দিল্লি, 16 মে : এবার বেসরকারি সংস্থাগুলিকে কয়লা উত্তোলনের অনুমোদন দেওয়া হবে । পাশাপাশি কয়লা পরিবহনের পরিকাঠামো তৈরিতে 50,000 কোটি টাকা ব্যয় করবে সরকার । 20 লাখ কোটির আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে আজ চতুর্থ দফার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
আজ কয়লা, খনিজ, প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত, বিমানবন্দর, পারমাণবিক শক্তি সহ মোট আটটি খাতে সংস্কার আনার কথা বলেন অর্থমন্ত্রী । সেখানেই বেসরকারি সংস্থাগুলিকে কয়লা উত্তোলনে অনুমোদন দেওয়ার কথা জানান তিনি । নির্মলা সীতারমন বলেন, "কয়লা ক্ষেত্রে সরকারের একাধিপত্য রয়েছে । এবার তা সরানো হচ্ছে । এবার থেকে বেসরকারি সংস্থাগুলিকেও কয়লা উত্তোলনের অনুমোদন দেওয়া হবে ।"
অর্থমন্ত্রী জানিয়েছেন, কয়লা পরিবহনের পরিকাঠামো তৈরিতে 50,000 কোটি টাকা দেওয়া হবে । তিনি বলেন, "কোলবেড নিলাম করা হবে । নিলামের মাধ্যমেই কোলবেডে নিষ্কাশনের কাজ চলবে । এর পাশাপাশি কয়লা খননের পর তা সরিয়ে নেওয়ার জন্য তথা পরিবহনের জন্য যথাযথ পরিকাঠামো তৈরি করা হবে । এই পরিকাঠামো তৈরিতে 50,000 কোটি টাকা ব্যয় করবে সরকার ।"
অর্থমন্ত্রী আরও বলেন, "500 খনি নিলামে উঠবে । এক্ষেত্রে বক্সাইট ও কয়লা খনিগুলিকে একসঙ্গে নিলামে তোলা হবে । এই সমস্ত কার্যকলাপকে আলাদা আলাদাভাবে না করে এক ছাতার তলায় আনা হচ্ছে । এতে এই ক্ষেত্রের আরও উন্নতি ঘটবে। "
বিগত তিনদিন দেশের ক্ষুদ্র, ছোটো, মাঝারি শিল্প, পরিযায়ী শ্রমিক, কৃষি, মৎস সহ একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী । প্রথমদিন দেশের (MSME) তথা ক্ষুদ্র, ছোটো, মাঝারি শিল্পগুলির জন্য 3 লাখ কোটির ঋণসহ একাধিক ঘোষণা করেন তিনি । দ্বিতীয় দিনে ‘এক দেশ এক রেশন’ প্রকল্পের ঘোষণা করেন নির্মলা সীতারমন । ভিনরাজ্যের আট কোটি শ্রমিকের জন্য দু'মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলেন তিনি । গতকাল কৃষকদের জন্য এক লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয় ।