ETV Bharat / bharat

চিনের প্রেসিডেন্টের ভারত সফরের আগে কাশ্মীর ইশুতে সরব বেজ়িং - China

কাশ্মীর ইশু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা প্রয়োজন । বিষয়টির সমাধান করতে হবে ৷ চিনের প্রেসিডেন্টের ভারত সফরের আগে জানাল বেজ়িং ।

china
author img

By

Published : Oct 9, 2019, 12:41 PM IST

দিল্লি , 9 অক্টোবর : চিনের প্রেসিডেন্ট জ়ি জিনপিং চলতি মাসে ভারত সফরে আসছেন । তাঁর সফরের আগে ফের কাশ্মীর ইশু নিয়ে সরব হয়েছে বেজ়িং । চিন বলেছে, "কাশ্মীর ইশু নিয়ে ভারত -পাকিস্তান আলোচনা প্রয়োজন ৷ বিষয়টির দ্রুত সমাধান করতে হবে ৷ "

11 ও 12 অক্টোবর চেন্নাইয়ে অদূরে মামাল্লাপূরমে চিনের প্রেসিডেন্ট জ়ি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্যমূলক বৈঠক হবে৷ তাঁরা গত বছর এপ্রিলে চিনের উহান-এ প্রথমবার এমন সৌজন্য-বৈঠক করেন ৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বলেছে, "অক্টোবরের বৈঠকে ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে ৷ "

নরেন্দ্র মোদি এবং জ়ি জিনপিংয়ের মধ্যে প্রথম সৌজন্যমূলক বৈঠকটি হয়েছিল গত বছর এপ্রিলে উহানের চাইনিজ় লেক সিটিতে ৷ ডোকালাম নিয়ে দুই দেশের মধ্যে 73 দিনের দ্বন্দ্ব চলার পর নরেন্দ্র মোদির সঙ্গে জ়ি জিনপিংয়ের ওই বৈঠক হয়েছিল ৷

দিল্লি , 9 অক্টোবর : চিনের প্রেসিডেন্ট জ়ি জিনপিং চলতি মাসে ভারত সফরে আসছেন । তাঁর সফরের আগে ফের কাশ্মীর ইশু নিয়ে সরব হয়েছে বেজ়িং । চিন বলেছে, "কাশ্মীর ইশু নিয়ে ভারত -পাকিস্তান আলোচনা প্রয়োজন ৷ বিষয়টির দ্রুত সমাধান করতে হবে ৷ "

11 ও 12 অক্টোবর চেন্নাইয়ে অদূরে মামাল্লাপূরমে চিনের প্রেসিডেন্ট জ়ি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্যমূলক বৈঠক হবে৷ তাঁরা গত বছর এপ্রিলে চিনের উহান-এ প্রথমবার এমন সৌজন্য-বৈঠক করেন ৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বলেছে, "অক্টোবরের বৈঠকে ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে ৷ "

নরেন্দ্র মোদি এবং জ়ি জিনপিংয়ের মধ্যে প্রথম সৌজন্যমূলক বৈঠকটি হয়েছিল গত বছর এপ্রিলে উহানের চাইনিজ় লেক সিটিতে ৷ ডোকালাম নিয়ে দুই দেশের মধ্যে 73 দিনের দ্বন্দ্ব চলার পর নরেন্দ্র মোদির সঙ্গে জ়ি জিনপিংয়ের ওই বৈঠক হয়েছিল ৷

Vadodara (Gujarat), Oct 09 (ANI): Ahead of the first One Day International (ODI) against South Africa, India skipper Mithali Raj said that the three-match series between the two teams is going to be 'very competitive'. "There have been high scoring matches here and this ODI series is also going to be very competitive," Raj said in the pre-match press conference. India and South Africa will take on each other for the first ODI on October 9.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.