ETV Bharat / bharat

হিন্দওয়াড়ায় শহিদ কর্নেল 2 বারের গ্যালান্ট্রি প্রাপক - gallantry awardee

সেনা অফিসাররা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গার্ডস রেজিমেন্টে ছিলেন আশুতোষ শর্মা । বীরত্ব প্রদর্শনের জন্য দুইবার তাঁকে সম্মানিত করা হয়েছে।

a
কর্নেল
author img

By

Published : May 3, 2020, 5:34 PM IST

জম্মু-কাশ্মীর, 3 মে : উত্তর কাশ্মীরের হিন্দওয়াড়ায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নেমেছিল ভারতীয় সেনা বাহিনীর একটি দল । যাতে কাশ্মীর পুলিশের আধিকারিকরাও ছিলেন । গতকাল দুপুরে তল্লাশি চালানোর সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । এরপর পালটা গুলি চালান জওয়ানরা । জঙ্গিদের গুলিতে শহিদ হন কর্নেল আশুতোষ শর্মা । এই আশুতোষ শর্মা আগে দুইবার বীরত্ব প্রদর্শনের জন্য গ্যালান্ট্রি সম্মানে ভূষিত হয়েছেন । সন্ত্রাস বিরোধী মিশনে বীরত্বের পরিচয় দেখানোয় তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে ।

গত পাঁচ বছরে তিনিই একমাত্র কর্নেল পদমর্যাদার যিনি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন । এর আগে 2015 সালের নভেম্বরে শহিদ হন কর্নেল সন্তোষ মহাদিক । ওই বছরই জানুয়ারিতে কাশ্মীরে অভিযান চলাকালীন শহিদ হন কর্নেল এমএন রাই।

এক সেনা অফিসার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কাশ্মীরে গার্ডস রেজিমেন্টে ছিলেন আশুতোষ শর্মা । বীরত্ব প্রদর্শনের জন্য দুইবার তাঁকে সেনা মেডেল দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় ।

একবার লড়াই চলার সময় এক জঙ্গি পোশাকের ভিতর গ্রেনেড লুকিয়ে রেখেছিল । এরপরেই সে সেনাদের দিকে ধেয়ে যায় । আত্মঘাতী হামলার ছক ছিল ওই জঙ্গির । টের পান শর্মা । এরপরেই খুব কাছ থেকে ওই জঙ্গিকে গুলি করেন তিনি । প্রাণে বেঁচে গেছিলেন অনেক সেনাকর্মী ।

হিন্দওয়াড়া অভিযানে আশুতোষ শর্মা ছাড়াও শহিদ হয়েছেন মেজর অনুজ সুদসহ অন্য দুই জওয়ান নাইক রাজেশ, লান্স নাইক দীনেশ । গুলির লড়াই চলে আজ ভোররাত পর্যন্ত । শহিদ হন সাব ইন্সপেক্টর সাকিল কোয়াজ়ি । পালটা ভারতীয় সেনা জওয়ান ও পুলিশ আধিকারিকদের গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি ।

জম্মু-কাশ্মীর, 3 মে : উত্তর কাশ্মীরের হিন্দওয়াড়ায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নেমেছিল ভারতীয় সেনা বাহিনীর একটি দল । যাতে কাশ্মীর পুলিশের আধিকারিকরাও ছিলেন । গতকাল দুপুরে তল্লাশি চালানোর সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । এরপর পালটা গুলি চালান জওয়ানরা । জঙ্গিদের গুলিতে শহিদ হন কর্নেল আশুতোষ শর্মা । এই আশুতোষ শর্মা আগে দুইবার বীরত্ব প্রদর্শনের জন্য গ্যালান্ট্রি সম্মানে ভূষিত হয়েছেন । সন্ত্রাস বিরোধী মিশনে বীরত্বের পরিচয় দেখানোয় তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে ।

গত পাঁচ বছরে তিনিই একমাত্র কর্নেল পদমর্যাদার যিনি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন । এর আগে 2015 সালের নভেম্বরে শহিদ হন কর্নেল সন্তোষ মহাদিক । ওই বছরই জানুয়ারিতে কাশ্মীরে অভিযান চলাকালীন শহিদ হন কর্নেল এমএন রাই।

এক সেনা অফিসার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কাশ্মীরে গার্ডস রেজিমেন্টে ছিলেন আশুতোষ শর্মা । বীরত্ব প্রদর্শনের জন্য দুইবার তাঁকে সেনা মেডেল দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় ।

একবার লড়াই চলার সময় এক জঙ্গি পোশাকের ভিতর গ্রেনেড লুকিয়ে রেখেছিল । এরপরেই সে সেনাদের দিকে ধেয়ে যায় । আত্মঘাতী হামলার ছক ছিল ওই জঙ্গির । টের পান শর্মা । এরপরেই খুব কাছ থেকে ওই জঙ্গিকে গুলি করেন তিনি । প্রাণে বেঁচে গেছিলেন অনেক সেনাকর্মী ।

হিন্দওয়াড়া অভিযানে আশুতোষ শর্মা ছাড়াও শহিদ হয়েছেন মেজর অনুজ সুদসহ অন্য দুই জওয়ান নাইক রাজেশ, লান্স নাইক দীনেশ । গুলির লড়াই চলে আজ ভোররাত পর্যন্ত । শহিদ হন সাব ইন্সপেক্টর সাকিল কোয়াজ়ি । পালটা ভারতীয় সেনা জওয়ান ও পুলিশ আধিকারিকদের গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.