ETV Bharat / bharat

CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ: পাশের হারে এগিয়ে মেয়েরা - CBSE board class 10 results

প্রকাশিত হল CBSE ক্লাস টেনের ফল ।

প্রকাশিত হল CBSE ক্লাস টেনের ফল
প্রকাশিত হল CBSE ক্লাস টেনের ফল
author img

By

Published : Jul 15, 2020, 12:52 PM IST

Updated : Jul 15, 2020, 4:20 PM IST

দিল্লি, 15 জুন: প্রকাশিত হল CBSE দশম শ্রেণির ফল ৷ এবার পাশের হার গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে ৷ এবার পাশের হার 91.46 শতাংশ ৷ গত বছর যেটা ছিল 91.10 শতাংশ ৷ পাশের হারে ছেলেদের ছাপিয়ে গেছে মেয়েরা ৷

বুধবার CBSE ক্লাস টেনের ফলপ্রকাশের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷ এবার CBSE-তে মেয়েদের পাশের হার 93.31 শতাংশ ৷ সেখানে ছেলেদের পাশের হার 90.14 শতাংশ ৷ মোট পরীক্ষার্থীর মধ্যে 41 হাজার 804 জন পড়ুয়া 95 শতাংশের বেশি পেয়ে পাশ করেছে ৷

  • Dear Students, Parents, and Teachers!@cbseindia29 has announced the results of Class X and can be accessed at https://t.co/U3MU3QfULs.

    We congratulate you all for making this possible. I reiterate, student's health & quality education are our priority.

    — Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 18,73,105 জন । পাশ করেছে 17,13,121 জন । এবার 90 শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা কমেছে । গত বছর 2.2 লাখ ছাত্রছাত্রী 90 শতাংশের বেশি নম্বর পেয়েছিল । এবার তা কমে দাঁড়িয়েছে 184,358-এ ।

CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ
CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ

পাশের হারে সবার প্রথমে রয়েছে ত্রিবান্দ্রম ৷ সবচেয়ে বেশি 99.28 শতাংশ পড়ুয়া পাশ করেছে ত্রিবান্দ্রমে ৷ দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই ৷ সেখানের পাশের হার 98.95 শতাংশ ৷ তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুুরু রিজিয়নে পাশের হার 98.23 শতাংশ ৷

CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ
CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ

দিল্লি, 15 জুন: প্রকাশিত হল CBSE দশম শ্রেণির ফল ৷ এবার পাশের হার গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে ৷ এবার পাশের হার 91.46 শতাংশ ৷ গত বছর যেটা ছিল 91.10 শতাংশ ৷ পাশের হারে ছেলেদের ছাপিয়ে গেছে মেয়েরা ৷

বুধবার CBSE ক্লাস টেনের ফলপ্রকাশের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷ এবার CBSE-তে মেয়েদের পাশের হার 93.31 শতাংশ ৷ সেখানে ছেলেদের পাশের হার 90.14 শতাংশ ৷ মোট পরীক্ষার্থীর মধ্যে 41 হাজার 804 জন পড়ুয়া 95 শতাংশের বেশি পেয়ে পাশ করেছে ৷

  • Dear Students, Parents, and Teachers!@cbseindia29 has announced the results of Class X and can be accessed at https://t.co/U3MU3QfULs.

    We congratulate you all for making this possible. I reiterate, student's health & quality education are our priority.

    — Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 18,73,105 জন । পাশ করেছে 17,13,121 জন । এবার 90 শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা কমেছে । গত বছর 2.2 লাখ ছাত্রছাত্রী 90 শতাংশের বেশি নম্বর পেয়েছিল । এবার তা কমে দাঁড়িয়েছে 184,358-এ ।

CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ
CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ

পাশের হারে সবার প্রথমে রয়েছে ত্রিবান্দ্রম ৷ সবচেয়ে বেশি 99.28 শতাংশ পড়ুয়া পাশ করেছে ত্রিবান্দ্রমে ৷ দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই ৷ সেখানের পাশের হার 98.95 শতাংশ ৷ তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুুরু রিজিয়নে পাশের হার 98.23 শতাংশ ৷

CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ
CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ
Last Updated : Jul 15, 2020, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.