দিল্লি, 17 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ, তারপর তামিলনাড়ু, বিহার, উত্তরপ্রদেশের একের পর এক গণধর্ষণ নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে । হায়দরাবাদের ঘটনার কয়েকদিন পরই এনকাউন্টারে মারা হয়েছে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের । গতকালই উন্নাও গণধর্ষণের অন্যতম অভিযুক্ত প্রাক্তন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছে আদালত । এই পরিস্থিতিতে ধর্ষণ ও যৌন হেনস্থার মামলাগুলির শুনানি দ্রুত শেষ করতে গতকাল দুই বিচারপতির প্যানেল গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি এসএ বোবদে ।
এই প্যানেলে থাকবেন বিচারপতি সুভাষ রেড্ডি ও এম আর শাহ । ট্রায়াল কোর্ট ও হাইকোর্টে যে সব ধর্ষণের মামলার শুনানি হবে সেগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিষয়গুলির পর্যবেক্ষণ করবেন এই দুই বিচারপতি ।
একের পর এক ধর্ষণের ঘটনা ও এনকাউন্টার নিয়ে দেশের নানা মহলে বিচারব্যবস্থার সক্রিয়তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে । গত সপ্তাহে এই বিষয়ে প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, "এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, অপরাধের বিচারব্যবস্থা নিয়ে অবশ্যই পুনর্বিবেচনার জায়গা রয়েছে । আমি মনে করি না তাৎক্ষণিকভাবে ন্যায়বিচারের সিদ্ধান্ত নেওয়া যায় । প্রকৃত বিচার যেন কখনও যেন প্রতিশোধের রূপ না নেয় । আমি বিশ্বাস করি, ন্যায়বিচার তার চরিত্র হারায়, যদি তা প্রতিশোধে বদলে যায় ।"