দিল্লি, 18 অক্টোবর : উত্তরসূরি হিসেবে এস এ বোবদের নাম সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তাঁর পর সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি হলেন বোবদে ৷
17 নভেম্বর অবসর নিচ্ছেন রঞ্জন গগৈ ৷ তার আগে প্রথামতো কেন্দ্রের কাছে উত্তরসূরি হিসেবে বোবদের নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি ৷ মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন বোবদে ৷ 2021 সালের 23 এপ্রিল তিনি অবসর নেবেন ৷
1956 সালের 24 এপ্রিল নাগপুরে জন্ম বোবদের ৷ নাগপুর বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক ও LLB ডিগ্রি লাভ করেন ৷ 1978 সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নিযুক্ত হন ৷ 1998 সালে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হন ৷ 2000 সালের 29 মার্চ অতিরিক্ত বিচারক হিসেবে মুম্বই হাইকোর্টে যোগ দেন তিনি ৷ 2012 সালে মধ্যপ্রদেশে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ পরের বছর 12 এপ্রিল তাঁকে সুপ্রিম কোর্টে উন্নীত করা হয় ৷