শ্রীহরিকোটা, 2 সেপ্টেম্বর : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ এরপরই চন্দ্রযান-2 থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার বিক্রম ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আজ বেলা 12 টা 45 মিনিট থেকে দুপুর 1 টা 45 মিনিট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া ৷
22 জুলাই দুপুর 2টো 23 মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র সফলভাবে উৎক্ষেপিত হয় চন্দ্রযান-2 ৷ এরপর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়ায় সেটি ৷ পাঁচবার পাক খাওয়ার পর সেটি চাঁদের কক্ষপথে পাড়ি দেয় ৷ 20 অগাস্ট সকাল 9 টা 28 মিনিটে সেটি চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে ৷ এরপর কক্ষপথ বদল করে ক্রমশ চাঁদের সঙ্গে দূরত্ব কমাতে থাকে চন্দ্রযান ৷ আর গতকাল সফলভাবে পঞ্চম অর্থাৎ সর্বশেষ কক্ষপথটি বদল করে চন্দ্রযান 2 ৷ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6টা 21 মিনিটে শুরু হয় এই প্রক্রিয়া ৷ চলে 52 সেকেন্ড ৷ এরপরই ISRO-র তরফে টুইট করা হয় ৷ জানানো হয়, প্রপুলেশন সিস্টেম ব্যবহার করে পুরো কাজটি নিঁখুতভাবে হয়েছে ৷ সবকিছু ঠিকঠাক রয়েছে চন্দ্রযান 2-এর ৷ আপাতত চন্দ্রযানটি যে কক্ষপথে রয়েছে সেখান থেকে চাঁদের দূরত্ব 119 কিলোমিটার x 127 কিলোমিটার ৷
-
#ISRO
— ISRO (@isro) September 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The final and fifth Lunar bound orbit maneuver for Chandrayaan-2 spacecraft was performed successfully today (September 01, 2019) at 1821 hrs IST.
For details please visit https://t.co/0gic3srJx3 pic.twitter.com/0Mlk4tbB3G
">#ISRO
— ISRO (@isro) September 1, 2019
The final and fifth Lunar bound orbit maneuver for Chandrayaan-2 spacecraft was performed successfully today (September 01, 2019) at 1821 hrs IST.
For details please visit https://t.co/0gic3srJx3 pic.twitter.com/0Mlk4tbB3G#ISRO
— ISRO (@isro) September 1, 2019
The final and fifth Lunar bound orbit maneuver for Chandrayaan-2 spacecraft was performed successfully today (September 01, 2019) at 1821 hrs IST.
For details please visit https://t.co/0gic3srJx3 pic.twitter.com/0Mlk4tbB3G
এই সংক্রান্ত আরও খবর : সফল উৎক্ষেপণ, চাঁদের পথে পাড়ি চন্দ্রযান-2-এর
ISRO-র তরফে জানানো হয়েছে, এবার তাদের পরবর্তী লক্ষ্য চন্দ্রযান-2 থেকে সফলভাবে ল্যান্ডার বিক্রমকে আলাদা করা ৷ আজ দুপুরে সেই প্রক্রিয়া চলবে ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা ৷ এরপর আগামীকাল ও বুধবার আরও দু'বার কক্ষপথ বদল করবে বিক্রম ৷ এরপরই শুরু হবে বিক্রমকে চাঁদে নামানোর তোড়জোড় ৷ আর সবকিছু ঠিকঠাক থাকলে 7 সেপ্টেম্বর রাত 1টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিটের মধ্যে চাঁদের মাটিতে পা দেবে বিক্রম ৷
এই সংক্রান্ত আরও খবর : মাইলফলক ছুঁয়েছি, তবে কঠিনতম কাজ এখনও বাকি : কে সিওয়ান