ETV Bharat / bharat

"কুলভূষণ মামলার 1 টাকা ফি নিয়ে যেও", মৃত্যুর ঘণ্টাখানেক আগে সালভেকে ফোন সুষমার - Sushma swaraj passes away

মৃত্যুর ঘণ্টাখানেক আগেই হরিশ সালভেকে ফোন করেছিলেন সুষমা স্বরাজ । দেখা করে কুলভূষণ মামলার ফি নিয়ে যেতে বলেছিলেন ।

হরিশ সালভে
author img

By

Published : Aug 7, 2019, 7:07 AM IST

Updated : Aug 7, 2019, 7:24 AM IST

দিল্লি, 7 অগাস্ট : রাত 8টা 50 মিনিটে ফোন করেছিলেন ৷ বলেছিলেন, দেখা করতে ৷ নিয়ে যেতে বলেছিলেন কুলভূষণ মামলার পারিশ্রমিক ৷ ঠিক হয় আজ সন্ধে 6টায় যাবেন ৷ কিন্তু, তা আর হল না ৷ কারণ তার প্রায় একঘণ্টা পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুষমা স্বরাজের ৷ এক সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন আইনজীবী হরিশ সালভে ৷

আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলায় লড়ার জন্য তাঁকে রাজি করিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ তাও মাত্র 1 টাকা পারিশ্রমিকে ৷ তিনি যে ভুল লোককে বাছেননি তা ইতিমধ্যেই বুঝে গেছেন সবাই ৷ কারণ আন্তর্জাতিক আদালতের রায় এখনও পর্যন্ত ভারতের পক্ষেই গেছে ৷

2016 সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে পাকিস্তান প্রশাসন ৷ এর পরের বছর 11 এপ্রিল তাঁকে মৃত্যুদণ্ডর সাজা দেয় সেদেশের সামরিক আদালত ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক ন্যায় আদালতে যায় ভারত ৷ সেই মামলায় আদালতের প্রাথমিক রায় ভারতের পক্ষে গিয়েছিল ৷ কুলভূষণের মৃত্যুদণ্ডের উপর জারি করা হয় স্থগিতাদেশ৷ আর এবারও রায় ভারতের পক্ষেই গেছে ৷ কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে ইসলমাবাদকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত ৷

Sushma swaraj
কুলভূষণের পরিবারের সঙ্গে সুষমা স্বরাজ

আন্তর্জাতিক আদালতের রায়ের পরই টুইট করেছিলেন সুষমা স্বরাজ ৷ লিখেছিলেন, "এই রায়কে স্বাগত জানাই ৷ এটা ভারতের পক্ষে বড় জয় ৷" প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি ৷ আর গতকাল মৃত্যুর ঠিক আগে তাঁকে ফোন করেছিলেন বলে জানিয়েছেন আইনজীবী হরিশ সালভে ৷ এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, "রাত 8টা 50 মিনিটে আমি তাঁর সঙ্গে কথা বলি ৷ এটা খুবই আবেগঘন কথোপকথন ৷ তিনি বলেন, আমি যেন তাঁর সঙ্গে দেখা করি ৷ বলেন আমাকে মামলার 1 টাকা দেবেন ৷ আমি বলি অবশ্যই এই মূল্যবান ফি নিতে আসব ৷ তিনি আগামীকাল(বুধবার) 6টায় আসতে বলেন ৷"

দিল্লি, 7 অগাস্ট : রাত 8টা 50 মিনিটে ফোন করেছিলেন ৷ বলেছিলেন, দেখা করতে ৷ নিয়ে যেতে বলেছিলেন কুলভূষণ মামলার পারিশ্রমিক ৷ ঠিক হয় আজ সন্ধে 6টায় যাবেন ৷ কিন্তু, তা আর হল না ৷ কারণ তার প্রায় একঘণ্টা পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুষমা স্বরাজের ৷ এক সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন আইনজীবী হরিশ সালভে ৷

আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলায় লড়ার জন্য তাঁকে রাজি করিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ তাও মাত্র 1 টাকা পারিশ্রমিকে ৷ তিনি যে ভুল লোককে বাছেননি তা ইতিমধ্যেই বুঝে গেছেন সবাই ৷ কারণ আন্তর্জাতিক আদালতের রায় এখনও পর্যন্ত ভারতের পক্ষেই গেছে ৷

2016 সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে পাকিস্তান প্রশাসন ৷ এর পরের বছর 11 এপ্রিল তাঁকে মৃত্যুদণ্ডর সাজা দেয় সেদেশের সামরিক আদালত ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক ন্যায় আদালতে যায় ভারত ৷ সেই মামলায় আদালতের প্রাথমিক রায় ভারতের পক্ষে গিয়েছিল ৷ কুলভূষণের মৃত্যুদণ্ডের উপর জারি করা হয় স্থগিতাদেশ৷ আর এবারও রায় ভারতের পক্ষেই গেছে ৷ কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে ইসলমাবাদকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত ৷

Sushma swaraj
কুলভূষণের পরিবারের সঙ্গে সুষমা স্বরাজ

আন্তর্জাতিক আদালতের রায়ের পরই টুইট করেছিলেন সুষমা স্বরাজ ৷ লিখেছিলেন, "এই রায়কে স্বাগত জানাই ৷ এটা ভারতের পক্ষে বড় জয় ৷" প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি ৷ আর গতকাল মৃত্যুর ঠিক আগে তাঁকে ফোন করেছিলেন বলে জানিয়েছেন আইনজীবী হরিশ সালভে ৷ এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, "রাত 8টা 50 মিনিটে আমি তাঁর সঙ্গে কথা বলি ৷ এটা খুবই আবেগঘন কথোপকথন ৷ তিনি বলেন, আমি যেন তাঁর সঙ্গে দেখা করি ৷ বলেন আমাকে মামলার 1 টাকা দেবেন ৷ আমি বলি অবশ্যই এই মূল্যবান ফি নিতে আসব ৷ তিনি আগামীকাল(বুধবার) 6টায় আসতে বলেন ৷"

New Delhi, Aug 07 (ANI): Former external affairs minister Sushma Swaraj, who passed away on Tuesday night due to cardiac arrest, will be cremated on Wednesday at Lodhi road crematorium with full state honours, BJP Working President Jagat Prakash Nadda said. Swaraj was admitted to All India Institutes of Medical Sciences (AIIMS) following deterioration in her health. According to sources at AIIMS, the 67-year-old was feeling restless at 9 pm and reached the hospital at around 9:30 pm in an ambulance. A team of doctors tried to revive her for 70 to 80 minutes but failed in their attempt. Swaraj was declared dead at 10:50 pm. BJP working president JP Nadda termed Swaraj's demise as a sad incident for the whole country. "Her mortal remains will be kept at her residence for people to pay last respects. Around 12 pm tomorrow, her mortal remains will be brought to BJP headquarters. At 3 pm, she will be taken to Lodhi road crematorium, where her last rites will be performed with full state honours," the BJP leader said.
Last Updated : Aug 7, 2019, 7:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.