কলকাতা, 6 সেপ্টেম্বর : চন্দ্রযান প্রকল্প নিয়ে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেও বিষয়টি নিয়ে কেন্দ্রকে সমালোচনা করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর দাবি, দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে সাধারণ মানুষের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই চন্দ্রযান-দুই নিয়ে এত প্রচার করছে কেন্দ্রীয় সরকার ৷ তাঁর প্রশ্ন, এর আগেও দেশের বিজ্ঞানীরা সাফল্য এনেছেন ৷ তাহলে এক্ষেত্রে কেন্দ্র এত প্রচার করছে কেনও ? পাশাপাশি নাগরিক পঞ্জি ইশুতে মোদি সরকারকে কাঠগড়ায় তুলতে ছাড়েননি মুখ্যমন্ত্রী ৷ বিধানসভায় আজ NRC নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি ৷ রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক জোট হয়ে আন্দোলনের ডাকও দেন ৷
আজ বিধানসভা একাধিক ইশুতে বারবার তপ্ত হয়েছে ৷ কখনও ডেঙ্গি ইশুতে রাজ্যের পদক্ষেপের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ৷ কখনও আবার সরকার বিরোধী বাক-বিতণ্ডায় হস্তক্ষেপ করেছেন ৷ আবার কখনও নাগরিক পঞ্জি ইশুতে কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি ৷ আবার 370 ধারা কাশ্মীরে যেভাবে তুলে দেওয়া হয়েছে তার পদ্ধতি নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছেন ৷ বলেছেন, "আলোচনা করা হয়নি ৷ যদি ডাকা হত এক সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা যেত ৷" যদিও সম্ভবত, আজ সবচেয়ে বেশি তাঁকে আক্রমণাত্বক দেখা গেছে NRC ইশুতে ৷
মুখ্যমন্ত্রী বলেন, "নিজ ভূমে লোকদের পরবাসী বানিয়ে দেওয়া হচ্ছে ৷ রেল-BSNL সব বেসরকারি সংস্থার হাতে চলে যাচ্ছে ৷ দেশকে বাঁচাবার ক্ষমতা নেই বর্তমান সরকারের ৷ লাখ-লাখ, কোটি-কোটি টাকা দিয়ে যারা নির্বাচন করেছে তারা সাধু হয়ে বসে আছে ৷ চিদম্বরমকে তিহার জেলে রাখা হয়েছে ৷ আমাকে এখানে গালি দিন ৷ কিন্তু, আমি লড়াই চালিয়ে যাবই ৷"
মমতার স্পষ্ট মন্তব্য, "বাংলায় NRC বিরুদ্ধ আন্দোলন চলবে ৷ বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হত না ৷ আজ তার অস্তিত্ব ভুলিয়ে দিতে চাইছে ৷ বাংলার নাম মানচিত্র থেকে মুছে দেওয়ার চক্রান্ত করছে BJP ৷ এটা হতে দেব না ৷" প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, " আপনি রাশিয়া, ইজরায়েল, অ্যামেরিকাকে ম্যানেজ করতে পারবেন কিন্তু বাংলাকে নয় ৷" সব রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে প্রতিবাদ-আন্দোলনে নামার প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