ETV Bharat / bharat

পেশ নাগরিকত্ব সংশোধনী বিল

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

Citizenship Amendment Bill
ছবি
author img

By

Published : Dec 9, 2019, 12:46 PM IST

Updated : Dec 9, 2019, 3:00 PM IST

দিল্লি, 9 ডিসেম্বর : লোকসভায় পেশ নাগরিকত্ব সংশোধনী বিল । গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছিল এই বিল। ইতিমধ্যেই এই বিলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে । সরব হয়েছে কংগ্রেস । পাশাপাশি বিলের প্রতিবাদে উত্তর-পূর্বের একাধিক জায়গায় সকাল থেকেই চলছে বিক্ষোভ ।

  • বিল পেশের পক্ষে 293 টি এবং বিপক্ষে 82 ভোট পড়ে ।

  • সংশোধনী বিল পেশ হবে কি না তা নিয়ে শুরু হল ভোট ।

  • স্বাধীনতার পর ধর্মের ভিত্তিতে কংগ্রেস দেশকে বিভাজিত করেছে । তাই এই বিল তাদের শুনতে হবে।

    • Union Home Minister Amit Shah in Lok Sabha on #CitizenshipAmendmentBill: Why do we need this Bill today? After independence, if Congress had not done partition on the basis on religion,then,today we would have not needed this Bill. Congress did partition on the basis of religion. pic.twitter.com/gYsfbdl8U1

      — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • তাই এই বিল শুনতে হবে এই বিল কোনও মুসলিমের অধিকার কেড়ে নেয়নি ।

    • HM Amit Shah: In Afghanistan,Pakistan and Bangladesh, Hindus,Sikhs,Buddhists,Christians,Parsis and Jains have been discriminated against. So this bill will give these persecuted people citizenship. Also, the allegation that this bill will take away rights of Muslims is wrong pic.twitter.com/iB2VIB7fGW

      — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ধারা 14-র কথা তুলে অমিত শাহ বলেন, এই বিল সমান অধিকারের পক্ষে ।
  • অমিত শাহ বলেন, এই বিল সংবিধানের কোনও ধারাকে লঙ্ঘণ করে না । যখন আমি বিল পেশ করতে উঠলাম তখন সদনের অনেকেই এই বিল পেশ হতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন ৷ প্রথমে বলতে চাই, এই বিল সংবিধানের কোনও ধারার বিরোধী নয় ৷
  • আসাদউদ্দিন ওয়াইসি স্পিকারের কাছে হাত জুড়ে অমুরোধ করেন । বলেন, এই বিল থেকে দেশকে বাঁচান । নাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হিটলারের সঙ্গে উচ্চারিত হবে ।
    • Asaduddin Owaisi in Lok Sabha: I appeal to you(Speaker), save country from such a law&save Home Minister also otherwise like in Nuremberg race laws and Israel's citizenship act, Home Minister's name will be featured with Hitler and David Ben-Gurion. #CitizenshipAmendmentBill2019 pic.twitter.com/ZEp1siNo56

      — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • কংগ্রেস নেতা শশী থারুর বলেন, এই বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত হানছে । এই বিল পেশের বিরোধিতা করছে কংগ্রেস ।
  • লোকসভায় নিজের বক্তব্য পেশের সময় BJP সাংসদদের বিরোধিতার মুখে পড়েন সৌগত রায় । বলেন, সংবিধানের ধারা 14কে লঙ্ঘণ করে এই বিল । সাংসদের উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, আপানারা কি আমাকে মারতে চাইছেন ।
  • RSP সাংসদ এন.কে প্রেমচন্দ্রন বলেন, এই বিল সংবিধানের প্রাথমিক নিয়মগুলিকে লঙ্ঘণ করে ।
    • N. K. Premachandran,Revolutionary Socialist Party MP: Bill violates the basic structural features of the constitution envisioned in the preamble as entitlement of citizenship based on religion is against the secular fabric of the country. #CitizenshipAmendmentBill pic.twitter.com/vj46K4CrWJ

      — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • অমিত শাহ বলেন, কেউ ওয়াক আউট করবেন না আপনাদের সবার প্রশ্নের উত্তর দেব । এই বিল দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় । এটি কোনও ধর্মের বিরুদ্ধে নয় ।
  • শুরুতেই বিরোধিতা করেন অধীররঞ্জন চৌধুরি । বলেন, এই বিল অসংবিধানিক । সংখ্যালঘু বিরোধী বিল । এটি দেশকে পিছিয়ে দেবে ।
  • প্রথম থেকেই সরব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ।
  • লোকসভায় পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
    • Delhi: Union Home Minister Amit Shah arrives at Parliament. Citizenship Amendment Bill (CAB) is in Lok Sabha's List of Business for today, to be introduced by the minister. pic.twitter.com/lGWR2Q0xSR

      — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 9 ডিসেম্বর : লোকসভায় পেশ নাগরিকত্ব সংশোধনী বিল । গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছিল এই বিল। ইতিমধ্যেই এই বিলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে । সরব হয়েছে কংগ্রেস । পাশাপাশি বিলের প্রতিবাদে উত্তর-পূর্বের একাধিক জায়গায় সকাল থেকেই চলছে বিক্ষোভ ।

  • বিল পেশের পক্ষে 293 টি এবং বিপক্ষে 82 ভোট পড়ে ।

  • সংশোধনী বিল পেশ হবে কি না তা নিয়ে শুরু হল ভোট ।

  • স্বাধীনতার পর ধর্মের ভিত্তিতে কংগ্রেস দেশকে বিভাজিত করেছে । তাই এই বিল তাদের শুনতে হবে।

    • Union Home Minister Amit Shah in Lok Sabha on #CitizenshipAmendmentBill: Why do we need this Bill today? After independence, if Congress had not done partition on the basis on religion,then,today we would have not needed this Bill. Congress did partition on the basis of religion. pic.twitter.com/gYsfbdl8U1

      — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • তাই এই বিল শুনতে হবে এই বিল কোনও মুসলিমের অধিকার কেড়ে নেয়নি ।

    • HM Amit Shah: In Afghanistan,Pakistan and Bangladesh, Hindus,Sikhs,Buddhists,Christians,Parsis and Jains have been discriminated against. So this bill will give these persecuted people citizenship. Also, the allegation that this bill will take away rights of Muslims is wrong pic.twitter.com/iB2VIB7fGW

      — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ধারা 14-র কথা তুলে অমিত শাহ বলেন, এই বিল সমান অধিকারের পক্ষে ।
  • অমিত শাহ বলেন, এই বিল সংবিধানের কোনও ধারাকে লঙ্ঘণ করে না । যখন আমি বিল পেশ করতে উঠলাম তখন সদনের অনেকেই এই বিল পেশ হতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন ৷ প্রথমে বলতে চাই, এই বিল সংবিধানের কোনও ধারার বিরোধী নয় ৷
  • আসাদউদ্দিন ওয়াইসি স্পিকারের কাছে হাত জুড়ে অমুরোধ করেন । বলেন, এই বিল থেকে দেশকে বাঁচান । নাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হিটলারের সঙ্গে উচ্চারিত হবে ।
    • Asaduddin Owaisi in Lok Sabha: I appeal to you(Speaker), save country from such a law&save Home Minister also otherwise like in Nuremberg race laws and Israel's citizenship act, Home Minister's name will be featured with Hitler and David Ben-Gurion. #CitizenshipAmendmentBill2019 pic.twitter.com/ZEp1siNo56

      — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • কংগ্রেস নেতা শশী থারুর বলেন, এই বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত হানছে । এই বিল পেশের বিরোধিতা করছে কংগ্রেস ।
  • লোকসভায় নিজের বক্তব্য পেশের সময় BJP সাংসদদের বিরোধিতার মুখে পড়েন সৌগত রায় । বলেন, সংবিধানের ধারা 14কে লঙ্ঘণ করে এই বিল । সাংসদের উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, আপানারা কি আমাকে মারতে চাইছেন ।
  • RSP সাংসদ এন.কে প্রেমচন্দ্রন বলেন, এই বিল সংবিধানের প্রাথমিক নিয়মগুলিকে লঙ্ঘণ করে ।
    • N. K. Premachandran,Revolutionary Socialist Party MP: Bill violates the basic structural features of the constitution envisioned in the preamble as entitlement of citizenship based on religion is against the secular fabric of the country. #CitizenshipAmendmentBill pic.twitter.com/vj46K4CrWJ

      — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • অমিত শাহ বলেন, কেউ ওয়াক আউট করবেন না আপনাদের সবার প্রশ্নের উত্তর দেব । এই বিল দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় । এটি কোনও ধর্মের বিরুদ্ধে নয় ।
  • শুরুতেই বিরোধিতা করেন অধীররঞ্জন চৌধুরি । বলেন, এই বিল অসংবিধানিক । সংখ্যালঘু বিরোধী বিল । এটি দেশকে পিছিয়ে দেবে ।
  • প্রথম থেকেই সরব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ।
  • লোকসভায় পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
    • Delhi: Union Home Minister Amit Shah arrives at Parliament. Citizenship Amendment Bill (CAB) is in Lok Sabha's List of Business for today, to be introduced by the minister. pic.twitter.com/lGWR2Q0xSR

      — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Agartala (Tripura), Dec 09 (ANI): A minor girl was allegedly set ablaze by her fiance and his mother in Tripura's Agartala on December 08. The girl was set to get married but succumbed to burn injuries at the Santirbazar District Hospital in Agartala. The man, Ajay Rudra Pal, and his mother have been arrested in connection with the case. According to the police, the wedding ceremony was scheduled today. "Their marriage was fixed on October 28 this year," a policeman said. A police case has been registered in the matter.
Last Updated : Dec 9, 2019, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.