ETV Bharat / bharat

আজ চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার বিক্রম

ভারতীয় সময় অনুযায়ী আজ দুপুরে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার বিক্রম ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা ৷

author img

By

Published : Sep 2, 2019, 1:49 AM IST

Updated : Sep 2, 2019, 7:02 AM IST

ছবি সৌজন্যে : টুইটার ISRO

শ্রীহরিকোটা, 2 সেপ্টেম্বর : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ এরপরই চন্দ্রযান-2 থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার বিক্রম ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আজ বেলা 12 টা 45 মিনিট থেকে দুপুর 1 টা 45 মিনিট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া ৷

22 জুলাই দুপুর 2টো 23 মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র সফলভাবে উৎক্ষেপিত হয় চন্দ্রযান-2 ৷ এরপর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়ায় সেটি ৷ পাঁচবার পাক খাওয়ার পর সেটি চাঁদের কক্ষপথে পাড়ি দেয় ৷ 20 অগাস্ট সকাল 9 টা 28 মিনিটে সেটি চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে ৷ এরপর কক্ষপথ বদল করে ক্রমশ চাঁদের সঙ্গে দূরত্ব কমাতে থাকে চন্দ্রযান ৷ আর গতকাল সফলভাবে পঞ্চম অর্থাৎ সর্বশেষ কক্ষপথটি বদল করে চন্দ্রযান 2 ৷ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6টা 21 মিনিটে শুরু হয় এই প্রক্রিয়া ৷ চলে 52 সেকেন্ড ৷ এরপরই ISRO-র তরফে টুইট করা হয় ৷ জানানো হয়, প্রপুলেশন সিস্টেম ব্যবহার করে পুরো কাজটি নিঁখুতভাবে হয়েছে ৷ সবকিছু ঠিকঠাক রয়েছে চন্দ্রযান 2-এর ৷ আপাতত চন্দ্রযানটি যে কক্ষপথে রয়েছে সেখান থেকে চাঁদের দূরত্ব 119 কিলোমিটার x 127 কিলোমিটার ৷

এই সংক্রান্ত আরও খবর : সফল উৎক্ষেপণ, চাঁদের পথে পাড়ি চন্দ্রযান-2-এর

ISRO-র তরফে জানানো হয়েছে, এবার তাদের পরবর্তী লক্ষ্য চন্দ্রযান-2 থেকে সফলভাবে ল্যান্ডার বিক্রমকে আলাদা করা ৷ আজ দুপুরে সেই প্রক্রিয়া চলবে ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা ৷ এরপর আগামীকাল ও বুধবার আরও দু'বার কক্ষপথ বদল করবে বিক্রম ৷ এরপরই শুরু হবে বিক্রমকে চাঁদে নামানোর তোড়জোড় ৷ আর সবকিছু ঠিকঠাক থাকলে 7 সেপ্টেম্বর রাত 1টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিটের মধ্যে চাঁদের মাটিতে পা দেবে বিক্রম ৷

Moon
চন্দ্রযান-2 থেকে তোলা চাঁদের ছবি

এই সংক্রান্ত আরও খবর : মাইলফলক ছুঁয়েছি, তবে কঠিনতম কাজ এখনও বাকি : কে সিওয়ান

শ্রীহরিকোটা, 2 সেপ্টেম্বর : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ এরপরই চন্দ্রযান-2 থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার বিক্রম ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আজ বেলা 12 টা 45 মিনিট থেকে দুপুর 1 টা 45 মিনিট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া ৷

22 জুলাই দুপুর 2টো 23 মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র সফলভাবে উৎক্ষেপিত হয় চন্দ্রযান-2 ৷ এরপর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়ায় সেটি ৷ পাঁচবার পাক খাওয়ার পর সেটি চাঁদের কক্ষপথে পাড়ি দেয় ৷ 20 অগাস্ট সকাল 9 টা 28 মিনিটে সেটি চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে ৷ এরপর কক্ষপথ বদল করে ক্রমশ চাঁদের সঙ্গে দূরত্ব কমাতে থাকে চন্দ্রযান ৷ আর গতকাল সফলভাবে পঞ্চম অর্থাৎ সর্বশেষ কক্ষপথটি বদল করে চন্দ্রযান 2 ৷ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6টা 21 মিনিটে শুরু হয় এই প্রক্রিয়া ৷ চলে 52 সেকেন্ড ৷ এরপরই ISRO-র তরফে টুইট করা হয় ৷ জানানো হয়, প্রপুলেশন সিস্টেম ব্যবহার করে পুরো কাজটি নিঁখুতভাবে হয়েছে ৷ সবকিছু ঠিকঠাক রয়েছে চন্দ্রযান 2-এর ৷ আপাতত চন্দ্রযানটি যে কক্ষপথে রয়েছে সেখান থেকে চাঁদের দূরত্ব 119 কিলোমিটার x 127 কিলোমিটার ৷

এই সংক্রান্ত আরও খবর : সফল উৎক্ষেপণ, চাঁদের পথে পাড়ি চন্দ্রযান-2-এর

ISRO-র তরফে জানানো হয়েছে, এবার তাদের পরবর্তী লক্ষ্য চন্দ্রযান-2 থেকে সফলভাবে ল্যান্ডার বিক্রমকে আলাদা করা ৷ আজ দুপুরে সেই প্রক্রিয়া চলবে ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা ৷ এরপর আগামীকাল ও বুধবার আরও দু'বার কক্ষপথ বদল করবে বিক্রম ৷ এরপরই শুরু হবে বিক্রমকে চাঁদে নামানোর তোড়জোড় ৷ আর সবকিছু ঠিকঠাক থাকলে 7 সেপ্টেম্বর রাত 1টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিটের মধ্যে চাঁদের মাটিতে পা দেবে বিক্রম ৷

Moon
চন্দ্রযান-2 থেকে তোলা চাঁদের ছবি

এই সংক্রান্ত আরও খবর : মাইলফলক ছুঁয়েছি, তবে কঠিনতম কাজ এখনও বাকি : কে সিওয়ান

Kathmandu (Nepal), Sep 01 (ANI): Nepal police arrested five Chinese nationals from Durbar Marg for allegedly being involved in the ATM card forgery. The hackers were arrested for stealing millions of rupees from the bank accounts of subscribers by forging their ATM cards.While addressing a press conference in capital Kathmandu, the Police informed that the Chinese Nationals had withdrawn millions of rupees from the bank accounts by hacking the SWIFT software.
Last Updated : Sep 2, 2019, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.