ETV Bharat / bharat

আজ কেন্দ্র-কৃষক বৈঠক, সমস্যার সমাধান চায় দু'পক্ষই

author img

By

Published : Dec 30, 2020, 9:06 AM IST

Updated : Dec 30, 2020, 10:04 AM IST

গত একমাসে ছ'বার কথা হয়েছে কেন্দ্র ও আন্দোলনরত কৃষকদের মধ্যে ৷ যদিও সমাধান সূত্র মেলেনি ৷ এই পরিস্থিতিতে আজকের বৈঠকের দিকে তাকিয়ে দু'পক্ষই ৷

centre-farmer-unions-to-resume-stalled-talks-today
centre-farmer-unions-to-resume-stalled-talks-today

দিল্লি, 30 ডিসেম্বর: আজ, বুধবার কেন্দ্র-কৃষক বৈঠক ৷ একদিকে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আবিচল সীঙ্ঘু সীমান্ত আন্দোলনরত কৃষকরা । অন্যদিকে, নতুন আইন বাতিলের দাবিকে মানতে রাজি নয় সরকার ৷ এই অবস্থায় আজকের বৈঠকে কোনও সমাধান সূত্র মেলে কি না সেটাই দেখার ৷

আরও পড়ুন: "ম্যাচ জিতেই মাঠ ছাড়ব", একান্ত সাক্ষাৎকারে বললেন কৃষক নেতা

গত একমাসে ছ'বার কথা হয়েছে কেন্দ্র ও আন্দোলনরত কৃষকদের মধ্যে ৷ জানা গিয়েছে, এবারের বৈঠকের আগে মঙ্গলবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও পীযূষ গোয়েল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করেন ৷ তাঁদের মধ্যে সরকারের অবস্থান নিয়ে কথা হয় ৷ বুধবারের বৈঠকে সরকারের প্রতিনিধি হিসেবে থাকবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল ও বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ ৷ কৃষি মন্ত্রী মঙ্গলবার বলেন, আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে ৷

কয়েকদিন আগে চিঠি দিয়ে কেন্দ্র আন্দোলনরত 80টি কৃষক সংগঠনকে আজকের বৈঠকের জন্য আমন্ত্রণ জানায় ৷ সেই আমন্ত্রণ গ্রহণ করেন কৃষক নেতারা ৷ তবে আন্দোলনরত কৃষকের প্রতিনিধি সংযুক্ত কৃষক মোর্চার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নয়া তিন আইন বাতিল ও ন্যূনতম সহায়ক মূল্যের দাবি থেকে তাঁরা কোনওভাবেই সরছে না ৷

আরও পড়ুন: কৃষকের পাশে বাম-কংগ্রেস, রানি রাসমণিতে অবস্থান-বিক্ষোভ

এদিকে আজ আন্দোলনের বয়স হল 34 দিন ৷ শেষবার কেন্দ্র-কৃষক বৈঠক হয়েছিল 5 ডিসেম্বরে ৷ পরের বৈঠক 9 ডিসেম্বর হওয়ার কথা থাকলেও তা ভেস্তে যায় ৷ এছাড়াও অমিত শাহ কৃষক নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন ৷ যদিও সেই আলোচনাতেও সমস্যার সমাধান সূত্র মেলেনি ৷ এই পরিস্থিতিতে আজকের বৈঠকের দিকে তাকিয়ে দু'পক্ষই ৷

দিল্লি, 30 ডিসেম্বর: আজ, বুধবার কেন্দ্র-কৃষক বৈঠক ৷ একদিকে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আবিচল সীঙ্ঘু সীমান্ত আন্দোলনরত কৃষকরা । অন্যদিকে, নতুন আইন বাতিলের দাবিকে মানতে রাজি নয় সরকার ৷ এই অবস্থায় আজকের বৈঠকে কোনও সমাধান সূত্র মেলে কি না সেটাই দেখার ৷

আরও পড়ুন: "ম্যাচ জিতেই মাঠ ছাড়ব", একান্ত সাক্ষাৎকারে বললেন কৃষক নেতা

গত একমাসে ছ'বার কথা হয়েছে কেন্দ্র ও আন্দোলনরত কৃষকদের মধ্যে ৷ জানা গিয়েছে, এবারের বৈঠকের আগে মঙ্গলবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও পীযূষ গোয়েল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করেন ৷ তাঁদের মধ্যে সরকারের অবস্থান নিয়ে কথা হয় ৷ বুধবারের বৈঠকে সরকারের প্রতিনিধি হিসেবে থাকবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল ও বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ ৷ কৃষি মন্ত্রী মঙ্গলবার বলেন, আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে ৷

কয়েকদিন আগে চিঠি দিয়ে কেন্দ্র আন্দোলনরত 80টি কৃষক সংগঠনকে আজকের বৈঠকের জন্য আমন্ত্রণ জানায় ৷ সেই আমন্ত্রণ গ্রহণ করেন কৃষক নেতারা ৷ তবে আন্দোলনরত কৃষকের প্রতিনিধি সংযুক্ত কৃষক মোর্চার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নয়া তিন আইন বাতিল ও ন্যূনতম সহায়ক মূল্যের দাবি থেকে তাঁরা কোনওভাবেই সরছে না ৷

আরও পড়ুন: কৃষকের পাশে বাম-কংগ্রেস, রানি রাসমণিতে অবস্থান-বিক্ষোভ

এদিকে আজ আন্দোলনের বয়স হল 34 দিন ৷ শেষবার কেন্দ্র-কৃষক বৈঠক হয়েছিল 5 ডিসেম্বরে ৷ পরের বৈঠক 9 ডিসেম্বর হওয়ার কথা থাকলেও তা ভেস্তে যায় ৷ এছাড়াও অমিত শাহ কৃষক নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন ৷ যদিও সেই আলোচনাতেও সমস্যার সমাধান সূত্র মেলেনি ৷ এই পরিস্থিতিতে আজকের বৈঠকের দিকে তাকিয়ে দু'পক্ষই ৷

Last Updated : Dec 30, 2020, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.