ETV Bharat / bharat

প্লাস্টিক বর্জ্য দিয়ে রোবট, দূষণ প্রতিরোধে সৃজনশীল দিশা ওড়িশার শিশুদের - ওড়িশার খণ্ডগিরি বস্তি

ওড়িশার খণ্ডগিরি বস্তি । প্লাস্টিক বর্জ্য থেকে রোবট, নানা ধরনের আলো, ভ্যাকিউম ক্লিনার তৈরি করছে এখানকার খুদেরা । মবর্ধমান প্লাস্টিকের বর্জ্যর মোকাবিলায় ইতিমধ্যেই একের পর এক প্রচার অভিযান, সচেনতা শিবির অনেক কিছুর আয়োজন করা হচ্ছে । এবার সেই পথেই এক নতুন দিকের সন্ধান দিয়েছে ওড়িশার খণ্ডগিরির এই বস্তি এলাকা ।

image
ছবি
author img

By

Published : Dec 14, 2019, 8:02 AM IST

ভুবনেশ্বর, 14 ডিসেম্বর : একথা বলার অপেক্ষা রাখে না যে, প্লাস্টিক বর্জ্য কীভাবে ধীরে ধীরে পৃথিবীকে দূষিত করে চলেছে । এনিয়ে রীতিমতো চিন্তায় পরিবেশবিদরা । ক্রমবর্ধমান প্লাস্টিকের বর্জ্যর মোকাবিলায় ইতিমধ্যেই একের পর এক প্রচার অভিযান, সচেনতা শিবির অনেক কিছুর আয়োজন করা হচ্ছে । এবার সেই পথেই এক নতুন দিকের সন্ধান দিয়েছে ওড়িশার খণ্ডগিরির এই বস্তি এলাকা । প্লাস্টিক বর্জ্য দিয়েই রোবট থেকে শুরু করে নানা নিত্যনতুন জিনিস তৈরি করছে এই বস্তির খুদেরা।

ওড়িশার খণ্ডগিরি বস্তি । উন্নয়ন সেভাবে পৌঁছাতে পারেনি এখানকার অলিগলিতে । আর পাঁচটা বস্তির মতো এলাকার অধিকাংশ জায়গা ব্যবহার করা প্লাস্টিকের পুরোনো জিনিসপত্র, বোতল, খেলনা, যন্ত্রাংশ ফেলে দেওয়া নানা জিনিসে ভরতি । দিনের পর দিন জমা সেই বর্জ্যের পাহাড় থেকেই এবার নতুন কিছু সৃষ্টি করছে এই এলাকার খুদেরা । এমন কী, তাদের কাজ করার জায়গায় মেঝে পরিষ্কার করার জন্য ভ্যাকিউম ক্লিনারটি এই সব ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি ।

তাদের লক্ষ্য, ফেলে দেওয়া ক্ষতিকর এই প্লাস্টিক উপাদানগুলির মধ্যে একটি নতুন প্রাণ সঞ্চার করা যা মানুষের কাজে লাগবে । আর এই সুবাদে প্রকৃতি আরও একবার দূষণমুক্ত, স্বচ্ছ শ্বাস নিতে পারবে ।

দেখুন ভিডিয়ো

বস্তির এই নাবালকরা ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিসিটির পেশাগত শিক্ষা থেকে বহু ক্রোশ দূরে । পারিবারের যে আর্থিক অবস্থা তাতে অত্যাধুনিক প্রযুক্তিও যে তাদের কাছে সহজলভ্য এমনটা নয় । আর এই রোবট, নানা ধরনের আলো, ভ্যাকিউম ক্লিনার তৈরি করার রসদও নেই তাদের কাছে । কিন্তু প্রবল ইচ্ছাশক্তি আর সৃজনশীলতার কাছে হার মেনেছে সমস্ত প্রতিকূলতা।

এদের মধ্যে কেউ কেউ আবার এমন যন্ত্র তৈরি করেছে যার সাহায্যে কোনও সাহায্য ছাড়াই দরজা খোলা যাবে । এভাবে নিত্যনতুন জিনিস তৈরি করে তারা আরও এগিয়ে যেতে চায় । প্রযুক্তিগতভাবে নিজেদের আরও সমৃদ্ধ করতে চায় । কিন্তু বাধ সেধেছে অর্থ ।

তবে এখন তাদের পাশে দাঁড়িয়েছে ভুবনেশ্বরের উন্মুক্ত ফাউন্ডেশন । তাদের আরও দক্ষ করে তুলতে বিনা পয়সায় দেওয়া হচ্ছে প্রশিক্ষণ । তবে, এই সবকিছুর মাঝে প্লাস্টিক ব্যবহার প্রতিরোধে পৃথিবীকে নতুন দিশা দিয়েছে খণ্ডগিরি বস্তির এই ছোটো ছোটো শিল্পীরা ।

