ETV Bharat / bharat

ব্যাঙ্ক জালিয়াতি মামলায় হরিয়ানায় 14টি জায়গায় তল্লাশি সিবিআইয়ের - CBI searches 14 locations in Haryana in bank fraud case

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ব্যাঙ্ক তহবিলের বিভাজন, ভুয়ো নথি জমা, ফৌজদারি অপব্যবহার, প্রতারণা ইত্যাদির মাধ্যমে ব্যাঙ্ক জালিয়াতি করেছে ।

Cbi
Cbi
author img

By

Published : Dec 29, 2020, 10:10 PM IST

দিল্লি, 29 ডিসেম্বর : হরিয়ানার একটি সংস্থা এবং এর পরিচালকদের বিরুদ্ধে 236.7 কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার মামলা করেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক । অভিযোগ পাওয়ার পর 14টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই ।

এই বিষয়ে এক সিবিআই অফিসার জানিয়েছেন, এজেন্সি ওই সংস্থা সহ অভিযুক্তদের অফিস এবং আবাসিক প্রাঙ্গনে 14 টি জায়গায় তল্লাশি চালিয়ে অপরাধের বিভিন্ন নথি বাজেয়াপ্ত করেছে ।

সিবিআইয়ের এই মামলাটি ওই সংস্থা এবং অন্য অজ্ঞাত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে 236.74 কোটি টাকার ক্ষতির অভিযোগের ভিত্তিতে তৈরি । এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ব্যাঙ্ক তহবিলের বিভাজন, ভুয়ো নথি জমা, ফৌজদারি অপব্যবহার, প্রতারণা ইত্যাদির মাধ্যমে ব্যাঙ্ক জালিয়াতি করেছে ।

দিল্লি, 29 ডিসেম্বর : হরিয়ানার একটি সংস্থা এবং এর পরিচালকদের বিরুদ্ধে 236.7 কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার মামলা করেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক । অভিযোগ পাওয়ার পর 14টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই ।

এই বিষয়ে এক সিবিআই অফিসার জানিয়েছেন, এজেন্সি ওই সংস্থা সহ অভিযুক্তদের অফিস এবং আবাসিক প্রাঙ্গনে 14 টি জায়গায় তল্লাশি চালিয়ে অপরাধের বিভিন্ন নথি বাজেয়াপ্ত করেছে ।

সিবিআইয়ের এই মামলাটি ওই সংস্থা এবং অন্য অজ্ঞাত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে 236.74 কোটি টাকার ক্ষতির অভিযোগের ভিত্তিতে তৈরি । এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ব্যাঙ্ক তহবিলের বিভাজন, ভুয়ো নথি জমা, ফৌজদারি অপব্যবহার, প্রতারণা ইত্যাদির মাধ্যমে ব্যাঙ্ক জালিয়াতি করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.