ETV Bharat / bharat

17 অক্টোবর পর্যন্ত কাটবে জেলে, বাড়ির খাবার খাবেন চিদম্বরম - 17 অক্টোবর পর্যন্ত কাটবে জেলে

ফের পি চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ বাড়াল আদালত ৷ 17 অক্টোবর পর্যন্ত তাঁর ঠিকানা তিহার জেলই ৷

চিদম্বরম
author img

By

Published : Oct 3, 2019, 5:13 PM IST

দিল্লি, 3 অক্টোবর : ফের বাড়ল প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ ৷ 17 অক্টোবর পর্যন্ত তাঁকে তিহার জেলেই কাটাতে হবে ৷

INX মিডিয়া মামলায় সোমবার চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ আদালত জানিয়েছিল, তাঁকে ছাড়া হলে চিদম্বরম সাক্ষীদের প্রভাবিত করতে পারেন ৷ এরপর আজ সুপ্রিম কোর্টে যান প্রাক্তন অর্থমন্ত্রী ৷ তাঁর আইনজীবী কপিল সিব্বল জানান, বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন বেঞ্চের কাছে দ্রুত শুনানির আবেদন করা হয়েছে ৷ তবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানায় তিন সদস্যের ডিভিশন বেঞ্চ ৷

সেই শুনানির আগেই চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ বাড়ান দিল্লির অ্যাডিশনাল সেশন কোর্টের বিচারক এ কে কুহার ৷ মেয়াদ শেষে তাঁকে ফের আদালতে তোলা হবে ৷ তবে চিদম্বরমের দুটি আবেদন মঞ্জুর করেছে আদালত ৷ জেলের মধ্যেই বাড়ির খাবারের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷ তা মঞ্জুর করেছে আদালত ৷ পাশাপাশি, জেলের বাইরে শারীরিক পরীক্ষারও অনুমতি দিয়েছেন বিচারপতি ৷

দিল্লি, 3 অক্টোবর : ফের বাড়ল প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ ৷ 17 অক্টোবর পর্যন্ত তাঁকে তিহার জেলেই কাটাতে হবে ৷

INX মিডিয়া মামলায় সোমবার চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ আদালত জানিয়েছিল, তাঁকে ছাড়া হলে চিদম্বরম সাক্ষীদের প্রভাবিত করতে পারেন ৷ এরপর আজ সুপ্রিম কোর্টে যান প্রাক্তন অর্থমন্ত্রী ৷ তাঁর আইনজীবী কপিল সিব্বল জানান, বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন বেঞ্চের কাছে দ্রুত শুনানির আবেদন করা হয়েছে ৷ তবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানায় তিন সদস্যের ডিভিশন বেঞ্চ ৷

সেই শুনানির আগেই চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ বাড়ান দিল্লির অ্যাডিশনাল সেশন কোর্টের বিচারক এ কে কুহার ৷ মেয়াদ শেষে তাঁকে ফের আদালতে তোলা হবে ৷ তবে চিদম্বরমের দুটি আবেদন মঞ্জুর করেছে আদালত ৷ জেলের মধ্যেই বাড়ির খাবারের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷ তা মঞ্জুর করেছে আদালত ৷ পাশাপাশি, জেলের বাইরে শারীরিক পরীক্ষারও অনুমতি দিয়েছেন বিচারপতি ৷

Ahmedabad (Gujarat), Oct 2 (ANI): On the 150Th birth anniversary, Prime Minister Narendra Modi said that "We have to achieve the goal to eradicate 'single use plastic' from the country by the year 2022." "Sanitation, conservation of environment and animals, all these things were dear to Gandhi ji. Plastic is a major threat to all of them", PM Modi further added. Prime Minister Narendra Modi made this statement while addressing a public gathering in Gujarat's Ahmedabad.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.