ETV Bharat / bharat

স্থল ও বায়ুসেনাকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের

author img

By

Published : Aug 5, 2019, 2:02 PM IST

Updated : Aug 5, 2019, 5:46 PM IST

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট হাজার আধাসামরিক বাহিনীকে উড়িয়ে নিয়ে আসা হল কাশ্মীর উপত্যকায় ৷

370 ধারা রদের প্রস্তাবের জের, স্থল ও বায়ুসেনাকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের

দিল্লি ও শ্রীনগর, 5 অগাস্ট : টহলে আরও সেনা ৷ রাষ্ট্রপতির আদেশবলে 370 ধারা রদের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট হাজার আধাসামরিক বাহিনীকে উড়িয়ে নিয়ে আসা হল কাশ্মীর উপত্যকায় ৷

উত্তরপ্রদেশ, ওড়িশা, অসম ও দেশের অন্য প্রান্ত থেকে এই বাহিনীকে নিয়ে আসা হয়েছে ৷ উপত্যকায় শান্তি বজায় রাখতে স্থল ও বায়ুসেনাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷

গত সপ্তাহ থেকেই গোটা উপত্যকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ধাপে ধাপে মোট 35 হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে । গত শুক্রবারই পর্যটক ও অমরনাথ যাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীর ছাড়ার নির্দেশিকা জারি করেছিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । রাজ্যের প্রায় সর্বত্র চলছে কড়া তল্লাশি, নাকা, টহলদারি । এই পরিস্থিতি শান্তি বজায় রাখতে কড়া সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে ৷

এর বাইরে উপত্যকায় জঙ্গি হানার সতর্কতাও রয়েছে । অমরনাথ যাত্রার পথে উদ্ধার হয়েছে স্নাইপার রাইফেল, বিস্ফোরক ও ল্যান্ডমাইন । কেরন সেক্টর দিয়ে অনুপ্রবেশের সময় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) পাঁচ সদস্যকে গুলি করে মেরেছে ভারতীয় সেনা । তাদের দেহ ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে পাকিস্তানকে ।

এই সব মিলিয়ে উপত্যকায় চূড়ান্ত কোনও পরিস্থিতির পূর্বাভাস । চরম আতঙ্ক-উৎকণ্ঠা-উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন উপত্যকার সাধারণ মানুষ । তার মধ্যেই 370 ধারা রদ নিয়ে নতুন করে কোনও অশান্তি যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন ৷

দিল্লি ও শ্রীনগর, 5 অগাস্ট : টহলে আরও সেনা ৷ রাষ্ট্রপতির আদেশবলে 370 ধারা রদের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট হাজার আধাসামরিক বাহিনীকে উড়িয়ে নিয়ে আসা হল কাশ্মীর উপত্যকায় ৷

উত্তরপ্রদেশ, ওড়িশা, অসম ও দেশের অন্য প্রান্ত থেকে এই বাহিনীকে নিয়ে আসা হয়েছে ৷ উপত্যকায় শান্তি বজায় রাখতে স্থল ও বায়ুসেনাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷

গত সপ্তাহ থেকেই গোটা উপত্যকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ধাপে ধাপে মোট 35 হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে । গত শুক্রবারই পর্যটক ও অমরনাথ যাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীর ছাড়ার নির্দেশিকা জারি করেছিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । রাজ্যের প্রায় সর্বত্র চলছে কড়া তল্লাশি, নাকা, টহলদারি । এই পরিস্থিতি শান্তি বজায় রাখতে কড়া সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে ৷

এর বাইরে উপত্যকায় জঙ্গি হানার সতর্কতাও রয়েছে । অমরনাথ যাত্রার পথে উদ্ধার হয়েছে স্নাইপার রাইফেল, বিস্ফোরক ও ল্যান্ডমাইন । কেরন সেক্টর দিয়ে অনুপ্রবেশের সময় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) পাঁচ সদস্যকে গুলি করে মেরেছে ভারতীয় সেনা । তাদের দেহ ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে পাকিস্তানকে ।

এই সব মিলিয়ে উপত্যকায় চূড়ান্ত কোনও পরিস্থিতির পূর্বাভাস । চরম আতঙ্ক-উৎকণ্ঠা-উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন উপত্যকার সাধারণ মানুষ । তার মধ্যেই 370 ধারা রদ নিয়ে নতুন করে কোনও অশান্তি যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন ৷

Jagdalpur (Chhattisgarh), Aug 05 (ANI): The water level at Teerathgarh waterfall in Chhattisgarh's Jagdalpur has increased due to incessant rainfall in the region. Tourists are coming in large number to enjoy the Teerathgarh waterfall. Bastar is blessed with exceptional natural beauty from cascading waterfalls like Teerathgarh falls, caves, mountains and valleys.
Last Updated : Aug 5, 2019, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.