দিল্লি , 29 জুলাই : লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চিন সেনার সঙ্গে সংঘর্ষে 20 ভারতীয় জওয়ান শহিদ হন । এরপর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হয়েছে । ইতিমধ্যেই ভারতে একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে । গত মাসে প্রায় 59টি এবং দু'দিন আগে নিষিদ্ধ করা হয়েছে আরও 47টি অ্যাপ । এই পরিস্থিতিতে জুন মাসে ভারত থেকে সর্বাধিক PVC আমদানি করেছে চিন ।
গ্লোবাল রবার মার্কেটের রিপোর্ট অনুযায়ী, জুনে ভারত থেকে সবথেকে বেশি PVC আমদানি করেছে চিন । পরিমাণ প্রায় 27 হাজার 207 মেট্রিক টন । মে মাসে সেই পরিমাণ ছিল 5 হাজার 174 মেট্রিক টন ।
পলিভিনাইল ক্লোরাইড (PVC) পলিথিন এবং পলিপ্রোপিলিন দিয়ে তৈরি হয় । এটি শিল্প , নির্মাণ , কৃষি , প্যাকেজিং , বিদ্যুৎ উৎপাদন সহ নানা কাজে ব্যবহার করা হয় । PVC অত্যন্ত টেকসই এবং নমনীয় । এটি পোশাক, পাইপ , নিরোধক সহ অনেক কিছু তৈরিতে ব্যবহার করা হয় ।