ভুবনেশ্বর, 14 ডিসেম্বর : একথা বলার অপেক্ষা রাখে না যে, প্লাস্টিক বর্জ্য কীভাবে ধীরে ধীরে পৃথিবীকে দূষিত করে চলেছে । এনিয়ে রীতিমতো চিন্তায় পরিবেশবিদরা । ক্রমবর্ধমান প্লাস্টিকের বর্জ্যর মোকাবিলায় ইতিমধ্যেই একের পর এক প্রচার অভিযান, সচেনতা শিবির অনেক কিছুর আয়োজন করা হচ্ছে । এবার সেই পথেই এক নতুন দিকের সন্ধান দিয়েছে ওড়িশার খণ্ডগিরির এই বস্তি এলাকা । প্লাস্টিক বর্জ্য দিয়েই রোবট থেকে শুরু করে নানা নিত্যনতুন জিনিস তৈরি করছে এই বস্তির খুদেরা।

ওড়িশার খণ্ডগিরি বস্তি । উন্নয়ন সেভাবে পৌঁছাতে পারেনি এখানকার অলিগলিতে । আর পাঁচটা বস্তির মতো এলাকার অধিকাংশ জায়গা ব্যবহার করা প্লাস্টিকের পুরোনো জিনিসপত্র, বোতল, খেলনা, যন্ত্রাংশ ফেলে দেওয়া নানা জিনিসে ভরতি । দিনের পর দিন জমা সেই বর্জ্যের পাহাড় থেকেই এবার নতুন কিছু সৃষ্টি করছে এই এলাকার খুদেরা । এমন কী, তাদের কাজ করার জায়গায় মেঝে পরিষ্কার করার জন্য ভ্যাকিউম ক্লিনারটি এই সব ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি ।

তাদের লক্ষ্য, ফেলে দেওয়া ক্ষতিকর এই প্লাস্টিক উপাদানগুলির মধ্যে একটি নতুন প্রাণ সঞ্চার করা যা মানুষের কাজে লাগবে । আর এই সুবাদে প্রকৃতি আরও একবার দূষণমুক্ত, স্বচ্ছ শ্বাস নিতে পারবে ।

দেখুন ভিডিয়ো

বস্তির এই নাবালকরা ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিসিটির পেশাগত শিক্ষা থেকে বহু ক্রোশ দূরে । পারিবারের যে আর্থিক অবস্থা তাতে অত্যাধুনিক প্রযুক্তিও যে তাদের কাছে সহজলভ্য এমনটা নয় । আর এই রোবট, নানা ধরনের আলো, ভ্যাকিউম ক্লিনার তৈরি করার রসদও নেই তাদের কাছে । কিন্তু প্রবল ইচ্ছাশক্তি আর সৃজনশীলতার কাছে হার মেনেছে সমস্ত প্রতিকূলতা।

এদের মধ্যে কেউ কেউ আবার এমন যন্ত্র তৈরি করেছে যার সাহায্যে কোনও সাহায্য ছাড়াই দরজা খোলা যাবে । এভাবে নিত্যনতুন জিনিস তৈরি করে তারা আরও এগিয়ে যেতে চায় । প্রযুক্তিগতভাবে নিজেদের আরও সমৃদ্ধ করতে চায় । কিন্তু বাধ সেধেছে অর্থ ।

তবে এখন তাদের পাশে দাঁড়িয়েছে ভুবনেশ্বরের উন্মুক্ত ফাউন্ডেশন । তাদের আরও দক্ষ করে তুলতে বিনা পয়সায় দেওয়া হচ্ছে প্রশিক্ষণ । তবে, এই সবকিছুর মাঝে প্লাস্টিক ব্যবহার প্রতিরোধে পৃথিবীকে নতুন দিশা দিয়েছে খণ্ডগিরি বস্তির এই ছোটো ছোটো শিল্পীরা ।

New Delhi, Dec 13 (ANI): Parliamentarians paid tribute to those who lost their lives in 2001 Parliament attack. Vice President Venkaiah Naidu, Prime Minister Narendra Modi, Home Minister Amit Shah paid homage. Former prime minister Manmohan Singh also paid his tribute to the martyrs. Leader of Opposition in Rajya Sabha, Ghulam Nabi Azad and Congress president Sonia Gandhi was also present to pay homage. On December 13, 2001, five terrorists belonging to terror outfit Lashkar-e-Taiba (LeT) and Jaish-e-Mohammed (JeM), stormed the Parliament complex in New Delhi and opened fire indiscriminately. Around 14 people, mostly security forces and one civilian, were killed in this incident. The incident took place around 40 minutes after Parliament was adjourned and about 100 members were present in the building.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.