দিল্লি, 7 অগাস্ট : রাত 8টা 50 মিনিটে ফোন করেছিলেন ৷ বলেছিলেন, দেখা করতে ৷ নিয়ে যেতে বলেছিলেন কুলভূষণ মামলার পারিশ্রমিক ৷ ঠিক হয় আজ সন্ধে 6টায় যাবেন ৷ কিন্তু, তা আর হল না ৷ কারণ তার প্রায় একঘণ্টা পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুষমা স্বরাজের ৷ এক সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন আইনজীবী হরিশ সালভে ৷
আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলায় লড়ার জন্য তাঁকে রাজি করিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ তাও মাত্র 1 টাকা পারিশ্রমিকে ৷ তিনি যে ভুল লোককে বাছেননি তা ইতিমধ্যেই বুঝে গেছেন সবাই ৷ কারণ আন্তর্জাতিক আদালতের রায় এখনও পর্যন্ত ভারতের পক্ষেই গেছে ৷
2016 সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে পাকিস্তান প্রশাসন ৷ এর পরের বছর 11 এপ্রিল তাঁকে মৃত্যুদণ্ডর সাজা দেয় সেদেশের সামরিক আদালত ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক ন্যায় আদালতে যায় ভারত ৷ সেই মামলায় আদালতের প্রাথমিক রায় ভারতের পক্ষে গিয়েছিল ৷ কুলভূষণের মৃত্যুদণ্ডের উপর জারি করা হয় স্থগিতাদেশ৷ আর এবারও রায় ভারতের পক্ষেই গেছে ৷ কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে ইসলমাবাদকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত ৷
আন্তর্জাতিক আদালতের রায়ের পরই টুইট করেছিলেন সুষমা স্বরাজ ৷ লিখেছিলেন, "এই রায়কে স্বাগত জানাই ৷ এটা ভারতের পক্ষে বড় জয় ৷" প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি ৷ আর গতকাল মৃত্যুর ঠিক আগে তাঁকে ফোন করেছিলেন বলে জানিয়েছেন আইনজীবী হরিশ সালভে ৷ এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, "রাত 8টা 50 মিনিটে আমি তাঁর সঙ্গে কথা বলি ৷ এটা খুবই আবেগঘন কথোপকথন ৷ তিনি বলেন, আমি যেন তাঁর সঙ্গে দেখা করি ৷ বলেন আমাকে মামলার 1 টাকা দেবেন ৷ আমি বলি অবশ্যই এই মূল্যবান ফি নিতে আসব ৷ তিনি আগামীকাল(বুধবার) 6টায় আসতে বলেন ৷"