দিল্লি, 17 এপ্রিল : ভারতকে ছয় লাখ 50 হাজার মেডিকেল কিট পাঠাল চিন ৷ কোরোনা মোকাবিলায় প্রতিবেশী দেশের এই পদক্ষেপ বলে জানিয়েছেন বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্রি ৷
COVID-19 এর মোকাবিলায় এবার মেডিকেল কিট পাঠিয়ে সাহায্যের কথা জানাল চিন ৷ প্রতিবেশী দেশের থেকে প্রাথমিকভাবে ছ’লাখ 50 হাজার মেডিকেল পাঠানো হয়েছে ৷ পরবর্তী 15 দিনের মধ্যে মোট 20 লাখ মেডিকেল পাঠাবে চিন ৷ বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্রি টুইটারে একথা জানান ৷ মেডিকেল কিটের মধ্যে রয়েছে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট এবং RNA এক্সট্র্যাকশন কিট ৷ গতকাল গুয়াংঝাউ বিমানবন্দর থেকে ছয় লাখ 50 হাজার মেডিকেল কিট পাঠানো হয় ৷
-
#IndiaFightsCoronavirus A total of 650,000 kits, including Rapid Antibody Tests and RNA Extraction Kits have been despatched early today from Guangzhou Airport to #India | #2019nCoV #StayHomeSaveLives @MEAIndia @HarshShringla @DrSJaishankar
— Vikram Misri (@VikramMisri) April 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#IndiaFightsCoronavirus A total of 650,000 kits, including Rapid Antibody Tests and RNA Extraction Kits have been despatched early today from Guangzhou Airport to #India | #2019nCoV #StayHomeSaveLives @MEAIndia @HarshShringla @DrSJaishankar
— Vikram Misri (@VikramMisri) April 16, 2020#IndiaFightsCoronavirus A total of 650,000 kits, including Rapid Antibody Tests and RNA Extraction Kits have been despatched early today from Guangzhou Airport to #India | #2019nCoV #StayHomeSaveLives @MEAIndia @HarshShringla @DrSJaishankar
— Vikram Misri (@VikramMisri) April 16, 2020
গত বছর ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের ইউহান শহর থেকে নভেল কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি জটিল থেকে জটিলতর হওয়ায় সম্পূর্ণ লকডাউনে চলে যায় চিন ৷ সেইসময় ভারত থেকে মেডিকেল কিট পাঠানো হয় চিনে ৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় নিজেদের ব্যবসার ক্ষেত্র শিথিল করতে উদ্যোগী হয়েছে শি জ়িনপিং প্রশাসন ৷ সেই হিসেবে যাবতীয় চিকিৎসা পণ্য, বিশেষত ভেন্টিলেটর এবং পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা PPE ভারত তথা সারা বিশ্বে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ সরকারি ও বেসরকারিভাবে এইসব মেডিকেল কিটের অর্ডার দেওয়া হচ্ছে চিনকে ৷
বিক্রম মিস্রি জানান, ‘‘ভারতে কোরোনা পরিস্থির গুরুত্ব মাথায় রেখে বেজিংয়ে দূতাবাসের পক্ষ থেকে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ বাণিজ্যিক দিকগুলির পাশাপাশি মেডিকেল কিট নিয়ে বিমান যাতে সময়মতো ভারতে পৌঁছায় তাও দেখা হচ্ছে ৷’’ এর ফলে ভারত-চিন সম্পর্কের ক্ষেত্রে সাহায্যকারী হবে তা উল্লেখ করেন মিস্রি ৷