ETV Bharat / bharat

ভালভযুক্ত N-95 মাস্কের ব্যবহার নিয়ে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক - N-95 ব্যবহারে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

ভালভযুক্ত N-95 মাস্ক ব্যবহার নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের তরফে জানানো হয়, এই মাস্ক কোরোনা সংক্রমণ রুখতে পারে না ।

n95
n95
author img

By

Published : Jul 21, 2020, 12:54 PM IST

দিল্লি, 21 জুলাই : ভালভ-যুক্ত N-95 মাস্ক নিয়ে এবার সতর্ক করল কেন্দ্রীয় সরকার । বলা হয়েছে, এই ধরনের মাস্ক কোরোনা সংক্রমণ রুখতে পারে না । উলটে এই ধরনের মাস্কের ব্যবহার ক্ষতিকারক বলেও জানানো হয়েছে ।

সতর্কবার্তা দিয়ে হেল্থ অ্যান্ড মেডিকেল এডুকেশন অফ স্টেটসকে চিঠি পাঠান স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনেরাল (DGHS) । N-95-এর সঠিক ব্যবহার হয় না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিশেষত ভালভযুক্ত মাস্কগুলির সঠিক ব্যবহার হয় না ।

বাড়িতে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । N-95 মাস্কের চেয়ে এই ধরনের মাস্কগুলিই উপযুক্ত বলে জানানো হয়েছে । তবে মাস্কগুলি নাক ও মুখ যাতে ঢেকে রাখে তা দেখতে হবে । স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে এই বিষয়ে নির্দেশিকা রয়েছে ।

DGHS রাজীব গর্গ চিঠিতে উল্লেখ করেন, "আপনাদের জানাতে চাই ভালভযুক্ত N-95 মাস্ক ব্যবহার ক্ষতিকারক । কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে এই মাস্কের ব্যবহার করা হয় । কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে পারে না এই মাস্ক । একজন আক্রান্ত রোগীর থেকে ভাইরাস এর পরও ছড়িয়ে পড়তে পারে । N-95 মাস্কের ব্যবহার বন্ধ করুন । সবাইকে নির্দেশ দিন যেন এই ধরনের মাস্কের ব্যবহার না করে । আপনাদের এই অনুরোধ করব । "

এর আগেও এপ্রিলে বাড়িতে তৈরি মাস্কের ব্যবহার নিয়ে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র । প্রতিদিন সেই মাস্ক পরিষ্কার করার পরামর্শও দেওয়া হয় । সুতির মাস্ক কার্যকরী বলেও তাদের তরফে জানানো হয়েছিল ।

দিল্লি, 21 জুলাই : ভালভ-যুক্ত N-95 মাস্ক নিয়ে এবার সতর্ক করল কেন্দ্রীয় সরকার । বলা হয়েছে, এই ধরনের মাস্ক কোরোনা সংক্রমণ রুখতে পারে না । উলটে এই ধরনের মাস্কের ব্যবহার ক্ষতিকারক বলেও জানানো হয়েছে ।

সতর্কবার্তা দিয়ে হেল্থ অ্যান্ড মেডিকেল এডুকেশন অফ স্টেটসকে চিঠি পাঠান স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনেরাল (DGHS) । N-95-এর সঠিক ব্যবহার হয় না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিশেষত ভালভযুক্ত মাস্কগুলির সঠিক ব্যবহার হয় না ।

বাড়িতে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । N-95 মাস্কের চেয়ে এই ধরনের মাস্কগুলিই উপযুক্ত বলে জানানো হয়েছে । তবে মাস্কগুলি নাক ও মুখ যাতে ঢেকে রাখে তা দেখতে হবে । স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে এই বিষয়ে নির্দেশিকা রয়েছে ।

DGHS রাজীব গর্গ চিঠিতে উল্লেখ করেন, "আপনাদের জানাতে চাই ভালভযুক্ত N-95 মাস্ক ব্যবহার ক্ষতিকারক । কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে এই মাস্কের ব্যবহার করা হয় । কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে পারে না এই মাস্ক । একজন আক্রান্ত রোগীর থেকে ভাইরাস এর পরও ছড়িয়ে পড়তে পারে । N-95 মাস্কের ব্যবহার বন্ধ করুন । সবাইকে নির্দেশ দিন যেন এই ধরনের মাস্কের ব্যবহার না করে । আপনাদের এই অনুরোধ করব । "

এর আগেও এপ্রিলে বাড়িতে তৈরি মাস্কের ব্যবহার নিয়ে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র । প্রতিদিন সেই মাস্ক পরিষ্কার করার পরামর্শও দেওয়া হয় । সুতির মাস্ক কার্যকরী বলেও তাদের তরফে জানানো হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.