ETV Bharat / bharat

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আটক চিনা জওয়ান - India China Standoff

লাদাখের চুমার-ডেমচক এলাকার কাছে ওই জওয়ানকে আটক করা হয় । যথাযথ নিয়ম মেনে ধৃত জওয়ানকে চিনা সেনাবাহিনীর হাতে ফিরিয়ে দেওয়া হবে ।

Chinese Soldier Held In Ladakh
ফাইল ছবি
author img

By

Published : Oct 19, 2020, 4:10 PM IST

Updated : Oct 19, 2020, 5:08 PM IST

লাদাখ, 19 অক্টোবর : লাদাখে সীমান্ত এলাকায় এক চিনা জওয়ানকে আটক করল ভারতীয় সেনা । লাদাখের চুমার-ডেমচক এলাকার কাছে ওই জওয়ানকে আটক করা হয় । সেনা সূত্রে খবর, চিনের ওই জওয়ান অজ্ঞাতসারে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।

আরও জানা গেছে, যথাযথ নিয়ম মেনে ধৃত জওয়ানকে চিনা সেনাবাহিনীর হাতে ফিরিয়ে দেওয়া হবে । পিপলস লিবারেশন আর্মির ওই জওয়ানের থেকে চিনের নাগরিক ও সামরিক তথ্য পাওয়া গেছে ।

চলতি বছরের মে মাস থেকে লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে । জুন মাসে সংঘাত চরমে পৌঁছায় । গালওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় শহিদ হয়েছিলেন 20 জন ভারতীয় জওয়ান । সেই থেকে একাধিকবার দু'দেশের মধ্যে কর্পস কমান্ডার স্তরে বৈঠক হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানের পথ পাওয়া যায়নি ।

আরও পড়ুন : সীমান্ত পরিস্থিতি ভারত-চিন সম্পর্কের উপর প্রভাব ফেলছে, উদ্বিগ্ন বিদেশমন্ত্রী

এদিকে বিদেশমন্ত্রী এস জয়শংকরও লাদাখের সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন । দু'দিন আগে বিদেশমন্ত্রী তাঁর লেখা "দা ইন্ডিয়া ওয়ে" বই সংক্রান্ত একটি ওয়েবিনারে বলেছিলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি ব্যবস্থা "গভীরভাবে বিঘ্নিত" হচ্ছে । আর খুব স্বাভাবিকভাবেই এটি ভারত ও চিনের সামগ্রিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে ।

সীমান্তে চলতে থাকা উত্তেজনার পরিস্থিতি নিয়ে বলেছিলেন, "1980-র দশকের শেষ দিক থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পরিস্থিতি বিঘ্নিত হতে শুরু করে । এভাবে যদি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পরিস্থিতি বিঘ্নিত হতে থাকে তাহলে তা (দ্বিপাক্ষিক) সম্পর্কের উপর প্রভাব ফেলবে । যা এখন আমরা দেখতে পাচ্ছি ।"

লাদাখ, 19 অক্টোবর : লাদাখে সীমান্ত এলাকায় এক চিনা জওয়ানকে আটক করল ভারতীয় সেনা । লাদাখের চুমার-ডেমচক এলাকার কাছে ওই জওয়ানকে আটক করা হয় । সেনা সূত্রে খবর, চিনের ওই জওয়ান অজ্ঞাতসারে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।

আরও জানা গেছে, যথাযথ নিয়ম মেনে ধৃত জওয়ানকে চিনা সেনাবাহিনীর হাতে ফিরিয়ে দেওয়া হবে । পিপলস লিবারেশন আর্মির ওই জওয়ানের থেকে চিনের নাগরিক ও সামরিক তথ্য পাওয়া গেছে ।

চলতি বছরের মে মাস থেকে লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে । জুন মাসে সংঘাত চরমে পৌঁছায় । গালওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় শহিদ হয়েছিলেন 20 জন ভারতীয় জওয়ান । সেই থেকে একাধিকবার দু'দেশের মধ্যে কর্পস কমান্ডার স্তরে বৈঠক হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানের পথ পাওয়া যায়নি ।

আরও পড়ুন : সীমান্ত পরিস্থিতি ভারত-চিন সম্পর্কের উপর প্রভাব ফেলছে, উদ্বিগ্ন বিদেশমন্ত্রী

এদিকে বিদেশমন্ত্রী এস জয়শংকরও লাদাখের সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন । দু'দিন আগে বিদেশমন্ত্রী তাঁর লেখা "দা ইন্ডিয়া ওয়ে" বই সংক্রান্ত একটি ওয়েবিনারে বলেছিলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি ব্যবস্থা "গভীরভাবে বিঘ্নিত" হচ্ছে । আর খুব স্বাভাবিকভাবেই এটি ভারত ও চিনের সামগ্রিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে ।

সীমান্তে চলতে থাকা উত্তেজনার পরিস্থিতি নিয়ে বলেছিলেন, "1980-র দশকের শেষ দিক থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পরিস্থিতি বিঘ্নিত হতে শুরু করে । এভাবে যদি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পরিস্থিতি বিঘ্নিত হতে থাকে তাহলে তা (দ্বিপাক্ষিক) সম্পর্কের উপর প্রভাব ফেলবে । যা এখন আমরা দেখতে পাচ্ছি ।"

Last Updated : Oct 19, 2020, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.