ETV Bharat / bharat

5 ভারতীয়কে অপহরণ চিনা সেনার ? কংগ্রেস বিধায়কের পোস্ট ঘিরে বিতর্ক

প্রকাশ রিংলিং নামে এক যুবক ফেসবুকে একটি পোস্ট করেন । সেখানে তিনি পাঁচ ভারতীয়র অপহরণের কথা জানান ।

5 indians abducted by pla in arunachal pradesh
অরুণাচল প্রদেশে 5 ভারতীয়কে অপহরণ চিনা সেনার
author img

By

Published : Sep 5, 2020, 12:39 PM IST

Updated : Sep 5, 2020, 12:46 PM IST

ইটানগর, 5 সেপ্টেম্বর : ভারত-চিন উত্তেজনার মাঝেই নতুন ঘটনা । চিনা সেনা পাঁচ ভারতীয়কে অপহরণ করেছে । দাবি জানালেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নাইনং এরিং । আজ টুইটারে একথা জানান তিনি ।

কংগ্রেস বিধায়ক নাইনং টুইটারে লেখেন, "অরুণাচল প্রদেশের সুবনসিরি জেলার পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি । কয়েক মাস আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল । চিনকে এর যোগ্য জবাব দেওয়া হবে ।" পাঁচ ভারতীয়র অপহরণের কথা প্রথমে এক ব্যক্তি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানান । প্রকাশ রিংলিং নামে ওই ব্যক্তির দাদা ও আরও চারজনকে চিনা সেনা অপহরণ করে বলে তিনি অভিযোগ করেন । বিষয়টিতে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় সেনার দৃষ্টি আকর্ষণ করেন তিনি । পাঁচজনকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার আর্জি জানান তিনি । পাশাপাশি অপহৃত পাঁচজনের নামের তালিকাও দিয়ে দেন প্রকাশ । অপহৃত ব্যক্তিরা হলেন- তনু বকর, প্রসাদ রিংলিং, গাড়ু ডিরি, ডোংতু এবিয়া, টচ সিঙ্গকম । প্রকাশের পোস্টের স্ক্রিনশট নিয়ে টুইট করেন কংগ্রেস বিধায়ক । তবে ওই ব্যক্তিদের কখন অপহরণ করা হয়েছে তা জানানো হয়নি ।

চলতি বছরের 19 মার্চ 21 বছরের এক যুবককে অপহরণ করে চিনা সেনা । সুবনসিরি জেলার ম্যাকমোহন রেখার কাছ থেকে ওই যুবককে অপহরণ করা হয় । ভারত-চিন সীমান্ত উত্তেজনা যখন চরমে, ঠিক তখন পাঁচ ভারতীয়কে অপহরণের অভিযোগ উঠল চিনা সেনার বিরুদ্ধে । 15 জুন লাদাখের গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনার মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে 20জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হন । অন্যদিকে চিনের 40 সেনার মৃত্যু হয় । এরপর দুই দেশ দফায় দফায় বৈঠক করে । প্যাংগং লেকের বহু জায়গা নিজেদের দখলে নেয় ভারতীয় সেনা । পাশাপাশি ফিঙ্গার-2, ফিঙ্গার-3 এলাকায় চিনের চোখ রাঙানি উপেক্ষা করে শক্তি বৃদ্ধি করে ভারত । যদিও ভারতের পদক্ষেপের বিরোধিতা করেছে চিন । কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত নিজের কৌশলগত অবস্থান বজায় রাখে ।

অন্যদিকে মস্কোয় গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে চিনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফংহ-র বৈঠক হয় । দু'ঘণ্টা 20মিনিট ধরে চলা ওই বৈঠকে সীমান্ত উত্তেজনা কমানো নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা হয় । এরপরেই চিনের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয় । তাতে বলা হয়, "লাদাখে সীমান্ত সমস্যার জন্য শুধুমাত্র ভারত দায়ি । আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব না । দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য চিনা সেনা আত্মবিশ্বাসী ।" পাশাপাশি দুই দেশের রাষ্ট্র প্রধানকে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলা হয়েছে বিবৃতিতে ।

ইটানগর, 5 সেপ্টেম্বর : ভারত-চিন উত্তেজনার মাঝেই নতুন ঘটনা । চিনা সেনা পাঁচ ভারতীয়কে অপহরণ করেছে । দাবি জানালেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নাইনং এরিং । আজ টুইটারে একথা জানান তিনি ।

কংগ্রেস বিধায়ক নাইনং টুইটারে লেখেন, "অরুণাচল প্রদেশের সুবনসিরি জেলার পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি । কয়েক মাস আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল । চিনকে এর যোগ্য জবাব দেওয়া হবে ।" পাঁচ ভারতীয়র অপহরণের কথা প্রথমে এক ব্যক্তি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানান । প্রকাশ রিংলিং নামে ওই ব্যক্তির দাদা ও আরও চারজনকে চিনা সেনা অপহরণ করে বলে তিনি অভিযোগ করেন । বিষয়টিতে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় সেনার দৃষ্টি আকর্ষণ করেন তিনি । পাঁচজনকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার আর্জি জানান তিনি । পাশাপাশি অপহৃত পাঁচজনের নামের তালিকাও দিয়ে দেন প্রকাশ । অপহৃত ব্যক্তিরা হলেন- তনু বকর, প্রসাদ রিংলিং, গাড়ু ডিরি, ডোংতু এবিয়া, টচ সিঙ্গকম । প্রকাশের পোস্টের স্ক্রিনশট নিয়ে টুইট করেন কংগ্রেস বিধায়ক । তবে ওই ব্যক্তিদের কখন অপহরণ করা হয়েছে তা জানানো হয়নি ।

চলতি বছরের 19 মার্চ 21 বছরের এক যুবককে অপহরণ করে চিনা সেনা । সুবনসিরি জেলার ম্যাকমোহন রেখার কাছ থেকে ওই যুবককে অপহরণ করা হয় । ভারত-চিন সীমান্ত উত্তেজনা যখন চরমে, ঠিক তখন পাঁচ ভারতীয়কে অপহরণের অভিযোগ উঠল চিনা সেনার বিরুদ্ধে । 15 জুন লাদাখের গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনার মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে 20জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হন । অন্যদিকে চিনের 40 সেনার মৃত্যু হয় । এরপর দুই দেশ দফায় দফায় বৈঠক করে । প্যাংগং লেকের বহু জায়গা নিজেদের দখলে নেয় ভারতীয় সেনা । পাশাপাশি ফিঙ্গার-2, ফিঙ্গার-3 এলাকায় চিনের চোখ রাঙানি উপেক্ষা করে শক্তি বৃদ্ধি করে ভারত । যদিও ভারতের পদক্ষেপের বিরোধিতা করেছে চিন । কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত নিজের কৌশলগত অবস্থান বজায় রাখে ।

অন্যদিকে মস্কোয় গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে চিনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফংহ-র বৈঠক হয় । দু'ঘণ্টা 20মিনিট ধরে চলা ওই বৈঠকে সীমান্ত উত্তেজনা কমানো নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা হয় । এরপরেই চিনের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয় । তাতে বলা হয়, "লাদাখে সীমান্ত সমস্যার জন্য শুধুমাত্র ভারত দায়ি । আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব না । দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য চিনা সেনা আত্মবিশ্বাসী ।" পাশাপাশি দুই দেশের রাষ্ট্র প্রধানকে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলা হয়েছে বিবৃতিতে ।

Last Updated : Sep 5, 2020, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.