দিল্লি, 3 অক্টোবর : ফের বাড়ল প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ ৷ 17 অক্টোবর পর্যন্ত তাঁকে তিহার জেলেই কাটাতে হবে ৷
INX মিডিয়া মামলায় সোমবার চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ আদালত জানিয়েছিল, তাঁকে ছাড়া হলে চিদম্বরম সাক্ষীদের প্রভাবিত করতে পারেন ৷ এরপর আজ সুপ্রিম কোর্টে যান প্রাক্তন অর্থমন্ত্রী ৷ তাঁর আইনজীবী কপিল সিব্বল জানান, বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন বেঞ্চের কাছে দ্রুত শুনানির আবেদন করা হয়েছে ৷ তবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানায় তিন সদস্যের ডিভিশন বেঞ্চ ৷
সেই শুনানির আগেই চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ বাড়ান দিল্লির অ্যাডিশনাল সেশন কোর্টের বিচারক এ কে কুহার ৷ মেয়াদ শেষে তাঁকে ফের আদালতে তোলা হবে ৷ তবে চিদম্বরমের দুটি আবেদন মঞ্জুর করেছে আদালত ৷ জেলের মধ্যেই বাড়ির খাবারের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷ তা মঞ্জুর করেছে আদালত ৷ পাশাপাশি, জেলের বাইরে শারীরিক পরীক্ষারও অনুমতি দিয়েছেন বিচারপতি ৷