মালাপ্পুরাম (কেরালা), 2 মে: অল্প সময়ের মধ্যেই কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই সাফল্য পেয়েছে কেরালা । এককথায় বলা যেতে পারে, সারা ভারতের কাছে কেরালা এখন মডেল । সংক্রমণ রোধে কেরালায় এগিয়ে এসেছে ছোটো থেকে বড় সবাই । কোরোনা মোকাবিলায় খুদেরাও তাদের সামান্য সঞ্চিত অর্থ দান করছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে । সবার সাহায্য ও আন্তরিকতায় দ্রুত কোরোনার কবল থেকে রেহাই পাচ্ছে কেরালাবাসী ।
পাঁচ বছর ধরে একটু একটু করে ভাঁড়ে টাকা জমিয়েছিল মাল্লাপুরামের দুই খুদে মুহাম্মদ ইমরান ও রাফা ফতিমা । জমেছিল 3235 টাকা । সেই টাকা তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে । মাল্লাপ্পুরাম চেরুকারা MIC স্কুলে ক্লাস ফোর ও টু-তে পড়ে মুহাম্মদ ও ফতিমা । দাদুর সঙ্গে তালুক অফিসে গিয়ে CMDRF পেরিনতালমান্না তাহসিদার P T জাফেরালির হাতে এই টাকা তুলে দেয় তারা । পরিবর্তে ধন্যবাদ জ্ঞাপন স্বরূপ দু'জনের হাতে স্যানিটাইজ়ার তুলে দেন তাহসিদার । মুহম্মদ ও ফতিমার দাদু ছাড়াও উপস্থিত ছিলেন অনামঙ্গাদ গ্রাম অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কে এম গাফুর, ইউ আজায়া, সাথার অনামঙ্গাদ ।
এদিকে গতকাল আর নতুন করে কেরালায় কোরোনা আক্রান্তের খবর মেলেনি । দিনকয়েক আগে কেরালার হটস্পট এলাকাগুলিতে একলাফে আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল 80-তে । এখনও পর্যন্ত 392 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । বিভিন্ন হাসপাতালে 102 জনের চিকিৎসা চলছে । 432টি হাসপাতালে মোট 21,499জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।