন্তব্যের জন্য যারা দায়ী সেই দোষীদের ফাঁসির সাজা দিতে হবে ৷
পুলিশ এখনও পর্যন্ত 3 জনকে চিহ্নিত করেছে ৷ তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে একাধিক ধারায় FIR দায়ের করেছে ৷ পুলিশ যাদের চিহ্নিত করেছে, তাদের মধ্যে একজন সতপাল শর্মা ৷ দ্বিতীয়জন তার সঙ্গী ৷ তৃতীয় ব্যক্তি একটি সোশাল মিডিয়ায় নিউজ আউটলেটের জন্য ওই ভিডিয়োটি শুট করেন ৷
DGP দিলবাগ সিং জানিয়েছেন, 3 জনকেই গ্রেফতার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ৷
বিক্ষোভকারীরা এই তিনজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ৷ কারণ, তারা একটি সম্প্রদায়ের নিন্দা করতে গিয়ে সাম্প্রদায়িক মন্তব্যকে হাতিয়ার করেছে ৷
এদিকে জম্মু ও কাশ্মীরের গ্র্যান্ড মুফতি নাসির উল ইসলাম আবেদন করেছেন, আগামী শুক্রবার প্রার্থনার পর যেন শান্তিপূর্ণ প্রতিবাদ করা হয় ৷
গ্র্যান্ড মুফতি বলেন, "কোনও মুসলিম ধর্মাবলম্বীই আমাদের শ্রদ্ধার ধর্মগুরু মহম্মদ (PUBH)-কে নিয়ে কোনওরকম অসম্মানজনক মন্তব্য সহ্য করবে না ৷ আমাদের ধর্মগুরুকে অসম্মান করার ঘটনায় মুসলিমরা চুপ থাকবেন না ৷ আমাদের ধর্মগুরুর বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ৷"
তিনি আরও বলেন, "আমি সকলের কাছে আবেদন করছি যে এই ঘটনার বিরুদ্ধে আগামী শুক্রবার প্রার্থনার পর শান্তিপূর্ণ প্রতিবাদ করুন ৷"