ETV Bharat / bharat

আবাসন প্রকল্পে গতি আনতে বাড়ানো হল কর ছাড়ের সুবিধা - আবাসন প্রকল্পে গতি আনতে বিশেষ কর ছাড়ের সুবিধা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় বলেন, ''সবার জন্য বাড়ির লক্ষ্যমাত্রা রেখে নতুন আবাসন প্রকল্পে বিশেষ ছাড়ের সুবিধা 31 মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হল৷" ঋণের উপর কর ছাড়ের সুবিধা এক বছর অর্থাৎ 31 মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হল৷

Housing loan tax holiday extending
গৃহ ঋণে ছাড়ের সময়সীমা বাড়ছে
author img

By

Published : Feb 1, 2020, 6:44 PM IST

Updated : Feb 1, 2020, 7:34 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : চলতি আর্থিক বর্ষে ‘সবার জন্য বাড়ি’-র লক্ষ্যমাত্রা রেখে বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবারের বাজেটে আবাসন প্রকল্পে যাতে গতি আসে তার জন্য, নতুন প্রকল্পে বিশেষ ছাড় এক বছরের জন্য বাড়ানোর ঘোষণা করেছে ৷

Housing projects in Budget 2020
একনজরে আবাসন প্রকল্পের সুবিধা

দেশের আবাসন প্রকল্পকে ঢেলে সাজানোর জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় বলেন, ''সবার জন্য বাড়ি'-র লক্ষ্যমাত্রা রেখে নতুন আবাসন প্রকল্পে বিশেষ ছাড়ের সুবিধা 31 মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হল৷'' নতুন বাড়ি কেনার জন্য যারা ঋণ নিয়েছেন, তাদের জন্য দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই সুবিধা 31 মার্চ 2020 পর্যন্ত ছিল ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ ঘোষণা করেন, আবাসন প্রকল্পে ঋণের ওপর কর ছাড়ের সুবিধা এক বছর অর্থাৎ 31 মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হল৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : চলতি আর্থিক বর্ষে ‘সবার জন্য বাড়ি’-র লক্ষ্যমাত্রা রেখে বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবারের বাজেটে আবাসন প্রকল্পে যাতে গতি আসে তার জন্য, নতুন প্রকল্পে বিশেষ ছাড় এক বছরের জন্য বাড়ানোর ঘোষণা করেছে ৷

Housing projects in Budget 2020
একনজরে আবাসন প্রকল্পের সুবিধা

দেশের আবাসন প্রকল্পকে ঢেলে সাজানোর জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় বলেন, ''সবার জন্য বাড়ি'-র লক্ষ্যমাত্রা রেখে নতুন আবাসন প্রকল্পে বিশেষ ছাড়ের সুবিধা 31 মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হল৷'' নতুন বাড়ি কেনার জন্য যারা ঋণ নিয়েছেন, তাদের জন্য দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই সুবিধা 31 মার্চ 2020 পর্যন্ত ছিল ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ ঘোষণা করেন, আবাসন প্রকল্পে ঋণের ওপর কর ছাড়ের সুবিধা এক বছর অর্থাৎ 31 মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হল৷

New Delhi, Feb 01 (ANI): While addressing a press conference, Union Revenue Secretary, Ajay Bhushan informed that under the new tax regime government has removed 70 exemptions. "We took a comprehensive review of all exemptions and found close to 120 exemptions. We took a review of each item. In order to offer a simplified system, now the total exemptions which have been removed from the new system is, about 70," said Union Revenue Secretary Ajay Bhushan Pandey.



Last Updated : Feb 1, 2020, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.