ETV Bharat / bharat

কোরোনা পজ়িটিভ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী - কোরোনা পজ়িটিভ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

কোরোনায় আক্রান্ত শিবরাজ সিং চৌহান ৷ এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন ৷

Shivraj Singh Chouhan
শিবরাজ সিং চৌহান
author img

By

Published : Jul 25, 2020, 12:25 PM IST

Updated : Jul 25, 2020, 1:02 PM IST

ভোপাল, 25 জুলাই : কোরোনায় আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ আজ নিজেই তিনি টুইট করে সেকথা জানিয়েছেন ৷ এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন ৷

শিবরাজ সিং চৌহান টুইটারে লেখেন, "আমার শরীরে কোরোনার উপসর্গ দেখা যাচ্ছিল ৷ পরীক্ষার পর রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ৷ সমস্ত সঙ্গীদের আবেদন করব, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের কোরোনা পরীক্ষা করিয়ে নিন ৷ আর কোয়ারানটিনে চলে যান ৷ "

  • मैं #COVID19 की सभी गाइडलाइन्स का पालन कर रहा हूँ। डॉक्टर की सलाह के अनुसार स्वयं को क्वारन्टीन करूंगा। मेरी प्रदेश की जनता से अपील है कि सावधानी रखें, जरा सी असावधानी कोरोना को निमंत्रण देती है । मैंने कोरोना से बचने के हर संभव प्रयास किए लेकिन अनेक विषयों को लेकर लोग मिलते थे।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্তমানে কোয়ারানটিনে রয়েছেন শিবরাজ সিং চৌহান ৷ তিনি টুইটারে লেখেন , "আমি কোরোনার সমস্ত স্বাস্থ্যবিধি পালন করছি ৷ চিকিৎসকদের পরামর্শমতো নিজেকে কোয়ারানটিনে রেখেছি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আমি প্রতিদিন কোরোনার পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়ার চেষ্টা করব ৷"

  • मेरी अनुपस्थिति में अब यह बैठक गृहमंत्री @drnarottammisra, नगरी विकास एवं प्रशासन मंत्री @bhupendrasingho, स्वास्थ्य शिक्षा मंत्री @VishvasSarang और स्वास्थ्य मंत्री @DrPRChoudhary करेंगे। मैं स्वयं भी इलाज के दौरान प्रदेश में #COVID19 नियंत्रण के हरसंभव प्रयास करता रहूंगा।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর অনুপস্থিতিতে আপাতত এই কোরোনা পর্যালোচনা বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, নগর বিকাশ ও প্রশাসন মন্ত্রী ভূপেন্দ্র সিং, স্বাস্থ্য শিক্ষা মন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রী পি আর চৌধুরি ৷

ভোপাল, 25 জুলাই : কোরোনায় আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ আজ নিজেই তিনি টুইট করে সেকথা জানিয়েছেন ৷ এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন ৷

শিবরাজ সিং চৌহান টুইটারে লেখেন, "আমার শরীরে কোরোনার উপসর্গ দেখা যাচ্ছিল ৷ পরীক্ষার পর রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ৷ সমস্ত সঙ্গীদের আবেদন করব, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের কোরোনা পরীক্ষা করিয়ে নিন ৷ আর কোয়ারানটিনে চলে যান ৷ "

  • मैं #COVID19 की सभी गाइडलाइन्स का पालन कर रहा हूँ। डॉक्टर की सलाह के अनुसार स्वयं को क्वारन्टीन करूंगा। मेरी प्रदेश की जनता से अपील है कि सावधानी रखें, जरा सी असावधानी कोरोना को निमंत्रण देती है । मैंने कोरोना से बचने के हर संभव प्रयास किए लेकिन अनेक विषयों को लेकर लोग मिलते थे।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্তমানে কোয়ারানটিনে রয়েছেন শিবরাজ সিং চৌহান ৷ তিনি টুইটারে লেখেন , "আমি কোরোনার সমস্ত স্বাস্থ্যবিধি পালন করছি ৷ চিকিৎসকদের পরামর্শমতো নিজেকে কোয়ারানটিনে রেখেছি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আমি প্রতিদিন কোরোনার পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়ার চেষ্টা করব ৷"

  • मेरी अनुपस्थिति में अब यह बैठक गृहमंत्री @drnarottammisra, नगरी विकास एवं प्रशासन मंत्री @bhupendrasingho, स्वास्थ्य शिक्षा मंत्री @VishvasSarang और स्वास्थ्य मंत्री @DrPRChoudhary करेंगे। मैं स्वयं भी इलाज के दौरान प्रदेश में #COVID19 नियंत्रण के हरसंभव प्रयास करता रहूंगा।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর অনুপস্থিতিতে আপাতত এই কোরোনা পর্যালোচনা বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, নগর বিকাশ ও প্রশাসন মন্ত্রী ভূপেন্দ্র সিং, স্বাস্থ্য শিক্ষা মন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রী পি আর চৌধুরি ৷

Last Updated : Jul 25, 2020, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.