ETV Bharat / bharat

উত্তরসূরি হিসেবে বোবদের নাম সুপারিশ প্রধান বিচারপতির

author img

By

Published : Oct 18, 2019, 1:10 PM IST

উত্তরসূরি হিসেবে বিচারপতি বোবদের নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷

ছবি সৌজন্যে : সুপ্রিম কোর্ট

দিল্লি, 18 অক্টোবর : উত্তরসূরি হিসেবে এস এ বোবদের নাম সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তাঁর পর সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি হলেন বোবদে ৷

17 নভেম্বর অবসর নিচ্ছেন রঞ্জন গগৈ ৷ তার আগে প্রথামতো কেন্দ্রের কাছে উত্তরসূরি হিসেবে বোবদের নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি ৷ মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন বোবদে ৷ 2021 সালের 23 এপ্রিল তিনি অবসর নেবেন ৷

1956 সালের 24 এপ্রিল নাগপুরে জন্ম বোবদের ৷ নাগপুর বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক ও LLB ডিগ্রি লাভ করেন ৷ 1978 সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নিযুক্ত হন ৷ 1998 সালে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হন ৷ 2000 সালের 29 মার্চ অতিরিক্ত বিচারক হিসেবে মুম্বই হাইকোর্টে যোগ দেন তিনি ৷ 2012 সালে মধ্যপ্রদেশে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ পরের বছর 12 এপ্রিল তাঁকে সুপ্রিম কোর্টে উন্নীত করা হয় ৷

দিল্লি, 18 অক্টোবর : উত্তরসূরি হিসেবে এস এ বোবদের নাম সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তাঁর পর সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি হলেন বোবদে ৷

17 নভেম্বর অবসর নিচ্ছেন রঞ্জন গগৈ ৷ তার আগে প্রথামতো কেন্দ্রের কাছে উত্তরসূরি হিসেবে বোবদের নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি ৷ মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন বোবদে ৷ 2021 সালের 23 এপ্রিল তিনি অবসর নেবেন ৷

1956 সালের 24 এপ্রিল নাগপুরে জন্ম বোবদের ৷ নাগপুর বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক ও LLB ডিগ্রি লাভ করেন ৷ 1978 সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নিযুক্ত হন ৷ 1998 সালে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হন ৷ 2000 সালের 29 মার্চ অতিরিক্ত বিচারক হিসেবে মুম্বই হাইকোর্টে যোগ দেন তিনি ৷ 2012 সালে মধ্যপ্রদেশে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ পরের বছর 12 এপ্রিল তাঁকে সুপ্রিম কোর্টে উন্নীত করা হয় ৷

Asansol (West Bengal), Oct 18 (ANI): National Disaster Response Force (NDRF) team recovered all three bodies that got trapped in coal mine in Asansol's Kulti area. The incident occurred on October 13, when four people allegedly tried to dig the mine illegally, during which three got trapped inside it. The coal mine reportedly consists of poisonous methane gas and after getting trapped, all the 3 persons lost their consciousness due to its effect. The entrance of the mine is narrow so Eastern Coalfields Limited (ECL) was trying to widen the entrance to rescue them.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.