ETV Bharat / bharat

370 ধারা নিয়ে সেমিনার, JNU-তে বচসা AISA ও ABVP-র - বামপন্থী

জম্মু ও কাশ্মীরের 370 ধারা নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সেমিনার ছিল ৷ AISA ও ABVP সদস্যদের মধ্যে বচসা বাধে ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 3, 2019, 9:15 PM IST

দিল্লি, 3 অক্টোবর : 370 ধারা সংক্রান্ত সেমিনারের সময় উত্তপ্ত হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ৷ AISA ও ABVP সদস্যদের মধ্যে বচসা বাধে ৷ সেমিনারে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷

আজ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে 370 ধারা প্রত্যাহার সংক্রান্ত সেমিনার ছিল ৷ সেখানে আমন্ত্রিত ছিলেন জিতেন্দ্র সিং ৷ সংবাদসংস্থা সূত্রে খবর, তাঁর বক্তৃতার সময় কয়েকজন পড়ুয়া কাশ্মীর-পন্থী স্লোগান দেয় ৷ পালটা স্লোগান দেয় ABVP সদস্যরা ৷ এরপরই AISA ও ABVP সদস্যদের মধ্যে বচসা বাধে ৷ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷

গত কয়েক বছর ধরে JNU-তে ABVP বামপন্থী সংগঠনগুলির সঙ্গে একাধিক তরজায় জড়াচ্ছিল ৷ সেখানে ABVP-র দাপট বাড়লেও ছাত্র সংসদের ভোটে জয়ী হয় বামপন্থীরা ৷ সভাপতি নির্বাচিত হন ঐশী ঘোষ ।

দিল্লি, 3 অক্টোবর : 370 ধারা সংক্রান্ত সেমিনারের সময় উত্তপ্ত হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ৷ AISA ও ABVP সদস্যদের মধ্যে বচসা বাধে ৷ সেমিনারে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷

আজ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে 370 ধারা প্রত্যাহার সংক্রান্ত সেমিনার ছিল ৷ সেখানে আমন্ত্রিত ছিলেন জিতেন্দ্র সিং ৷ সংবাদসংস্থা সূত্রে খবর, তাঁর বক্তৃতার সময় কয়েকজন পড়ুয়া কাশ্মীর-পন্থী স্লোগান দেয় ৷ পালটা স্লোগান দেয় ABVP সদস্যরা ৷ এরপরই AISA ও ABVP সদস্যদের মধ্যে বচসা বাধে ৷ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷

গত কয়েক বছর ধরে JNU-তে ABVP বামপন্থী সংগঠনগুলির সঙ্গে একাধিক তরজায় জড়াচ্ছিল ৷ সেখানে ABVP-র দাপট বাড়লেও ছাত্র সংসদের ভোটে জয়ী হয় বামপন্থীরা ৷ সভাপতি নির্বাচিত হন ঐশী ঘোষ ।

Mumbai, Oct 03 (ANI): Power-packed performer Ranveer Singh is famous for his evergreen on-screen and off-screen presence. He is also known for his out of the box fashion choices. This time, Singh was seen outside Sanjay Leela Bhansali office and left everyone thinking that is something brewing! He was seen wearing grey and white hoodie paired up with loose denims. Sporting a moustache, Ranveer's appearance was as cool as ever. He smiled and posed for the shutterbugs. Ranveer last worked with Bhansali in 'Padmaavat' as 'Sultan Alauddin Khilji'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.