ETV Bharat / bharat

নেতাজির জন্মদিন "পরাক্রম দিবস" হিসেবে পালিত হবে, ঘোষণা কেন্দ্রের

নেতাজির জন্মজয়ন্তি 23 জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে পালিত হবে । ঘোষণা কেন্দ্রের ।

parakram diwas
পরাক্রম দিবস
author img

By

Published : Jan 19, 2021, 10:08 AM IST

Updated : Jan 19, 2021, 11:04 AM IST

দিল্লি, 19 জানুয়ারি : 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন "পরাক্রম দিবস" হিসেবে পালিত হবে । ঘোষণা কেন্দ্রের । আজ সংস্কৃতি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

সংস্কৃতি মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি নিরুপমা কোটরু এক বিবৃতিতে জানান, 125তম জন্মদিনে দেশের প্রতি নেতাজির অতুলনীয় অবদানের কথা স্মরণ করবে দেশবাসী । তাঁর নিস্বার্থ দেশসেবা ও অদম্য উৎসাহকে সম্মান জানাতে কেন্দ্রীয় সরকারও প্রতি বছর 23 জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ।

parakram diwas
সংস্কৃতি মন্ত্রকের বিজ্ঞপ্তি

এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিন পালনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার। এই কমিটির মাথায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 85 জনের ওই কমিটিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ 30 জন বিশিষ্ট বাঙালিও ।

দিল্লি, 19 জানুয়ারি : 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন "পরাক্রম দিবস" হিসেবে পালিত হবে । ঘোষণা কেন্দ্রের । আজ সংস্কৃতি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

সংস্কৃতি মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি নিরুপমা কোটরু এক বিবৃতিতে জানান, 125তম জন্মদিনে দেশের প্রতি নেতাজির অতুলনীয় অবদানের কথা স্মরণ করবে দেশবাসী । তাঁর নিস্বার্থ দেশসেবা ও অদম্য উৎসাহকে সম্মান জানাতে কেন্দ্রীয় সরকারও প্রতি বছর 23 জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ।

parakram diwas
সংস্কৃতি মন্ত্রকের বিজ্ঞপ্তি

এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিন পালনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার। এই কমিটির মাথায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 85 জনের ওই কমিটিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ 30 জন বিশিষ্ট বাঙালিও ।

Last Updated : Jan 19, 2021, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.