দিল্লি, 28 ডিসেম্বর : দিল্লি সীমান্তে অব্যাহত কৃষক আন্দোলন । কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে দিনের পর দিন, রাতের পর রাত আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা । দাবি একটাই, কৃষি আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে । কৃষকদের সঙ্গে কয়েক দফা আলোচনাও করেছে কেন্দ্রীয় সরকার । কিন্তু কোনও সমাধানসূত্র মেলেনি । এরই মাঝে বুধবার কৃষকদের সঙ্গে আরও এক দফা আলোচনায় বসতে চলেছে কেন্দ্র ।
সূত্রের খবর, এবার একটি মীমাংসার পথে আসতে চাইছেন কৃষকরা । স্থায়ী সমাধান চাইছে কেন্দ্রও । তাই বুধবার দুপুর 2টোয় ফের কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় সরকার ।
এর আগে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার । কিন্তু কৃষকরা তাঁদের সিদ্ধান্তে অনড় ছিলেন । তাঁদের দাবি একটাই, কৃষি আইন প্রত্যাহার করতে হবে । আর সেই কারণেই দফায় দফায় আলোচনার পরও এখনও কোনও স্থায়ী সমাধান মেলেনি ।
আরও পড়ুন : দিল্লির শৈত্যপ্রবাহেও আন্দোলনে অবিচল কৃষকরা
এরই মাঝে বুধবার ফের একবার বৈঠকে বসতে চলেছে কেন্দ্র । এর আগে 18 ডিসেম্বর হাত জোড় করে কৃষকদের কাছে আবেদন করছিলেন প্রধানমন্ত্রী । বলছিলেন, সবরকম আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্র ।