ETV Bharat / bharat

"নাগরিকত্ব কেড়ে নেওয়ার উল্লেখ রয়েছে, এমন একটি ধারা দেখান'', রাহুলকে চ্যালেঞ্জ শাহর

নাগরিকত্ব আইন নিয়ে রাহুল গান্ধিকে কটাক্ষ অমিত শাহর । বললেন, আইনের কোথাও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি । যদি থাকে তাহলে তা দেখান রাহুল গান্ধি । পুরোটাই গুজব ।

image
ছবি
author img

By

Published : Dec 27, 2019, 11:09 PM IST

Updated : Dec 27, 2019, 11:26 PM IST

শিমলা, 27 নভেম্বর : CAA-র প্রতিবাদে দেশের একাধিক জায়গায় জারি বিক্ষোভ । পড়ুয়া সহ অনেকেই সরব হয়েছে । অনেকে প্রাণও হারিয়েছে । বার বার স্তব্ধ হয়েছে জনজীবন । এর মাঝেই আজ শিমলার জনসভা থেকে CAA ইশুতে আরও একবার সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন অমিত শাহ । বোঝানোর চেষ্টা করলেন, পুরোটাই বিরোধীদের ছড়ানো গুজব । পাশাপাশি চ্যালেঞ্জ করলেন রাহুল গান্ধিকে । বললেন কংগ্রেস ও জোটসঙ্গীরা যা বলছেন তা ভিত্তিহীন ।

অমিত শাহ বলেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 নিয়ে গুজব ছড়াচ্ছে কংগ্রেস ও জোটসঙ্গীরা । নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা কোথাও বলা নেই । ইতিমধ্যে CAA নিয়ে সরব হয়েছে বিরোধীরা । তাদের মতে এই আইন দেশের ধর্মনিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে । মানুষজনের নাগরিকত্ব যেতে পারে এই আইনে । এমনকী এটি এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে কোণঠাসা করার কৌশল । সেই ইশুতেই বক্তব্য রাখতে গিয়ে রাহুলকে শাহর চ্যালেঞ্জ, "আমি রাহুল বাবাকে চ্যালেঞ্জ করছি এই আইনের একটি ধারা তিনি দেখান, যেখানে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে ।"

আজকের জনসভায় গত দশবছরের কংগ্রেসরাজকে কটাক্ষ করেন তিনি । বলেন, "10 বছর ধরে সোনিয়া-মনমোহন সরকার চলেছে । তখন পাকিস্তান থেকে প্রতিদিন আলিয়া-মালিয়া-জামালিয়ারা অনুপ্রবেশ করত আর আমাদের জওয়ানদের মাথা কেটে নিয়ে যেত । কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা উফও বের হয়নি ।" এরপর বরাবরের মতোই ভারত-পাকিস্তান ইশু নিয়ে সরব হন অমিত শাহ । বলেন, মোদি আসার পরও পাকিস্তান ভেবেছিল একই অবস্থা বজায় থাকবে । কিন্তু তারা বুঝতে পারেনি এটা কংগ্রেস সরকার নয় । মৌন বাবা মনমোহন সিং নয় এবার প্রধানমন্ত্রী হয়েছেন 56 ইঞ্চি ছাতির নরেন্দ্র মোদি । উরি, পুলওয়ামা হামলা করে পাকিস্তান মারাত্মক ভুল করেছিল । এয়ার স্ট্রাইক, সার্জিকাল স্ট্রাইক করে যার জবাব দিয়েছে মোদি সরকার ।

শিমলা, 27 নভেম্বর : CAA-র প্রতিবাদে দেশের একাধিক জায়গায় জারি বিক্ষোভ । পড়ুয়া সহ অনেকেই সরব হয়েছে । অনেকে প্রাণও হারিয়েছে । বার বার স্তব্ধ হয়েছে জনজীবন । এর মাঝেই আজ শিমলার জনসভা থেকে CAA ইশুতে আরও একবার সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন অমিত শাহ । বোঝানোর চেষ্টা করলেন, পুরোটাই বিরোধীদের ছড়ানো গুজব । পাশাপাশি চ্যালেঞ্জ করলেন রাহুল গান্ধিকে । বললেন কংগ্রেস ও জোটসঙ্গীরা যা বলছেন তা ভিত্তিহীন ।

অমিত শাহ বলেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 নিয়ে গুজব ছড়াচ্ছে কংগ্রেস ও জোটসঙ্গীরা । নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা কোথাও বলা নেই । ইতিমধ্যে CAA নিয়ে সরব হয়েছে বিরোধীরা । তাদের মতে এই আইন দেশের ধর্মনিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে । মানুষজনের নাগরিকত্ব যেতে পারে এই আইনে । এমনকী এটি এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে কোণঠাসা করার কৌশল । সেই ইশুতেই বক্তব্য রাখতে গিয়ে রাহুলকে শাহর চ্যালেঞ্জ, "আমি রাহুল বাবাকে চ্যালেঞ্জ করছি এই আইনের একটি ধারা তিনি দেখান, যেখানে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে ।"

আজকের জনসভায় গত দশবছরের কংগ্রেসরাজকে কটাক্ষ করেন তিনি । বলেন, "10 বছর ধরে সোনিয়া-মনমোহন সরকার চলেছে । তখন পাকিস্তান থেকে প্রতিদিন আলিয়া-মালিয়া-জামালিয়ারা অনুপ্রবেশ করত আর আমাদের জওয়ানদের মাথা কেটে নিয়ে যেত । কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা উফও বের হয়নি ।" এরপর বরাবরের মতোই ভারত-পাকিস্তান ইশু নিয়ে সরব হন অমিত শাহ । বলেন, মোদি আসার পরও পাকিস্তান ভেবেছিল একই অবস্থা বজায় থাকবে । কিন্তু তারা বুঝতে পারেনি এটা কংগ্রেস সরকার নয় । মৌন বাবা মনমোহন সিং নয় এবার প্রধানমন্ত্রী হয়েছেন 56 ইঞ্চি ছাতির নরেন্দ্র মোদি । উরি, পুলওয়ামা হামলা করে পাকিস্তান মারাত্মক ভুল করেছিল । এয়ার স্ট্রাইক, সার্জিকাল স্ট্রাইক করে যার জবাব দিয়েছে মোদি সরকার ।

Shimla (Himachal Pradesh), Dec 27 (ANI): Union Home Minister Amit Shah attended 1st ground breaking ceremony of Himachal Pradesh Global Investors Meet 2019 in Shimla on December 27. Speaking at the event, Shah said, "You are seeing temporary effects of global slowdown. Under the leadership of Prime Minister Narendra Modi, Nirmala Sitharaman and Anurag Thakur are working day and night to fight it. I believe Indian economy will be the first to be free from slowdown in the world."
Last Updated : Dec 27, 2019, 11:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.