দিল্লি, 11 মে : লকডাউনের তৃতীয় দফায় যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল । প্রাথমিকভাবে বিশেষ কয়েকটি রুটে চালু হচ্ছে ট্রেন পরিষেবা । কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস । রেলের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিমান ও সড়ক পরিবহনও সচল করা উচিত বলে মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ।
গতকালই ভারতীয় রেলের তরফে জানানো হয়, 12 মে থেকে প্রাথমিকভাবে 15 জোড়া ট্রেন দিয়ে পরিষেবা চালুর পরিকল্পনা করেছে তারা । আজ থেকে শুরু হবে টিকিটের অনলাইন বুকিং । বিশেষ ট্রেন নিউ দিল্লি স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেনদরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মডগাও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ ও জম্মু তাওয়াই স্টেশন পর্যন্ত চলবে । এই বিষয়টি সামনে আসার পর টুইটে চিদম্বরম লেখেন, "কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই । এভাবেই এবার কিছু ক্ষেত্রে বিমান ও সড়ক পরিবহন পরিষেবাও চালু করা উচিত ।"
-
We welcome the decision of the government to cautiously start operations of inter state passenger trains.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
The same modest opening should be started with road transport and air transport.
">We welcome the decision of the government to cautiously start operations of inter state passenger trains.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 11, 2020
The same modest opening should be started with road transport and air transport.We welcome the decision of the government to cautiously start operations of inter state passenger trains.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 11, 2020
The same modest opening should be started with road transport and air transport.
এই সংক্রান্ত আরও খবর : 12 মে থেকে যাত্রী পরিষেবা শুরু করার ভাবনা রেলের
তিনি টুইটে আরও লেখেন, "অর্থনৈতিক ও বাণিজ্যিক কাজকর্ম কার্যকরীভাবে শুরু করার জন্য একমাত্র উপায় হল সড়ক, রেল ও বিমান পরিষেবা পুনরায় চালু করা ।"