ETV Bharat / bharat

নেতাজির আসল ছবি সামনে এনে পোট্রেট বিতর্কে জল ঢাললেন চন্দ্র বোস - Srijit Mukherjee

নেতাজির পোট্রেট বিতর্কে এবার আসরে চন্দ্রকুমার বোস৷ নেতাজির প্রপৌত্র আসল ছবিটি টুইট করেছেন৷ তাঁর দাবি, ওই ছবি থেকেই পরেশ মাইতি নেতাজির পোট্রেটটি এঁকেছেন৷

নেতাজির আসল ছবি সামনে এনে পোট্রেট বিতর্কে জল ঢাললেন চন্দ্র বোস
নেতাজির আসল ছবি সামনে এনে পোট্রেট বিতর্কে জল ঢাললেন চন্দ্র বোস
author img

By

Published : Jan 25, 2021, 8:50 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : রাষ্ট্রপতি ভবনে নেতাজির পোট্রেট ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে এবার টুইট করলেন বিজেপি নেতা তথা নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বোস৷ তিনি নেতাজির একটি ছবি টুইটারে দিয়েছেন৷ সেটা দিয়ে তিনি দাবি করেছেন যে ওই ছবি থেকেই শিল্পী পরেশ মাইতি নেতাজির পোট্রেটটি এঁকেছেন৷

চলতি বছরে নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ সেই উপলক্ষে নেতাজির একটি পোট্রেট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উন্মোচন করেন রাষ্ট্রপতি ভবনে৷ তা নিয়েই বিতর্ক হয়৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যে ছবিটির উন্মোচন করেন, সেই ছবিটি আসলে নেতাজির নয়৷ এমনটাই দাবি করা হচ্ছে সোশাল মিডিয়া থেকে৷ সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে ওই ছবিটি আসলে পর্দায় নেতাজি-রূপী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি৷

যদিও বিজেপির তরফে এই অভিযোগ আগেই নস্যাৎ করে দেওয়া হয় ৷ তাদের দাবি, নেতাজির পরিবারের তরফে শিল্পী পরেশ মাইতিকে নেতাজির একটি ছবি দেওয়া হয়েছে৷ সেটা দেখেই পোট্রেটটি এঁকেছেন পদ্মশ্রী বিজয়ী ওই শিল্পী৷ তাই এর সঙ্গে অভিনেতার মুখের মিল থাকার দাবি ভিত্তিহীন৷

আরও পড়ুন : নেতাজি না প্রসেনজিৎ! রাষ্ট্রপতি ভবনের পোট্রেটে বিতর্ক

56 বছরের পরেশ মাইতি বাংলার পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র৷ তিনি এখন দিল্লিতে থাকেন৷ তাঁকে যে ছবিটি দেওয়া হয়েছিল সেটিই এদিন টুইট করে এই বিতর্কে জল ঢাললেন চন্দ্রকুমার বোস৷

এদিকে এই বিতর্কে যোগ দিয়েছেন স্বয়ং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়৷ তাঁর পরিচালিত গুমনামি ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নেতাজির ভূমিকায় ছিলেন৷ প্রসেনজিতের সেই ছবিই রাষ্ট্রপতি ভবনে উন্মোচিত হয় বলে অভিযোগ উঠেছিল৷ কিন্তু বিতর্কে ইতি পড়ার পর ওই সিনেমায় প্রসেনজিতের মেক-আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর প্রশংসা করেছেন সৃজিত৷

  • His name is Somnath Kundu. He has been doing exemplary work under ridiculously limited resources in films like Dhananjoy, Zulfiqar, Ek Je Chhilo Raja, Vinci Da & Agantuk. He should have got at least two National awards by now. He is unknown because he is frm the wrong 'wood'. https://t.co/ipAiqcYIXT

    — Srijit Mukherji (@srijitspeaketh) January 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 25 জানুয়ারি : রাষ্ট্রপতি ভবনে নেতাজির পোট্রেট ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে এবার টুইট করলেন বিজেপি নেতা তথা নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বোস৷ তিনি নেতাজির একটি ছবি টুইটারে দিয়েছেন৷ সেটা দিয়ে তিনি দাবি করেছেন যে ওই ছবি থেকেই শিল্পী পরেশ মাইতি নেতাজির পোট্রেটটি এঁকেছেন৷

চলতি বছরে নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ সেই উপলক্ষে নেতাজির একটি পোট্রেট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উন্মোচন করেন রাষ্ট্রপতি ভবনে৷ তা নিয়েই বিতর্ক হয়৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যে ছবিটির উন্মোচন করেন, সেই ছবিটি আসলে নেতাজির নয়৷ এমনটাই দাবি করা হচ্ছে সোশাল মিডিয়া থেকে৷ সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে ওই ছবিটি আসলে পর্দায় নেতাজি-রূপী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি৷

যদিও বিজেপির তরফে এই অভিযোগ আগেই নস্যাৎ করে দেওয়া হয় ৷ তাদের দাবি, নেতাজির পরিবারের তরফে শিল্পী পরেশ মাইতিকে নেতাজির একটি ছবি দেওয়া হয়েছে৷ সেটা দেখেই পোট্রেটটি এঁকেছেন পদ্মশ্রী বিজয়ী ওই শিল্পী৷ তাই এর সঙ্গে অভিনেতার মুখের মিল থাকার দাবি ভিত্তিহীন৷

আরও পড়ুন : নেতাজি না প্রসেনজিৎ! রাষ্ট্রপতি ভবনের পোট্রেটে বিতর্ক

56 বছরের পরেশ মাইতি বাংলার পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র৷ তিনি এখন দিল্লিতে থাকেন৷ তাঁকে যে ছবিটি দেওয়া হয়েছিল সেটিই এদিন টুইট করে এই বিতর্কে জল ঢাললেন চন্দ্রকুমার বোস৷

এদিকে এই বিতর্কে যোগ দিয়েছেন স্বয়ং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়৷ তাঁর পরিচালিত গুমনামি ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নেতাজির ভূমিকায় ছিলেন৷ প্রসেনজিতের সেই ছবিই রাষ্ট্রপতি ভবনে উন্মোচিত হয় বলে অভিযোগ উঠেছিল৷ কিন্তু বিতর্কে ইতি পড়ার পর ওই সিনেমায় প্রসেনজিতের মেক-আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর প্রশংসা করেছেন সৃজিত৷

  • His name is Somnath Kundu. He has been doing exemplary work under ridiculously limited resources in films like Dhananjoy, Zulfiqar, Ek Je Chhilo Raja, Vinci Da & Agantuk. He should have got at least two National awards by now. He is unknown because he is frm the wrong 'wood'. https://t.co/ipAiqcYIXT

    — Srijit Mukherji (@srijitspeaketh) January 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.