দিল্লি, 2 ফেব্রুয়ারি : সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করতে এবং তা প্রয়োগ করতে চলতি বছরের 9 জুলাই পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ 2019 সালের ডিসেম্বর শীতকালীন অধিবেশনে এই আইন পাস করায় কেন্দ্র৷ তার পর থেকে দেশের বিভিন্ন অংশে এই আইন নিয়ে প্রতিবাদ হয়েছে৷ সংসদও উত্তাল হয়েছে এই নিয়ে৷ কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই আইন বলবৎ করতে পারেনি কেন্দ্রের মোদি সরকার৷
এখন সংসদে বাজেট অধিবেশন চলছে৷ মঙ্গলবার অধিবেশন চলাকালীন লোকসভায় কংগ্রেসর সাংসদ ভিকে শ্রীকন্ডন সরকারের কাছে বিষয়টি জানতে চান৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এরই উত্তরে জানানো হয়েছে যে সংশোধিক নাগরিকত্ব আইন ‘প্রস্তুত করার কাজ চলছে’৷ 2020 সালের 10 জানুয়ারি থেকে এই আইন লাগু হয়েছে৷ এর আগে এই আইন প্রস্তুত করার কাজ 9 এপ্রিল, 2021 এর মধ্যে শেষ করার কথা বলা হয়েছিল৷ কিন্তু এবার তা বাড়িয়ে 9 জুলাই, 2021 করা হয়েছে৷ এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি৷
সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে গত ডিসেম্বরেই প্রতিক্রিয়া দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তিনি জানিয়েছিলেন যে এই আইন প্রস্তুত করা হচ্ছে৷ করোনা সংক্রান্ত সমস্যার জেরে এই কাজে ব্যাঘাত ঘটেছে৷ টিকাকরণের কাজ শুরু হলেই আবার আইন প্রস্তুতির কাজ শুরু হবে৷
আরও পড়ুন : বাতিল সামগ্রী দিয়ে তৈরি 30 ফুট উচ্চতার ভারতের মানচিত্র
উল্লেখ্য, সংসদের নিয়ম অনুযায়ী, কোনও বিল পাস হলে তার 6 মাসের মধ্যে তা প্রস্তুত করে ফেলতে হয়৷ তবে প্রয়োজনে সরকারের তরফে এই বিষয়ে সময়সীমা বাড়াতে সংসদের সংশ্লিষ্ট কমিটির কাছে চাওয়া যেতে পারে৷ কিন্তু তিনবারের বেশি সময়সীমা বৃদ্ধির আবেদন করা যাবে না৷