দিল্লি, ৪ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে CBI। একথা জানিয়েছেন সংস্থার অন্তর্বর্তীকালীন ডিরেক্টর এম নাগেশ্বর রাও।
এক সংবাদসংস্থাকে তিনি বলেন, "রাজীব কুমারের বিরুদ্ধে আমাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে। ন্যায়বিচারকে প্রতিহত করতে ও তথ্যপ্রমাণ লোপাট করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।" তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা চিটফান্ড মামলার তদন্ত করছি। শীর্ষ আদালতের নির্দেশের আগে রাজীব কুমারের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ তদন্তকারী দল (SIT) তৈরি করে।" CBI-র অন্তর্বর্তীকালীন ডিরেক্টর জানান, আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তাঁদের সুপারিশ মেনে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
CBI-র একটি দল গতকাল সন্ধে ৬টা নাগাদ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে যায়। কিন্তু, তাদের ভিতরে ঢুকতে বাধা দেয় পুলিশ। আগে থেকেই কমিশনারের বাসভবন ঘিরে ফেলা হয়। বাসভবনের প্রতিটি গেটে CBI আধিকারিকদের বাধার মুখে পড়তে হয়। CBI আধিকারিক তথাগত বর্ধনকে পুলিশের তরফে জানানো হয়, শেক্সপিয়র সরণি থানায় তাঁকে যেতে হবে। কিন্তু, তিনি তা অস্বীকার করেন। তিনি জানান, রাজীব কুমারের বাসভবনে ঢোকার প্রয়োজনীয় অনুমতি রয়েছে।
উপযুক্ত নথি না থাকা সত্ত্বেও কমিশনারের বাসভবনে প্রবেশের চেষ্টার অভিযোগে কয়েকজন CBI আধিকারিককে আটক করে পুলিশ। তাঁদের শেক্সপিয়র সরণি থানায় নিয়ে যাওয়া হয়। পরে ছেড়ে দেওয়া হয় তাঁদের। খবর পেয়ে পুলিশ কমিশনারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিক বৈঠক করেন তিনি। বলেন, "রাজীব কুমার চিটফান্ডের সঙ্গে জড়িত প্রমাণ করুক। আমার ফোর্সকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আজ এরা আমার বাড়ি যাবে। কাল আপনার বাড়ি যাবে। সাহস বেড়ে গেছে। পুলিশের বিপদে-আপদে থাকব। আমাকে পছন্দ করতে না পারেন কিন্তু, আমার ফোর্সের উপর আঘাত কেন ?"