ETV Bharat / bharat

কোরোনা পরিস্থিতি পর্যবেক্ষণে 10 রাজ্যে যাচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য প্রতিনিধি দল - central teams being sent to states to support in covid-19 management

ওই স্পেশাল টিমে থাকবেন MoHFW - র একজন সিনিয়র আধিকারিক ৷ একজন জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের নোডাল অফিসার ও একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ ৷

central teams being sent to states to support in covid-19 management
কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে 10 টি রাজ্যে যাচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য প্রতিনিধি দল
author img

By

Published : May 10, 2020, 1:13 AM IST

দিল্লি, 9 মে : দেশের 10 টি রাজ্যে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের টিম পাঠাচ্ছে কেন্দ্র ৷ আজ একটি প্রেস বিজ্ঞপ্তি করে একথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ জানানো হয়েছে, দেশের 10 টি রাজ্যে কোরোনা সংক্রমণের সংখ্যা সবথেকে বেশি ৷ সেই রাজ্য গুলিতে পাঠানো হবে স্পেশাল টিম ৷ এই টিমগুলি রাজ্যের স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিদের COVID-19 সংক্রমণের সতর্কতায় সাহায্য করবে ৷

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ওই স্পেশাল টিমে থাকবেন MoHFW - র একজন সিনিয়র আধিকারিক ৷ একজন জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের নোডাল অফিসার ও একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ ৷ তাঁরা ওই 10 টি রাজ্যে জেলা ভিত্তিক কনটেইনমেন্ট ও রেড জ়োন হিসেবে পর্যালোচনা করে রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাহায্য করবেন ৷

দিল্লি ছাড়াও এই কেন্দ্রীয় এই টিম যে 9টি রাজ্যে পাঠানো হবে ৷ সেগুলি হল - গুজরাত, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানা ৷

সম্প্রতি, এর আগে কেন্দ্রীয় সরকারের 20 টি কোরোনা বিশেষজ্ঞ টিম বিভিন্ন রাজ্যে প্রতিনিধি হিসেবে যায় ৷ মুম্বইতে যায় একটি বিশেষ COVID-19 রেসপন্সও ম্যানেজমেন্ট টিম ৷ কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গেও আসে একটি স্পেশাল টিম ৷ COVID-19-এর মোকাবিলায় রাজ্যে বিভিন্ন খামতির বিষয় উল্লেখ করে তাঁরা চিঠি দেয় রাজ্যের মুখ্য সচিবকে । সেই নিয়ে তৈরি হয় বিতর্ক ৷ এই পরিস্থিতির মধ্যে কলকাতার 6 টি COVID হাসপাতালে ট্রিটমেন্ট প্রোটোকল যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না , তার নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য 5টি পৃথক মনিটরিং টিম গঠনের কথা জানায় । এই মনিটরিং টিম গঠনের বিষয়ে আজই রাজ্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে ।

দিল্লি, 9 মে : দেশের 10 টি রাজ্যে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের টিম পাঠাচ্ছে কেন্দ্র ৷ আজ একটি প্রেস বিজ্ঞপ্তি করে একথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ জানানো হয়েছে, দেশের 10 টি রাজ্যে কোরোনা সংক্রমণের সংখ্যা সবথেকে বেশি ৷ সেই রাজ্য গুলিতে পাঠানো হবে স্পেশাল টিম ৷ এই টিমগুলি রাজ্যের স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিদের COVID-19 সংক্রমণের সতর্কতায় সাহায্য করবে ৷

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ওই স্পেশাল টিমে থাকবেন MoHFW - র একজন সিনিয়র আধিকারিক ৷ একজন জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের নোডাল অফিসার ও একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ ৷ তাঁরা ওই 10 টি রাজ্যে জেলা ভিত্তিক কনটেইনমেন্ট ও রেড জ়োন হিসেবে পর্যালোচনা করে রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাহায্য করবেন ৷

দিল্লি ছাড়াও এই কেন্দ্রীয় এই টিম যে 9টি রাজ্যে পাঠানো হবে ৷ সেগুলি হল - গুজরাত, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানা ৷

সম্প্রতি, এর আগে কেন্দ্রীয় সরকারের 20 টি কোরোনা বিশেষজ্ঞ টিম বিভিন্ন রাজ্যে প্রতিনিধি হিসেবে যায় ৷ মুম্বইতে যায় একটি বিশেষ COVID-19 রেসপন্সও ম্যানেজমেন্ট টিম ৷ কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গেও আসে একটি স্পেশাল টিম ৷ COVID-19-এর মোকাবিলায় রাজ্যে বিভিন্ন খামতির বিষয় উল্লেখ করে তাঁরা চিঠি দেয় রাজ্যের মুখ্য সচিবকে । সেই নিয়ে তৈরি হয় বিতর্ক ৷ এই পরিস্থিতির মধ্যে কলকাতার 6 টি COVID হাসপাতালে ট্রিটমেন্ট প্রোটোকল যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না , তার নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য 5টি পৃথক মনিটরিং টিম গঠনের কথা জানায় । এই মনিটরিং টিম গঠনের বিষয়ে আজই রাজ্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.