দিল্লি, 11 ডিসেম্বর : প্রায় 12 ঘণ্টা বাক-বিতণ্ডার পর লোকসভায় পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ৷ গত কাল লোকসভায় ৩৩৪-১০৬ ভোটে সরকার জিতে গিয়েছে ৷ এবার নরেন্দ্র মোদি সরকারের লক্ষ্য বিলটি রাজ্যসভায় পাশ করানো ৷ আজ বুধবার রাজ্যসভায় দুপুর 2টো নাগাদ বিলটি পেশ করা হবে ৷ কংগ্রেসের তরফে ইতিমধ্যেই আজ সারাদেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ৷ দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের তরফে একটি চিঠিতে ধরনায় বসার কথা উল্লেখ করা হয়েছে ৷
এই বিলের প্রতিবাদে মঙ্গলবারও অসমের বিভিন্ন এলাকায় বনধ চলে । জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে । বন্ধ দোকানপাট । রাস্তায় নেমে পিকেটিং করছে বনধ সমর্থকরা ৷ ত্রিপুরায় বিক্ষোভ চলাকালীন রাস্তা অবরোধ করা হয় ৷ আটকে পড়ে অ্যাম্বুলেন্স ৷ হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে দু মাসের একটি শিশুর ৷ অবরোধ শুরু হয়েছে অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশেও ৷ ত্রিপুরায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে বিপ্লব দেব সরকার ৷ বন্ধ SMS পরিষেবাও ৷
রাজ্যসভার মোট আসন সংখ্যা 245 ৷ এর মধ্যে 5টি আসন ফাঁকা ৷ 240 ভোটের মধ্যে উচ্চ কক্ষে 'মেজোরিটি মার্ক' 121 ৷ অর্থাৎ সমর্থন চাই 121 জনের ৷ NDA-এর অন্যান্য শরিক দলগুলি অর্থাৎ AIAMDM, JDU, অকালি দলের 116 জন সদস্য রয়েছেন ৷ আশা করা যাচ্ছে তাতে আরও 14 জনের সমর্থন মিলবে ৷ ফলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 130-এ ৷
14 ভোটের মধ্যে রয়েছে শিবসেনার তিন সদস্য ৷ যদিও লোক সভায় বিল পেশে সহমত হলেও রাজ্যসভায় তারা BJP-র পাশে দাঁড়াবে কি না, তা নিশ্চিত নয় ৷ কারণ লোকসভায় তাদের সমর্থনের পরই মহারাষ্ট্রে জোটসঙ্গী কংগ্রেসের তরফে শিবসেনার কাছে বার্তা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর ৷ তাই সেনা সরে দাঁড়াতে পারে ৷ উদ্ধব ঠাকরে এবিষয়ে বলেছেন, স্পষ্টতা না থাকলে তাঁরা রাজ্যসভায় সমর্থন করবেন না BJP-কে ৷
আরও পড়ুুন : "গান্ধিজি গণতন্ত্রের যে পরিকাঠামো চেয়েছিলেন তা করতে পারিনি"
JDU-র নীতীশ কুমারকে প্রশান্ত কিশোরের তরফে এই বিলের বিরোধিতা করতে অনুরোধ জানানো হয়েছে ৷ JDU দলের সম্প্রীতির আদর্শই ক্ষুণ্ণ হবে সমর্থনের ফলে, এমনটাও উল্লেখ করা হয়েছে ৷ দলের জাতীয় মুখপাত্র ও প্রাক্তন কূটনীতিক পবন ভার্মার তরফেও নীতীশের কাছে পৌঁছেছে অনুরোধ ৷ তিনি টুইটে অনুরোধ জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রীকে ৷ RJD-র তরফে তেজস্বী যাদব বলেন, নীতীশ কুমার এই বিলে সমর্থন করে বিহারের মানুষকে ঠকিয়েছেন ৷
-
I urge Shri Nitish Kumar to reconsider support to the #CAB in the Rajya Sabha. The Bill is unconstitutional, discriminatory, and against the unity and harmony of the country, apart from being against the secular principles of the JDU. Gandhiji would have strongly disapproved it.
— Pavan K. Varma (@PavanK_Varma) December 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I urge Shri Nitish Kumar to reconsider support to the #CAB in the Rajya Sabha. The Bill is unconstitutional, discriminatory, and against the unity and harmony of the country, apart from being against the secular principles of the JDU. Gandhiji would have strongly disapproved it.
— Pavan K. Varma (@PavanK_Varma) December 10, 2019I urge Shri Nitish Kumar to reconsider support to the #CAB in the Rajya Sabha. The Bill is unconstitutional, discriminatory, and against the unity and harmony of the country, apart from being against the secular principles of the JDU. Gandhiji would have strongly disapproved it.
— Pavan K. Varma (@PavanK_Varma) December 10, 2019
আরও পড়ুন : সপক্ষে 311, বিপক্ষে 80, মধ্যরাতে বিল পাশে শাহকে শুভেচ্ছা মোদির
সেনা সরে দাঁড়ালেও BJP-এর চিন্তার কারণ নেই যদিও ৷ নবীন পটনায়েকের BJD-এর সাত সদস্য, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডির YSRCP-এর দু'জন, চন্দ্রবাবু নায়ডুর TDP-এর দুই জনও 14 জন সাংসদের মধ্যে রয়েছেন ৷ কংগ্রেস, তৃণমূল সহ একাধিক দল লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেছে ৷ রাজ্যসভাতেও তারা এই বিল পাশের বিপক্ষে ভোট দেবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷
কংগ্রেসের 46, তৃণমূলের 13, সমাজবাদী পার্টির 9, বামেদের 6, DMK-র 5 সহ মোট 100 জন সাংসদ CAB-এর বিরোধিতা করবেন বলে মনে করা হচ্ছে ৷ অর্থাৎ, এই দলগুলির সমর্থন পেলেও বিল পাশ আটকানোর জন্য আরও 21 জন সদস্যের সমর্থন দরকার ৷ এই 21 জন সদস্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ ফলে সবমিলিয়ে সংখ্যাই শেষ কথা বলবে আজ রাজ্যসভায় ৷