ETV Bharat / bharat

CDS বিভাগের অন্য পদেও নিয়োগের সিদ্ধান্ত, জানাল সূত্র - সামরিক বিভাগে দুজন জয়েন্ট সেক্রেটারি

বিপিন রাওয়াতের নেতৃত্বে সামরিক বিভাগে দুজন জয়েন্ট সেক্রেটারি, 13জন ডেপুটি সেক্রেটারি, 22জন আন্ডার সেক্রেটারি নিযুক্ত হবেন ।

chief of defence stuff
chief of defence stuff
author img

By

Published : Jan 10, 2020, 12:14 PM IST

দিল্লি, 10 জানুয়ারি : নবগঠিত সামরিক বিভাগে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS ) পদে নিযুক্ত হয়েছেন বিপিন রাওয়াত । সামরিক বিভাগের শীর্ষ পদে রয়েছেন তিনিই । তাঁর নেতৃত্বে সেই বিভাগে অন্যান্য পদগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাল সূত্র । বিপিন রাওয়াতের নেতৃত্বে সামরিক বিভাগে দুজন জয়েন্ট সেক্রেটারি, 13জন ডেপুটি সেক্রেটারি, 22জন আন্ডার সেক্রেটারি নিযুক্ত হবেন ।

দীর্ঘদিন ধরে চিফ অফ ডিফেন্স স্টাফ-এর দাবি উঠছিল দেশের সেনা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মহল থেকে । কার্গিল যুদ্ধের পর দেশের তিন বাহিনীর পারদর্শিতা খতিয়ে দেখতে গঠিত কমিটি চিফ অফ ডিফেন্স স্টাফ পদটির সুপারিশ করে । কিছুদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় । 15 অগাস্ট পদটির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই পদে কে বসবেন তা নিয়ে এতদিন জল্পনা চলছিল । তবে বিভিন্নে সময়ে নাম উঠেছিল বিপিন রাওয়াতের । 30 ডিসেম্বর তাঁর নাম ওই পদের জন্য ঘোষণা করা হয় ।

  • Government Sources: Under the newly-created Department of Military Affairs headed by Chief of Defence Staff General Bipin Rawat, there will be two Joint Secretaries, 13 Deputy Secretaries and 22 Under Secretaries. pic.twitter.com/1YZZypQW6d

    — ANI (@ANI) January 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় সেনার তিন বিভাগেই সর্বোচ্চ পদাধিকারীর বয়সসীমা 62 । তবে চিফ অফ ডিফেন্স স্টাফ পদের ক্ষেত্রে ওই বয়সসীমা তিন বছর বাড়িয়ে 65 করা হয়েছে । অর্থাৎ ওই পদে বিপিন রাওয়াত থাকবেন আরও তিন বছর ।

2016 সালের 31 ডিসেম্বর জেনেরাল দলবীর সিং সোহাগের পর সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন বিপিন রাওয়াত । 1 জানুয়ারি তাঁর অবসরের পর দেশের বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে ।

দিল্লি, 10 জানুয়ারি : নবগঠিত সামরিক বিভাগে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS ) পদে নিযুক্ত হয়েছেন বিপিন রাওয়াত । সামরিক বিভাগের শীর্ষ পদে রয়েছেন তিনিই । তাঁর নেতৃত্বে সেই বিভাগে অন্যান্য পদগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাল সূত্র । বিপিন রাওয়াতের নেতৃত্বে সামরিক বিভাগে দুজন জয়েন্ট সেক্রেটারি, 13জন ডেপুটি সেক্রেটারি, 22জন আন্ডার সেক্রেটারি নিযুক্ত হবেন ।

দীর্ঘদিন ধরে চিফ অফ ডিফেন্স স্টাফ-এর দাবি উঠছিল দেশের সেনা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মহল থেকে । কার্গিল যুদ্ধের পর দেশের তিন বাহিনীর পারদর্শিতা খতিয়ে দেখতে গঠিত কমিটি চিফ অফ ডিফেন্স স্টাফ পদটির সুপারিশ করে । কিছুদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় । 15 অগাস্ট পদটির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই পদে কে বসবেন তা নিয়ে এতদিন জল্পনা চলছিল । তবে বিভিন্নে সময়ে নাম উঠেছিল বিপিন রাওয়াতের । 30 ডিসেম্বর তাঁর নাম ওই পদের জন্য ঘোষণা করা হয় ।

  • Government Sources: Under the newly-created Department of Military Affairs headed by Chief of Defence Staff General Bipin Rawat, there will be two Joint Secretaries, 13 Deputy Secretaries and 22 Under Secretaries. pic.twitter.com/1YZZypQW6d

    — ANI (@ANI) January 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় সেনার তিন বিভাগেই সর্বোচ্চ পদাধিকারীর বয়সসীমা 62 । তবে চিফ অফ ডিফেন্স স্টাফ পদের ক্ষেত্রে ওই বয়সসীমা তিন বছর বাড়িয়ে 65 করা হয়েছে । অর্থাৎ ওই পদে বিপিন রাওয়াত থাকবেন আরও তিন বছর ।

2016 সালের 31 ডিসেম্বর জেনেরাল দলবীর সিং সোহাগের পর সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন বিপিন রাওয়াত । 1 জানুয়ারি তাঁর অবসরের পর দেশের বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে ।

New Delhi, Jan 10 (ANI): Security tightened at Delhi's Jawaharlal Nehru University on Jan 10. Police force deployed outside JNU campus. Yesterday, Jawaharlal Nehru University Student Union (JNUSU) protested against the violence that happened on Jan 05. Several masked goons entered into JNU campus and beaten up students on Jan 05. JNUSU president Aishe Ghosh was also allegedly attacked by masked goons.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.