ETV Bharat / bharat

অ্যাপ নিষেধাজ্ঞার পরই দিল্লিকে বাণিজ্য বৃদ্ধির পরামর্শ বেজিংয়ের - চিনা দূতাবাস

59 টি চিনা অ্যাপ্লিকেশন ব্যান করায় প্রতিবাদে সরব হল ভারতে অবস্থিত চিনা দূতাবাস। মুখপাত্র জি রং বলেন, ভারতের তরফ থেকে অনির্ধারিত ও অবিশ্বাস্য দাবির ভিত্তিতে নির্দিষ্ট কিছু চিনা অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক পদক্ষেপ করা হয়েছে।

ভারত-চিন
ভারত-চিন
author img

By

Published : Jun 30, 2020, 8:54 PM IST

Updated : Jun 30, 2020, 9:01 PM IST

দিল্লি, 30 জুন 59 টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করারপরই এর পরিপ্রেক্ষিতে ভারতে অবস্থিত চিনের দূতাবাসের তরফ থেকে বলা হল, ভারত-চিন অর্থনৈতিক সহযোগিতা বজায়রাখা উচিত।

তথ্যপ্রযুক্তিমন্ত্রকের তরফ থেকে গতকাল অ্যাপ্লিকেশনগুলির উপর নিষেধাজ্ঞা জারি করে বলা হয়,"এইঅ্যাপ্লিকেশনগুলি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা এবং জনগণেরশৃঙ্খলার জন্য পক্ষপাতমূলক।"

ভারতেরএই দাবির বিরুদ্ধে সরব হল চিন কর্তৃপক্ষ। চিন দূতাবাসের মুখপাত্র জি রং একটিবিবৃতিতে বলেন, অনির্ধারিতও অবিশ্বাস্য দাবির ভিত্তিতে ভারত নির্দিষ্ট কিছু চিনা অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে পক্ষপাতমূলকপদক্ষেপ নিয়েছে। এই ধরনের পদক্ষেপ সুষ্ঠু ও স্বচ্ছ বাণিজ্য পদ্ধতির বিরুদ্ধে এবং WTO নিয়মের বিরুদ্ধে কাজ করছে।আন্তর্জাতিক বাণিজ্য ও ই-কমার্সের সাধারণ নিয়মের বিরুদ্ধে নেওয়া হয়েছে এইপদক্ষেপ। ভারতীয় উপভোক্তা এবং বাজারে প্রতিযোগিতার পক্ষে উপযুক্ত নয় এই ধরনেরপদক্ষেপ ।

বিবৃতিতেতিনি বলেন, ভারতে এইধরনের অ্যাপ্লিকেশনগুলির প্রচুর সংখ্যক ব্যবহারকারী রয়েছে। অ্যাপ্লিকেশনগুলিভারতের যাবতীয় নিয়ম কানুন মেনেই গ্রাহক এবং উদ্যোগপতিদের দ্রুত পরিষেবা দিত। এইনিষেধাজ্ঞা কেবলমাত্র অ্যাপ্লিকেশনগুলিকে সমর্থনকারী স্থানীয় ভারতীয় কর্মীদেরকর্মসংস্থানই নয়, ভারতীয়ব্যবহারকারীদের স্বার্থ এবং অনেক নির্মাতা ও উদ্যোক্তাদের কর্মসংস্থান এবং জীবিকানির্বাহের ক্ষেত্রেও প্রভাব ফেলবে।

চিন-ভারতঅর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার পারস্পরিক লাভ স্বীকার করে জি রং ভারতীয়কর্তৃপক্ষকে পক্ষপাতমূলক আচরণগুলি পরিবর্তন করতে এবং চিন-ভারত অর্থনৈতিক ও বাণিজ্যসহযোগিতার গতি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। দূতাবাসের বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষের মৌলিক স্বার্থ এবংদ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক স্বার্থের কথা মাথায় রেখে, সুষ্ঠু ও ন্যায়সঙ্গত ব্যবসায়িকপরিবেশে সকল বিনিয়োগ এবং পরিষেবা সরবরাহকারীদের সমানভাবে সুযোগ দেওয়ার চেষ্টাকরা হোক এবং একটি উন্মুক্ত ব্যবস্থা তৈরি করুক ভারত ।

দিল্লি, 30 জুন 59 টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করারপরই এর পরিপ্রেক্ষিতে ভারতে অবস্থিত চিনের দূতাবাসের তরফ থেকে বলা হল, ভারত-চিন অর্থনৈতিক সহযোগিতা বজায়রাখা উচিত।

তথ্যপ্রযুক্তিমন্ত্রকের তরফ থেকে গতকাল অ্যাপ্লিকেশনগুলির উপর নিষেধাজ্ঞা জারি করে বলা হয়,"এইঅ্যাপ্লিকেশনগুলি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা এবং জনগণেরশৃঙ্খলার জন্য পক্ষপাতমূলক।"

ভারতেরএই দাবির বিরুদ্ধে সরব হল চিন কর্তৃপক্ষ। চিন দূতাবাসের মুখপাত্র জি রং একটিবিবৃতিতে বলেন, অনির্ধারিতও অবিশ্বাস্য দাবির ভিত্তিতে ভারত নির্দিষ্ট কিছু চিনা অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে পক্ষপাতমূলকপদক্ষেপ নিয়েছে। এই ধরনের পদক্ষেপ সুষ্ঠু ও স্বচ্ছ বাণিজ্য পদ্ধতির বিরুদ্ধে এবং WTO নিয়মের বিরুদ্ধে কাজ করছে।আন্তর্জাতিক বাণিজ্য ও ই-কমার্সের সাধারণ নিয়মের বিরুদ্ধে নেওয়া হয়েছে এইপদক্ষেপ। ভারতীয় উপভোক্তা এবং বাজারে প্রতিযোগিতার পক্ষে উপযুক্ত নয় এই ধরনেরপদক্ষেপ ।

বিবৃতিতেতিনি বলেন, ভারতে এইধরনের অ্যাপ্লিকেশনগুলির প্রচুর সংখ্যক ব্যবহারকারী রয়েছে। অ্যাপ্লিকেশনগুলিভারতের যাবতীয় নিয়ম কানুন মেনেই গ্রাহক এবং উদ্যোগপতিদের দ্রুত পরিষেবা দিত। এইনিষেধাজ্ঞা কেবলমাত্র অ্যাপ্লিকেশনগুলিকে সমর্থনকারী স্থানীয় ভারতীয় কর্মীদেরকর্মসংস্থানই নয়, ভারতীয়ব্যবহারকারীদের স্বার্থ এবং অনেক নির্মাতা ও উদ্যোক্তাদের কর্মসংস্থান এবং জীবিকানির্বাহের ক্ষেত্রেও প্রভাব ফেলবে।

চিন-ভারতঅর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার পারস্পরিক লাভ স্বীকার করে জি রং ভারতীয়কর্তৃপক্ষকে পক্ষপাতমূলক আচরণগুলি পরিবর্তন করতে এবং চিন-ভারত অর্থনৈতিক ও বাণিজ্যসহযোগিতার গতি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। দূতাবাসের বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষের মৌলিক স্বার্থ এবংদ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক স্বার্থের কথা মাথায় রেখে, সুষ্ঠু ও ন্যায়সঙ্গত ব্যবসায়িকপরিবেশে সকল বিনিয়োগ এবং পরিষেবা সরবরাহকারীদের সমানভাবে সুযোগ দেওয়ার চেষ্টাকরা হোক এবং একটি উন্মুক্ত ব্যবস্থা তৈরি করুক ভারত ।

Last Updated : Jun 30, 2020, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.