ETV Bharat / bharat

ধর্ষণ মামলার দ্রুত শুনানি, 2 বিচারপতির প্যানেল গঠন প্রধান বিচারপতির - hyderabad gang rape

ধর্ষণ ও যৌন হেনস্থার মামলাগুলির শুনানি দ্রুত শেষ করতে গতকাল দুই বিচারপতির প্যানেল গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি এসএ বোবদে ।

SA Bobde
ছবি
author img

By

Published : Dec 17, 2019, 8:28 AM IST

Updated : Dec 17, 2019, 2:08 PM IST

দিল্লি, 17 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ, তারপর তামিলনাড়ু, বিহার, উত্তরপ্রদেশের একের পর এক গণধর্ষণ নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে । হায়দরাবাদের ঘটনার কয়েকদিন পরই এনকাউন্টারে মারা হয়েছে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের । গতকালই উন্নাও গণধর্ষণের অন্যতম অভিযুক্ত প্রাক্তন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছে আদালত । এই পরিস্থিতিতে ধর্ষণ ও যৌন হেনস্থার মামলাগুলির শুনানি দ্রুত শেষ করতে গতকাল দুই বিচারপতির প্যানেল গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি এসএ বোবদে ।

এই প্যানেলে থাকবেন বিচারপতি সুভাষ রেড্ডি ও এম আর শাহ । ট্রায়াল কোর্ট ও হাইকোর্টে যে সব ধর্ষণের মামলার শুনানি হবে সেগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিষয়গুলির পর্যবেক্ষণ করবেন এই দুই বিচারপতি ।

একের পর এক ধর্ষণের ঘটনা ও এনকাউন্টার নিয়ে দেশের নানা মহলে বিচারব্যবস্থার সক্রিয়তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে । গত সপ্তাহে এই বিষয়ে প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, "এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, অপরাধের বিচারব্যবস্থা নিয়ে অবশ্যই পুনর্বিবেচনার জায়গা রয়েছে । আমি মনে করি না তাৎক্ষণিকভাবে ন্যায়বিচারের সিদ্ধান্ত নেওয়া যায় । প্রকৃত বিচার যেন কখনও যেন প্রতিশোধের রূপ না নেয় । আমি বিশ্বাস করি, ন্যায়বিচার তার চরিত্র হারায়, যদি তা প্রতিশোধে বদলে যায় ।"

দিল্লি, 17 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ, তারপর তামিলনাড়ু, বিহার, উত্তরপ্রদেশের একের পর এক গণধর্ষণ নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে । হায়দরাবাদের ঘটনার কয়েকদিন পরই এনকাউন্টারে মারা হয়েছে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের । গতকালই উন্নাও গণধর্ষণের অন্যতম অভিযুক্ত প্রাক্তন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছে আদালত । এই পরিস্থিতিতে ধর্ষণ ও যৌন হেনস্থার মামলাগুলির শুনানি দ্রুত শেষ করতে গতকাল দুই বিচারপতির প্যানেল গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি এসএ বোবদে ।

এই প্যানেলে থাকবেন বিচারপতি সুভাষ রেড্ডি ও এম আর শাহ । ট্রায়াল কোর্ট ও হাইকোর্টে যে সব ধর্ষণের মামলার শুনানি হবে সেগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিষয়গুলির পর্যবেক্ষণ করবেন এই দুই বিচারপতি ।

একের পর এক ধর্ষণের ঘটনা ও এনকাউন্টার নিয়ে দেশের নানা মহলে বিচারব্যবস্থার সক্রিয়তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে । গত সপ্তাহে এই বিষয়ে প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, "এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, অপরাধের বিচারব্যবস্থা নিয়ে অবশ্যই পুনর্বিবেচনার জায়গা রয়েছে । আমি মনে করি না তাৎক্ষণিকভাবে ন্যায়বিচারের সিদ্ধান্ত নেওয়া যায় । প্রকৃত বিচার যেন কখনও যেন প্রতিশোধের রূপ না নেয় । আমি বিশ্বাস করি, ন্যায়বিচার তার চরিত্র হারায়, যদি তা প্রতিশোধে বদলে যায় ।"

Mumbai, Dec 17 (ANI): Ranbir Kapoor and Alia Bhatt were spotted at Mumbai airport. Both the actors came back from Varanasi. They were shooting in Varanasi for their upcoming film 'Brahmastra'. Ranbir was looking cool in charcoal grey sweat shirt with blue jeans and half jacket. Alia looked pretty in beige colour long dress. On the other hand, Varun Dhawan and Bhuvan Bam were also spotted at a hotel in Mumbai. Bhuvan was seen wearing white tee paired with black pant and denim jacket. Varun opted to wear multicoloured hoodie with black pant.
Last Updated : Dec 17, 2019, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.