ETV Bharat / bharat

"পিঠ বাঁচাতে CBI তদন্তের দাবি BJP-র", টুইট অভিষেক মানু সিঙ্ঘভির - CBI তদন্তের দাবি বিজেপির

রাজস্থানে কংগ্রেস পরিচালিত সরকার ফেলতে কংগ্রেস বিধায়কদের কেনাবেচার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসে । নাম জড়ায় কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP নেতা গজেন্দ্র সিং শেখায়তের । ঘটনায় ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে, তদন্ত শুরু হয়েছে । কিন্তু BJP-র তরফে ঘটনায় CBI তদন্তের দাবি জানানো হয়েছে । যার প্রেক্ষিতে আজ একটি টুইট করেন কংগ্রেস নেতা অভিষেক মানু সিঙ্ঘভি । বলেন, "পিঠ বাঁচাতে BJP এখন CBI তদন্তের দাবি জানাচ্ছে । " পিঠ বাঁচাতে BJP এখন CBI তদন্তের দাবি জানাচ্ছে ।

Abhisek manu singhvi, rajasthan political crisis, horse treading
Abhisek manu singhvi, rajasthan political crisis, horse treading
author img

By

Published : Jul 19, 2020, 3:39 PM IST

দিল্লি, 19 জুলাই : সত্যকে ধামাচাপা দিতে এখন CBI তদন্তের দাবি জানাচ্ছে BJP । টুইট কংগ্রেস নেতা অভিষেক মানু সিঙ্ঘভির ।

টুইটে তিনি লেখেন, "রাজস্থানে সরকার ফেলতে ঘোড়া কেনাবেচার গুরুতর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী-সহ রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে । ঘটনায় ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে, তদন্ত শুরু হয়েছে । পিঠ বাঁচাতে BJP এখন CBI তদন্তের দাবি জানাচ্ছে । স্বরাষ্ট্রমন্ত্রকও দ্রুত পদক্ষেপ করেছে যাতে তদন্তভার CBI- এর হাতে যায় । ক্লিনচিট পান অভিযুক্তরা ।"

সূত্রের খবর, গতকাল রাজস্থানের মুখ্যসচিবের কাছ থেকে ফোন ট্যাপিং সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ।

রাজস্থানে অশোক গেহলত পরিচালিত কংগ্রেস সরকারকে ফেলতে BJP-র সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন সচিন পাইলট-সহ কয়েকজন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক । অভিযোগ উঠেছিল এমনটাই । সম্প্রতি সেই সংক্রান্ত কথা বার্তার অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসে । নাম জড়ায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ BJP নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের । দায়ের হয় FIR । যদিও BJP নেতার দাবি অডিয়ো ক্লিপের কণ্ঠ তাঁর নয় । প্রয়োজনে সবরকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত তিনি ।

  • Serious allegations of horse trading &toppling re various #Raj MLAs incl Central Minister. Police inquiry, FIR & Crl process on. To avoid completion of Crl process, #BJP conveniently demands #CBI. #MHA immly steps in. Wl hand over 2CBI to give clean chit & thwart truth!

    — Abhishek Singhvi (@DrAMSinghvi) July 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

" এভাবে ফোনে আড়ি পাতার ক্ষেত্রে নিয়ম কি আদপেও মানা হয়েছে ? রাজস্থানে কি জরুরি অবস্থা চলছে ? সব রাজনৈতিক দলকেই কি সেখানে টার্গেট করা হচ্ছে ? আমরা CBI তদন্তের দাবি জানাচ্ছি ।" সাংবাদিক বৈঠক করে বলেন BJP-র মুখপাত্র সম্বিত পাত্র ।

দিল্লি, 19 জুলাই : সত্যকে ধামাচাপা দিতে এখন CBI তদন্তের দাবি জানাচ্ছে BJP । টুইট কংগ্রেস নেতা অভিষেক মানু সিঙ্ঘভির ।

টুইটে তিনি লেখেন, "রাজস্থানে সরকার ফেলতে ঘোড়া কেনাবেচার গুরুতর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী-সহ রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে । ঘটনায় ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে, তদন্ত শুরু হয়েছে । পিঠ বাঁচাতে BJP এখন CBI তদন্তের দাবি জানাচ্ছে । স্বরাষ্ট্রমন্ত্রকও দ্রুত পদক্ষেপ করেছে যাতে তদন্তভার CBI- এর হাতে যায় । ক্লিনচিট পান অভিযুক্তরা ।"

সূত্রের খবর, গতকাল রাজস্থানের মুখ্যসচিবের কাছ থেকে ফোন ট্যাপিং সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ।

রাজস্থানে অশোক গেহলত পরিচালিত কংগ্রেস সরকারকে ফেলতে BJP-র সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন সচিন পাইলট-সহ কয়েকজন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক । অভিযোগ উঠেছিল এমনটাই । সম্প্রতি সেই সংক্রান্ত কথা বার্তার অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসে । নাম জড়ায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ BJP নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের । দায়ের হয় FIR । যদিও BJP নেতার দাবি অডিয়ো ক্লিপের কণ্ঠ তাঁর নয় । প্রয়োজনে সবরকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত তিনি ।

  • Serious allegations of horse trading &toppling re various #Raj MLAs incl Central Minister. Police inquiry, FIR & Crl process on. To avoid completion of Crl process, #BJP conveniently demands #CBI. #MHA immly steps in. Wl hand over 2CBI to give clean chit & thwart truth!

    — Abhishek Singhvi (@DrAMSinghvi) July 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

" এভাবে ফোনে আড়ি পাতার ক্ষেত্রে নিয়ম কি আদপেও মানা হয়েছে ? রাজস্থানে কি জরুরি অবস্থা চলছে ? সব রাজনৈতিক দলকেই কি সেখানে টার্গেট করা হচ্ছে ? আমরা CBI তদন্তের দাবি জানাচ্ছি ।" সাংবাদিক বৈঠক করে বলেন BJP-র মুখপাত্র সম্বিত পাত্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.