দিল্লি, 16 জুন : "লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিনের সংঘর্ষে 5 চিনা সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও 11 জন।" টুইট করে এমনই তথ্য দিয়েছিলেন চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমের সিনিয়র রিপোর্টার। এরপর ওই সংবাদপত্র থেকে আরও একটি টুইট করে জানানো হয় এখনও পর্যন্ত সরকারিভাবে হতাহতের সঠিক তথ্য সামনে আসেনি।
গ্লোবাল টাইমসের চিফ এডিটর টুইট করে জানান, "গালওয়ান উপত্যকার সংঘর্ষে চিনের দিক থেকেও হতাহতের খবর রয়েছে। আমি ভারতকে বলতে চাই, অহংকারী হবেন না, চিনকে দুর্বল ভাববেন না।"
-
Reports say 5 PLA soldiers were killed and 11 were injured at LAC China-India border yesterday.
— Wang Wenwen (@WenwenWang1127) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Reports say 5 PLA soldiers were killed and 11 were injured at LAC China-India border yesterday.
— Wang Wenwen (@WenwenWang1127) June 16, 2020Reports say 5 PLA soldiers were killed and 11 were injured at LAC China-India border yesterday.
— Wang Wenwen (@WenwenWang1127) June 16, 2020
ভারত নিশ্চিত করেছে, গালওয়ান উপত্যকার চিন-ভারত সংঘর্ষে ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই জওয়ান শহিদ হয়েছেন। পরে সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গুরুতর জখম হয়েছিলেন 17 জওয়ান ৷ অতিরিক্ত ঠান্ডার কারণে তাঁদের মৃত্যু হয়েছে ৷ সবমিলিয়ে মৃতের সংখ্যা 20 । সেনা সূত্রে খবর, সংঘর্ষে গুলি বর্ষণ হয়নি। পাথর এবং রড নিয়ে মারামারিতেই প্রাণহানির ঘটনা ঘটেছে।
এই ঘটনার পর চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনও এক তরফা পদক্ষেপ করবেন না । এবং ভারতকেই সীমান্ত অতিক্রমণ করার জন্য অভিযুক্ত করেন তিনি।
-
Based on what I know, Chinese side also suffered casualties in the Galwan Valley physical clash. I want to tell the Indian side, don’t be arrogant and misread China’s restraint as being weak. China doesn’t want to have a clash with India, but we don’t fear it.
— Hu Xijin 胡锡进 (@HuXijin_GT) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Based on what I know, Chinese side also suffered casualties in the Galwan Valley physical clash. I want to tell the Indian side, don’t be arrogant and misread China’s restraint as being weak. China doesn’t want to have a clash with India, but we don’t fear it.
— Hu Xijin 胡锡进 (@HuXijin_GT) June 16, 2020Based on what I know, Chinese side also suffered casualties in the Galwan Valley physical clash. I want to tell the Indian side, don’t be arrogant and misread China’s restraint as being weak. China doesn’t want to have a clash with India, but we don’t fear it.
— Hu Xijin 胡锡进 (@HuXijin_GT) June 16, 2020
সূত্রের খবর, সীমান্তে অশান্তি নিয়ে দুই দেশের মেজর জেনেরালদের আলোচনা চলছে। সেনা সূত্রে খবর, গতকাল রাতে গালওয়ান উপত্যকায় চিনা ও ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে দু-পক্ষেরই হতাহতের খবর রয়েছে। চার দশকে এই প্রথম চিন-ভারতের সংঘর্ষে কোনও হতাহতের খবর এল।
উল্লেখ্য, লাদাখের প্যানগং লেক নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। সেই নিয়ে দুদেশের সেনাপ্রধান ও কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় আলোচনাও হয়। আলোচনার পরে ওই এলাকা থেকে সেনা সরিয়ে দেয় উভয় দেশই।